ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবেন না সেটা জানা গিয়েছিল আগেই। আগে থেকেই যে তাঁর ওপর ছিল নিষেধাজ্ঞা ও জরিমানার খড়্গ। তবু আল নাসরের ম্যাচ থাকলে তিনি মাঠে না এসে কি পারেন! যদিও তাঁর দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল হাজম। গ্যালারিতে বসে সতীর্থদের ম্যাচ দেখেন রোনালদো। ম্যাচের ৭ মিনিটের সময় ভক্ত-সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিতে থাকেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের চোখ তখন ছিল অশ্রুসিক্ত। রোনালদোর আবেগপ্রবণ হওয়ার মুহূর্ত ঠিকই খুঁজে নেয় ক্যামেরার লেন্স।
আল নাসর গতকাল বেশ দাপট দেখিয়ে খেলে প্রতিপক্ষ আল হাজমের ওপর। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৯টি শট নেয় আল নাসর। ৩১ মিনিটে আল হাজমের জালে পেনাল্টি থেকে বল জড়ান তালিসকা। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় গোলের বন্যা। বলতে গেলে শুরু হয় আক্রমণ ও প্রতি আক্রমণের খেলা। ৫৩ মিনিটে আহমেদ আল মেহমেইদের গোলে সমতায় ফেরে আল হাজম। ৬১ মিনিটে তালিসকার দ্বিতীয় গোলে এগিয়ে যায় আল নাসর। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার গোল করেন আল ইয়াহিয়ার অ্যাসিস্টে। ৬৬ মিনিটে তোজের গোলে আল হাজম ম্যাচে ২-২ সমতা করে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোলটা পক্ষে যায় আল হাজমের। ৭১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা। তালিসকাকে অ্যাসিস্ট করেন আল নাসর ডিফেন্ডার অ্যালেক্স তেলেস।তালিসকার হ্যাটট্রিকে আল নাসর এগিয়ে না যেতেই আবারও সমতায় ফেরে আল হাজম। ৮৪ মিনিটে এবার আল হাজমের সমতাসূচক গোল করেন ফাইজ সেলেমানি। সময় যত শেষের দিকে, ততই আরও জমে ওঠে খেলা। নির্ধারিত ৯০ মিনিট পর অতিরিক্ত ২ মিনিটে ভিএআর দেখে পেনাল্টি দেওয়া হয় আল নাসরকে। ৪ মিনিটে পেনাল্টি থেকে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। গোলবন্যার ম্যাচে আল নাসরের জয় যখন সময়ের ব্যাপার, তখন অতিরিক্ত ৯ মিনিটে গোল করেন আল হাজমের ডিফেন্ডার পাওলো রিকার্দো। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হয় সৌদি প্রো লিগের ম্যাচটি।
গোলবন্যার ম্যাচ ড্রয়ে এবারের সৌদি প্রো লিগের শিরোপাজয়ের দৌড়ে অবশ্য কিছুটা পিছিয়ে পড়ল আল নাসর। ২২ ম্যাচে ১৭ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। ৫৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আল হিলাল। সৌদি প্রো লিগে অবশ্য তারা খেলেছে ২১ ম্যাচ।
আল শাবাব এফসি স্টেডিয়ামে গত ২৫ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল শাবাব। সেই ম্যাচে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন ভক্ত-সমর্থকেরা। সে সময় ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে বাজে অঙ্গভঙ্গি দেখান পর্তুগিজ ফরোয়ার্ড। সেকারণেই তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা করা হয়। সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি গত পরশু এই রায় দেয়।
ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবেন না সেটা জানা গিয়েছিল আগেই। আগে থেকেই যে তাঁর ওপর ছিল নিষেধাজ্ঞা ও জরিমানার খড়্গ। তবু আল নাসরের ম্যাচ থাকলে তিনি মাঠে না এসে কি পারেন! যদিও তাঁর দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল হাজম। গ্যালারিতে বসে সতীর্থদের ম্যাচ দেখেন রোনালদো। ম্যাচের ৭ মিনিটের সময় ভক্ত-সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিতে থাকেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের চোখ তখন ছিল অশ্রুসিক্ত। রোনালদোর আবেগপ্রবণ হওয়ার মুহূর্ত ঠিকই খুঁজে নেয় ক্যামেরার লেন্স।
আল নাসর গতকাল বেশ দাপট দেখিয়ে খেলে প্রতিপক্ষ আল হাজমের ওপর। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৯টি শট নেয় আল নাসর। ৩১ মিনিটে আল হাজমের জালে পেনাল্টি থেকে বল জড়ান তালিসকা। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় গোলের বন্যা। বলতে গেলে শুরু হয় আক্রমণ ও প্রতি আক্রমণের খেলা। ৫৩ মিনিটে আহমেদ আল মেহমেইদের গোলে সমতায় ফেরে আল হাজম। ৬১ মিনিটে তালিসকার দ্বিতীয় গোলে এগিয়ে যায় আল নাসর। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার গোল করেন আল ইয়াহিয়ার অ্যাসিস্টে। ৬৬ মিনিটে তোজের গোলে আল হাজম ম্যাচে ২-২ সমতা করে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোলটা পক্ষে যায় আল হাজমের। ৭১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা। তালিসকাকে অ্যাসিস্ট করেন আল নাসর ডিফেন্ডার অ্যালেক্স তেলেস।তালিসকার হ্যাটট্রিকে আল নাসর এগিয়ে না যেতেই আবারও সমতায় ফেরে আল হাজম। ৮৪ মিনিটে এবার আল হাজমের সমতাসূচক গোল করেন ফাইজ সেলেমানি। সময় যত শেষের দিকে, ততই আরও জমে ওঠে খেলা। নির্ধারিত ৯০ মিনিট পর অতিরিক্ত ২ মিনিটে ভিএআর দেখে পেনাল্টি দেওয়া হয় আল নাসরকে। ৪ মিনিটে পেনাল্টি থেকে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। গোলবন্যার ম্যাচে আল নাসরের জয় যখন সময়ের ব্যাপার, তখন অতিরিক্ত ৯ মিনিটে গোল করেন আল হাজমের ডিফেন্ডার পাওলো রিকার্দো। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হয় সৌদি প্রো লিগের ম্যাচটি।
গোলবন্যার ম্যাচ ড্রয়ে এবারের সৌদি প্রো লিগের শিরোপাজয়ের দৌড়ে অবশ্য কিছুটা পিছিয়ে পড়ল আল নাসর। ২২ ম্যাচে ১৭ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। ৫৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আল হিলাল। সৌদি প্রো লিগে অবশ্য তারা খেলেছে ২১ ম্যাচ।
আল শাবাব এফসি স্টেডিয়ামে গত ২৫ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল শাবাব। সেই ম্যাচে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন ভক্ত-সমর্থকেরা। সে সময় ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে বাজে অঙ্গভঙ্গি দেখান পর্তুগিজ ফরোয়ার্ড। সেকারণেই তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা করা হয়। সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি গত পরশু এই রায় দেয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে