নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এই চারজনও ভুটানের লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
সবকিছু ঠিক থাকলে ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। এই প্রতিযোগিতায় ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন গোলরক্ষক রুপনা ও ডিফেন্ডার মাসুরা। আর এবার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া—চারজনই খেলবেন ভুটানের নারী প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসিতে। ৬ এপ্রিল ভুটানগামী বিমানে উঠবেন বাংলাদেশের এই নারী ফুটবলাররা।
গত জানুয়ারিতে জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে যে ১৮ জন ফুটবলার বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে আছেন পারো এফসিতে খেলার সুযোগ পাওয়া সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়াও। ঈদের পর শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে নাম আছে তাঁদেরও। কিরণ বলেন, ‘ক্যাম্প শুরু হওয়ায় তাদেরকে পরে (ভুটানে) যেতে বলা হয়েছিল। কিন্তু আগেই টিকিট কেটে রাখায় তা হয়তো সম্ভব নয়। তবে তারা যেহেতু খেলার মধ্যেই থাকবে, তাই তেমন কোনো সমস্যা হবে না।’ আগামী জুনে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তাঁদের সঙ্গী শক্তিশালী মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
বিদেশি লিগে বাংলাদেশের নারী ফুটবলার অংশগ্রহণ এটাই প্রথম নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয়েছে জাতীয় দলের উইঙ্গার সানজিদা আক্তারের। গত বছরের আগস্টে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে ভুটানি ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়েও খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ৪ ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার।
ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এই চারজনও ভুটানের লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
সবকিছু ঠিক থাকলে ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। এই প্রতিযোগিতায় ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন গোলরক্ষক রুপনা ও ডিফেন্ডার মাসুরা। আর এবার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া—চারজনই খেলবেন ভুটানের নারী প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসিতে। ৬ এপ্রিল ভুটানগামী বিমানে উঠবেন বাংলাদেশের এই নারী ফুটবলাররা।
গত জানুয়ারিতে জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে যে ১৮ জন ফুটবলার বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে আছেন পারো এফসিতে খেলার সুযোগ পাওয়া সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়াও। ঈদের পর শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে নাম আছে তাঁদেরও। কিরণ বলেন, ‘ক্যাম্প শুরু হওয়ায় তাদেরকে পরে (ভুটানে) যেতে বলা হয়েছিল। কিন্তু আগেই টিকিট কেটে রাখায় তা হয়তো সম্ভব নয়। তবে তারা যেহেতু খেলার মধ্যেই থাকবে, তাই তেমন কোনো সমস্যা হবে না।’ আগামী জুনে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তাঁদের সঙ্গী শক্তিশালী মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
বিদেশি লিগে বাংলাদেশের নারী ফুটবলার অংশগ্রহণ এটাই প্রথম নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয়েছে জাতীয় দলের উইঙ্গার সানজিদা আক্তারের। গত বছরের আগস্টে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে ভুটানি ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়েও খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ৪ ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫