নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত ১৭ জুলাই অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভা নিয়ে এক বিবৃতিতে এএফসি জানায়, বাফুফে কম্পিটিশন অপারেশনসের ধারা ২.২ ভঙ্গ করেছে। জরিমানার অর্থ সিদ্ধান্তের চিঠি প্রাপ্তির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে, যা এএফসি শৃঙ্খলা নীতিমালার ধারা ১১.৩ অনুযায়ী নির্ধারিত। শুধু তা- ই নয়, একই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখে পড়বে বাফুফে।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ১০ জুন সন্ধ্যা ৭টায়। কিন্তু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটির দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দুই মিনিট দেরিতে। আয়োজক হওয়ায় এর দায় নিতে হচ্ছে বাফুফেকে।
ম্যাচটি ঘিরে নানান সব পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে। ম্যাচের আগে রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। মাঝখানে ছিল লেজার শো। সব আয়োজনই বিফলে যায় বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলে। সিঙ্গাপুরের হয়ে গোল দুটি করেন সং উই ইয়াং ও ইখসান ফান্দি। বাংলাদেশের একমাত্র গোলটি আসে রাকিব হোসেনের পা থেকে। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিনে আছে হাভিয়ের কাবরেরার দল। ৯ অক্টোবর ঘরের মাঠে তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
গত ১৭ জুলাই অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভা নিয়ে এক বিবৃতিতে এএফসি জানায়, বাফুফে কম্পিটিশন অপারেশনসের ধারা ২.২ ভঙ্গ করেছে। জরিমানার অর্থ সিদ্ধান্তের চিঠি প্রাপ্তির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে, যা এএফসি শৃঙ্খলা নীতিমালার ধারা ১১.৩ অনুযায়ী নির্ধারিত। শুধু তা- ই নয়, একই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখে পড়বে বাফুফে।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ১০ জুন সন্ধ্যা ৭টায়। কিন্তু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটির দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দুই মিনিট দেরিতে। আয়োজক হওয়ায় এর দায় নিতে হচ্ছে বাফুফেকে।
ম্যাচটি ঘিরে নানান সব পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে। ম্যাচের আগে রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। মাঝখানে ছিল লেজার শো। সব আয়োজনই বিফলে যায় বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলে। সিঙ্গাপুরের হয়ে গোল দুটি করেন সং উই ইয়াং ও ইখসান ফান্দি। বাংলাদেশের একমাত্র গোলটি আসে রাকিব হোসেনের পা থেকে। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিনে আছে হাভিয়ের কাবরেরার দল। ৯ অক্টোবর ঘরের মাঠে তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫