স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন এক সুপার মার্কেটে হামলার সময় দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে এমন হুমকি দেওয়ায় নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। দুই দিন পেরিয়ে যাওয়ার পর এবার সেই ঘটনার দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
যত দ্রুত সম্ভব অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবেকে তিনি বলেছেন, ’বৃহস্পতিবার খুব বাজে এক সংবাদে আমার দিন শুরু হয়েছিল। সংবাদটি শোনার পর দ্রুতই পাবলো জাভকিনের (মেয়র) সঙ্গে যোগাযোগ করে বলি আমাদের ভিন্ন কিছু করতে হবে। আগেও অনেক কিছু করেছি, তবে স্পষ্টতই আমাদের আরও কিছু করতে হবে। সহিংসতা ও সংগঠিত অপরাধের সমস্যা খুবই গুরুতর হয়ে উঠেছে।’
গত পরশু দুর্বৃত্তরা মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওর এক সুপার শপে ১৪ রাউন্ড গুলি ছোড়ার পর চিরকুটে বিশ্বকাপজয়ী অধিনায়ককে হত্যার হুমকি দেয়। হামলাকারীরা চিরকুটে লিখেছিলেন, মেসি তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জ্যাভকিন একজন মাদক কারবারি। সে তোমাকে রক্ষা করতে পারবে না।
তিন যুগ পর মেসির নেতৃত্বেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে নিজের আজন্ম স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে ফুটবলে অমরত্বও পেয়েছেন তিনি। গোল বা অন্যান্য পরিসংখ্যানে এখন শুধু নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সময় ফুটবল জাদুকরের। ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় এলএম টেনের সময়ও এসেছে বুটজোড়া তুলে রাখার। শেষটা শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে করতে চান আগেই জানিয়েছেন তিনি। কিন্তু দুর্বৃত্তদের এমন ঘটনায় এখন প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন কি না সেটা দেখার বিষয়।
স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন এক সুপার মার্কেটে হামলার সময় দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে এমন হুমকি দেওয়ায় নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। দুই দিন পেরিয়ে যাওয়ার পর এবার সেই ঘটনার দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
যত দ্রুত সম্ভব অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবেকে তিনি বলেছেন, ’বৃহস্পতিবার খুব বাজে এক সংবাদে আমার দিন শুরু হয়েছিল। সংবাদটি শোনার পর দ্রুতই পাবলো জাভকিনের (মেয়র) সঙ্গে যোগাযোগ করে বলি আমাদের ভিন্ন কিছু করতে হবে। আগেও অনেক কিছু করেছি, তবে স্পষ্টতই আমাদের আরও কিছু করতে হবে। সহিংসতা ও সংগঠিত অপরাধের সমস্যা খুবই গুরুতর হয়ে উঠেছে।’
গত পরশু দুর্বৃত্তরা মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওর এক সুপার শপে ১৪ রাউন্ড গুলি ছোড়ার পর চিরকুটে বিশ্বকাপজয়ী অধিনায়ককে হত্যার হুমকি দেয়। হামলাকারীরা চিরকুটে লিখেছিলেন, মেসি তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জ্যাভকিন একজন মাদক কারবারি। সে তোমাকে রক্ষা করতে পারবে না।
তিন যুগ পর মেসির নেতৃত্বেই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে নিজের আজন্ম স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে ফুটবলে অমরত্বও পেয়েছেন তিনি। গোল বা অন্যান্য পরিসংখ্যানে এখন শুধু নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সময় ফুটবল জাদুকরের। ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় এলএম টেনের সময়ও এসেছে বুটজোড়া তুলে রাখার। শেষটা শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে করতে চান আগেই জানিয়েছেন তিনি। কিন্তু দুর্বৃত্তদের এমন ঘটনায় এখন প্রিয় ক্লাবের হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন কি না সেটা দেখার বিষয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫