ক্রীড়া ডেস্ক
দারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
ওসেমিনের সঙ্গে চুক্তি মূল্য দলবদলের বাজারে গড়েছে ইতিহাস। ওসিমেনকে কিনতে গালাতাসারায়ের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। তুর্কি লিগে ওসিমেন এখন সবচেয়ে বেশি দামি খেলোয়াড়। তাঁর আগে সর্বোচ্চ দামে কেনা ফুটবলারের তিন গুনেরও বেশি। মরক্কান স্ট্রাইকার ইউসুফ এন নাসরিকে গত মৌসুমে সেভিয়া থেকে ২০ মিলিয়ন ইউরোয় কিনেছিল ফেনারবাচে। এত দিন এটি ছিল তুর্কি দলবদলের বাজারের সর্বোচ্চ দাম।
এক মৌসুম আগেও এই ওসিমেনের দাম ছিল ১৫০ মিলিয়ন ইউরো। চেলসি, পিএসজি ও ম্যানইউর মতো ক্লাব তাঁকে দলে ভেড়াতে চেয়েছিল। ২০২২-২৩ মৌসুমে নাপোলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওসিমেন। গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে কিনতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের জায়ান্টরা। কিন্তু তিনি নাপোলিতে থাকতে চেয়েছিলেন। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ওসিমেন আবার ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। ওসিমেন যে ক্লাবে যেতে চেয়েছিলেন তাদের সঙ্গে নাপোলির সমঝোতা হয়নি। ক্ষোভে ওসিমেনও নাপোলি থাকতে চাননি। যে কারণে ইউরোপের সেরা পাঁচ ক্লাবের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নাইজেরিয়ান স্ট্রাইকারকে ধারে গালাতাসারায়ে পাঠিয়ে দেয় নাপোলি।
ফরাসি ক্লাব লিল থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির অবিস্মরণীয় সিরি-আ জয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি নজর কাড়েন ফুটবল বিশ্বের। দলকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও।
ভবিষ্যতে তাকে অন্য কোন ক্লাবে বিক্রি করলে দামের ১০ শতাংশ দিতে হবে নাপোলিকে। তিনি গালাতাসারায়ে থেকে সাইনিং বোনাস, ইমেজ স্বত্ব ও বেতন বাবদ মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পাবেন ওসিমেন।
দারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
ওসেমিনের সঙ্গে চুক্তি মূল্য দলবদলের বাজারে গড়েছে ইতিহাস। ওসিমেনকে কিনতে গালাতাসারায়ের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। তুর্কি লিগে ওসিমেন এখন সবচেয়ে বেশি দামি খেলোয়াড়। তাঁর আগে সর্বোচ্চ দামে কেনা ফুটবলারের তিন গুনেরও বেশি। মরক্কান স্ট্রাইকার ইউসুফ এন নাসরিকে গত মৌসুমে সেভিয়া থেকে ২০ মিলিয়ন ইউরোয় কিনেছিল ফেনারবাচে। এত দিন এটি ছিল তুর্কি দলবদলের বাজারের সর্বোচ্চ দাম।
এক মৌসুম আগেও এই ওসিমেনের দাম ছিল ১৫০ মিলিয়ন ইউরো। চেলসি, পিএসজি ও ম্যানইউর মতো ক্লাব তাঁকে দলে ভেড়াতে চেয়েছিল। ২০২২-২৩ মৌসুমে নাপোলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওসিমেন। গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে কিনতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের জায়ান্টরা। কিন্তু তিনি নাপোলিতে থাকতে চেয়েছিলেন। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ওসিমেন আবার ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। ওসিমেন যে ক্লাবে যেতে চেয়েছিলেন তাদের সঙ্গে নাপোলির সমঝোতা হয়নি। ক্ষোভে ওসিমেনও নাপোলি থাকতে চাননি। যে কারণে ইউরোপের সেরা পাঁচ ক্লাবের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নাইজেরিয়ান স্ট্রাইকারকে ধারে গালাতাসারায়ে পাঠিয়ে দেয় নাপোলি।
ফরাসি ক্লাব লিল থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির অবিস্মরণীয় সিরি-আ জয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি নজর কাড়েন ফুটবল বিশ্বের। দলকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও।
ভবিষ্যতে তাকে অন্য কোন ক্লাবে বিক্রি করলে দামের ১০ শতাংশ দিতে হবে নাপোলিকে। তিনি গালাতাসারায়ে থেকে সাইনিং বোনাস, ইমেজ স্বত্ব ও বেতন বাবদ মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পাবেন ওসিমেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে