ঢাকা: ২০০৭ সাল পর্যন্ত ছবিটা ছিল অন্য রকম। দুর্বল শক্তির দলগুলোর কাছে মোহামেডান হারলেই পরের দিন খবরের শিরোনাম হতো, ‘পুঁচক দলের কাছে দৈত্যের হার’! ১৫ বছরে সেই ছবিটা পাল্টে গেছে।
মাঠে-মাঠের বাইরের ঐতিহ্য-গৌরবকে নিজেরাই শোকেসে পুরেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। যে দলটা মাঝে মাঝে হেরে হতো সংবাদের শিরোনাম, তারাই এখন শিরোনাম হয় টানা দুই ম্যাচ জয় পেয়ে! গত কিছুদিনে মোহামেডান আলোচনায় এসেছে বিপিএল ফুটবলে টানা দুই ম্যাচ জেতায়। লিগে বিরতি শেষে প্রথম ম্যাচে আরামবাগ ও পরের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে দাপুটে ফুটবলে হারায় আলফাজ আহমেদের দল।
বিশেষ করে দুই হাতে টাকা ঢেলে দল সাজানো সাইফকে হারানোর পর নেটিজেনরা সরব, ‘জায়ান্ট কিলার হয়ে ফিরছে মোহামেডান!’
ছোট দলগুলো কখনো কখনো ‘জায়ান্ট কিলার’ তকমা গায়ে জড়িয়ে আলোচনাতেই থাকতে পছন্দ করে। কিন্তু যে দলটা একটা সময় নিজেরাই অন্যদের কাছে ছিল ‘দৈত্য’, তারাই এখন সাধারণের কাতারে। ছোট দল হিসেবে বড়দের হারানোর স্বাদ কতটা তিক্ত বা মধুর—প্রশ্নটা করা হয়েছিল ক্লাবের সাবেক ফুটবলার ও বর্তমানে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবকে। এ প্রশ্নে খানিকটা আফসোস ঝরল তাঁর কণ্ঠে, ‘২০০৭ সাল পর্যন্ত আমরা হয় চ্যাম্পিয়ন নয়তো রানার্সআপ ছিলাম। কখনো তিনে থাকতে হবে সেটা চিন্তাতেও আনিনি। জায়ান্ট কিলার হব, এমন কথা মোহামেডান কখনো চিন্তাও করতে পারে না। যেকোনো ম্যাচে আমরা এখনো এই ভাবনা নিয়ে মাঠে নামি যে আমাদের জিততেই হবে।’
গত এক দশকে দুর্বল আর্থিক কাঠামো, সদস্যদের দুর্নীতি আর সর্বশেষ ক্যাসিনো–কেলেঙ্কারি ধসিয়ে দিয়েছে মোহামেডানের ঐতিহ্য-মর্যাদা। সেই ধাক্কায় সাদা-কালো শিবির এখনো নড়বড়ে।
ক্লাবকে বাঁচাতে এগিয়ে এসেছেন নকীব–আলফাজ আহমেদের মতো সাবেক তারকারা। হয়েছে নতুন কমিটিও। অতীতের তুলনায় গত দুই মৌসুমে বেশ তরুণ দল নিয়ে মাঠে নামছে মোহামেডান। নকীব বলছেন, এই দলটা টিকে থাকলে আর জায়ান্ট কিলার বলা যাবে না তাঁদের, ‘ক্লাবের আগের চেহারা ফেরাতেই আমরা সাবেক খেলোয়াড় এক হয়েছি। ক্লাবটা একেবারে শেষই হয়ে যাচ্ছিল। গত ১৫ বছরে ক্লাবে যে বিশৃঙ্খলা হয়েছে, তা দূর করতেই আমরা একটা শৃঙ্খল দল গড়তে চাইছি। একটা সময় এই দলটাই এক নাম্বারের দিকে যাবে।’
যদি এই কমিটিও ব্যর্থ হয়, তাহলে? নকীব আশ্বস্ত করে বলছেন, ‘নতুন যে কমিটি হয়েছে তাঁদের লক্ষ্যটা বড়। নিজেদের পকেটের টাকা খরচ করে হলেও এই কমিটি ক্লাবের ভালো চায়। শিরোপা জেতার মতো দল গড়তে না পারলে এখানে আমাদের থাকার কোনো দরকার নেই।’
ঢাকা: ২০০৭ সাল পর্যন্ত ছবিটা ছিল অন্য রকম। দুর্বল শক্তির দলগুলোর কাছে মোহামেডান হারলেই পরের দিন খবরের শিরোনাম হতো, ‘পুঁচক দলের কাছে দৈত্যের হার’! ১৫ বছরে সেই ছবিটা পাল্টে গেছে।
মাঠে-মাঠের বাইরের ঐতিহ্য-গৌরবকে নিজেরাই শোকেসে পুরেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। যে দলটা মাঝে মাঝে হেরে হতো সংবাদের শিরোনাম, তারাই এখন শিরোনাম হয় টানা দুই ম্যাচ জয় পেয়ে! গত কিছুদিনে মোহামেডান আলোচনায় এসেছে বিপিএল ফুটবলে টানা দুই ম্যাচ জেতায়। লিগে বিরতি শেষে প্রথম ম্যাচে আরামবাগ ও পরের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে দাপুটে ফুটবলে হারায় আলফাজ আহমেদের দল।
বিশেষ করে দুই হাতে টাকা ঢেলে দল সাজানো সাইফকে হারানোর পর নেটিজেনরা সরব, ‘জায়ান্ট কিলার হয়ে ফিরছে মোহামেডান!’
ছোট দলগুলো কখনো কখনো ‘জায়ান্ট কিলার’ তকমা গায়ে জড়িয়ে আলোচনাতেই থাকতে পছন্দ করে। কিন্তু যে দলটা একটা সময় নিজেরাই অন্যদের কাছে ছিল ‘দৈত্য’, তারাই এখন সাধারণের কাতারে। ছোট দল হিসেবে বড়দের হারানোর স্বাদ কতটা তিক্ত বা মধুর—প্রশ্নটা করা হয়েছিল ক্লাবের সাবেক ফুটবলার ও বর্তমানে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবকে। এ প্রশ্নে খানিকটা আফসোস ঝরল তাঁর কণ্ঠে, ‘২০০৭ সাল পর্যন্ত আমরা হয় চ্যাম্পিয়ন নয়তো রানার্সআপ ছিলাম। কখনো তিনে থাকতে হবে সেটা চিন্তাতেও আনিনি। জায়ান্ট কিলার হব, এমন কথা মোহামেডান কখনো চিন্তাও করতে পারে না। যেকোনো ম্যাচে আমরা এখনো এই ভাবনা নিয়ে মাঠে নামি যে আমাদের জিততেই হবে।’
গত এক দশকে দুর্বল আর্থিক কাঠামো, সদস্যদের দুর্নীতি আর সর্বশেষ ক্যাসিনো–কেলেঙ্কারি ধসিয়ে দিয়েছে মোহামেডানের ঐতিহ্য-মর্যাদা। সেই ধাক্কায় সাদা-কালো শিবির এখনো নড়বড়ে।
ক্লাবকে বাঁচাতে এগিয়ে এসেছেন নকীব–আলফাজ আহমেদের মতো সাবেক তারকারা। হয়েছে নতুন কমিটিও। অতীতের তুলনায় গত দুই মৌসুমে বেশ তরুণ দল নিয়ে মাঠে নামছে মোহামেডান। নকীব বলছেন, এই দলটা টিকে থাকলে আর জায়ান্ট কিলার বলা যাবে না তাঁদের, ‘ক্লাবের আগের চেহারা ফেরাতেই আমরা সাবেক খেলোয়াড় এক হয়েছি। ক্লাবটা একেবারে শেষই হয়ে যাচ্ছিল। গত ১৫ বছরে ক্লাবে যে বিশৃঙ্খলা হয়েছে, তা দূর করতেই আমরা একটা শৃঙ্খল দল গড়তে চাইছি। একটা সময় এই দলটাই এক নাম্বারের দিকে যাবে।’
যদি এই কমিটিও ব্যর্থ হয়, তাহলে? নকীব আশ্বস্ত করে বলছেন, ‘নতুন যে কমিটি হয়েছে তাঁদের লক্ষ্যটা বড়। নিজেদের পকেটের টাকা খরচ করে হলেও এই কমিটি ক্লাবের ভালো চায়। শিরোপা জেতার মতো দল গড়তে না পারলে এখানে আমাদের থাকার কোনো দরকার নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫