ঢাকা: ব্রুনো ফার্নান্দেজের চোখে জল টলমল! কদিন আগে কেঁদেছিলেন লুইস সুয়ারেজও। সুয়ারেজের চোখে জল ছিল প্রাপ্তির আনন্দে। কিন্তু ফার্নান্দেজ কাল কেঁদেছেন না পাওয়ার বেদনায়। এত কাছে এসেও যে ছোঁয়া হলো না আরাধ্য শিরোপাটা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গিয়ে জেতা হলো না ইউরোপা লিগ।
ফার্নান্দেজের এই কান্না পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিচ্ছবি। ওলে গুনার সুলশার আর অ্যালেক্স ফার্গুসনকে ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসানোর যথাসাধ্য চেষ্টাই করেছেন ফার্নান্দেজ, এডিনসন কাভানিরা। তাঁদের আশা ধূলিসাৎ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে জয়োৎসব করার সুযোগ করে দেন রুলি। উনাই এমেরির অধীন পুরো ভিয়ারিয়াল ডাগআউট প্রথম ইউরোপা লিগ শিরোপা জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে।
কাল দানেস্কে ম্যান ইউ-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালটা ছিল ‘শেয়ানে শেয়ানে লড়াই’! কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। যখন কেউ কারও জালে লক্ষ্যভেদ করতে পারছিল না, ২৯ মিনিটে সেটাই করলেন ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মোরেনো। মিডফিল্ডার দানিয়েল পারেহোর সহায়তায় ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মোরেনো। এরপর ম্যান ইউ পাল্টা-আক্রমণ করলেও প্রথমার্ধে তারা আর সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই সমতায় ফেরে সুলশারের শিষ্যরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সহায়তায় সমতাসূচক গোলটি করেছেন কাভানি। এরপর আর তেমন আক্রমণাত্মক ফুটবল দেখাই মেলেনি। দুই দলই যেন চাইছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাক। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে মোরেনো বেশ কয়েকবার লক্ষ্যভেদ করেও করতে পারেননি। এগিয়ে যেতে পারেনি ম্যানইউও।
ম্যাচের সব নাটক যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। ১,২, ৩ করে ২০টা শট নিল দুই দল। ২০টিই গোল! শেষ পর্যন্ত গোলরক্ষককে নিতে হলো শট। আর এখানেই পার্থক্য তৈরি হলো। ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দিলেন ভিয়ারিয়ালের রুলি। কিন্তু তার আগে রুলির গোল ঠেকাতে পারেননি দে হেয়া।
কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের কাছে এসেও তা পাওয়া হয়নি সুলশারের । আর চার-চারবার ইউরোপা লিগ জিতে এমেরি আরও উচ্চ স্বরে বলে দিলেন—ইউরোপা লিগটা শুধুই আমার!
ঢাকা: ব্রুনো ফার্নান্দেজের চোখে জল টলমল! কদিন আগে কেঁদেছিলেন লুইস সুয়ারেজও। সুয়ারেজের চোখে জল ছিল প্রাপ্তির আনন্দে। কিন্তু ফার্নান্দেজ কাল কেঁদেছেন না পাওয়ার বেদনায়। এত কাছে এসেও যে ছোঁয়া হলো না আরাধ্য শিরোপাটা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গিয়ে জেতা হলো না ইউরোপা লিগ।
ফার্নান্দেজের এই কান্না পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিচ্ছবি। ওলে গুনার সুলশার আর অ্যালেক্স ফার্গুসনকে ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসানোর যথাসাধ্য চেষ্টাই করেছেন ফার্নান্দেজ, এডিনসন কাভানিরা। তাঁদের আশা ধূলিসাৎ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে জয়োৎসব করার সুযোগ করে দেন রুলি। উনাই এমেরির অধীন পুরো ভিয়ারিয়াল ডাগআউট প্রথম ইউরোপা লিগ শিরোপা জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে।
কাল দানেস্কে ম্যান ইউ-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালটা ছিল ‘শেয়ানে শেয়ানে লড়াই’! কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। যখন কেউ কারও জালে লক্ষ্যভেদ করতে পারছিল না, ২৯ মিনিটে সেটাই করলেন ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মোরেনো। মিডফিল্ডার দানিয়েল পারেহোর সহায়তায় ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মোরেনো। এরপর ম্যান ইউ পাল্টা-আক্রমণ করলেও প্রথমার্ধে তারা আর সমতায় ফিরতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই সমতায় ফেরে সুলশারের শিষ্যরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সহায়তায় সমতাসূচক গোলটি করেছেন কাভানি। এরপর আর তেমন আক্রমণাত্মক ফুটবল দেখাই মেলেনি। দুই দলই যেন চাইছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাক। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে মোরেনো বেশ কয়েকবার লক্ষ্যভেদ করেও করতে পারেননি। এগিয়ে যেতে পারেনি ম্যানইউও।
ম্যাচের সব নাটক যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। ১,২, ৩ করে ২০টা শট নিল দুই দল। ২০টিই গোল! শেষ পর্যন্ত গোলরক্ষককে নিতে হলো শট। আর এখানেই পার্থক্য তৈরি হলো। ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দিলেন ভিয়ারিয়ালের রুলি। কিন্তু তার আগে রুলির গোল ঠেকাতে পারেননি দে হেয়া।
কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের কাছে এসেও তা পাওয়া হয়নি সুলশারের । আর চার-চারবার ইউরোপা লিগ জিতে এমেরি আরও উচ্চ স্বরে বলে দিলেন—ইউরোপা লিগটা শুধুই আমার!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে