নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুদূর ইতালি থেকে এসে বাংলাদেশ দলের সঙ্গে ফাহামিদুল ইসলামের সময়টা এবার দারুণ কেটেছে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল নিজের সেরাটা দিয়েছেন। আজ টিম হোটেল ছাড়ার সময় ফাহামিদুল কোচ হাভিয়ের কাবরেরাসহ সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন।
হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল—তিন প্রবাসী ফুটবলারের একসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলবেন—এমন একটা স্বপ্ন অনেক দিন ধরেই দেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের সে অপেক্ষার ঘুচিয়ে গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতেন তাঁরা। তিনজনই ছিলেন শুরুর একাদশে। তাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল, সেটা তো মাঠের পারফরম্যান্সেই বোঝা গেছে। প্রথমার্ধে অন্তত পাঁচটির মতো সুযোগ তৈরি করেন তাঁরা। শমিত-ফাহামিদুলদের সামলাতে বেগ পেতে হয়েছে সিঙ্গাপুরকে। তবে নিজেদের সেরাটা দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে।
এই ম্যাচ শেষে দেশে ফেরার পালা প্রবাসী ফুটবলারদের। আজই টিম হোটেল ছেড়ে গেছেন হামজা চৌধুরী আর শমিত সোম, ফাহামিদুলরা। হামজা ইংল্যান্ড আর শোম কানাডার উদ্দেশ্যে রওনা দিলেও ফাহামিদুল মা বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’
ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’
সুদূর ইতালি থেকে এসে বাংলাদেশ দলের সঙ্গে ফাহামিদুল ইসলামের সময়টা এবার দারুণ কেটেছে। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল নিজের সেরাটা দিয়েছেন। আজ টিম হোটেল ছাড়ার সময় ফাহামিদুল কোচ হাভিয়ের কাবরেরাসহ সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন।
হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল—তিন প্রবাসী ফুটবলারের একসঙ্গে বাংলাদেশের জার্সিতে খেলবেন—এমন একটা স্বপ্ন অনেক দিন ধরেই দেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। তাঁদের সে অপেক্ষার ঘুচিয়ে গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতেন তাঁরা। তিনজনই ছিলেন শুরুর একাদশে। তাদের মধ্যে বোঝাপড়া কেমন ছিল, সেটা তো মাঠের পারফরম্যান্সেই বোঝা গেছে। প্রথমার্ধে অন্তত পাঁচটির মতো সুযোগ তৈরি করেন তাঁরা। শমিত-ফাহামিদুলদের সামলাতে বেগ পেতে হয়েছে সিঙ্গাপুরকে। তবে নিজেদের সেরাটা দিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে।
এই ম্যাচ শেষে দেশে ফেরার পালা প্রবাসী ফুটবলারদের। আজই টিম হোটেল ছেড়ে গেছেন হামজা চৌধুরী আর শমিত সোম, ফাহামিদুলরা। হামজা ইংল্যান্ড আর শোম কানাডার উদ্দেশ্যে রওনা দিলেও ফাহামিদুল মা বাবার সঙ্গে যাচ্ছেন জেলা শহর ফেনীতে। যাওয়ার আগে সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন, ‘সবাই দারুণ। হামজা ভাই, শমিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুলদের। পথটা কঠিন হলেও আত্মবিশ্বাসী ফাহামিদুল। সাংবাদিকদের আজ টিম হোটেলে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।’
ম্যাচ হারের আক্ষেপ থাকলেও পরের ম্যাচে বাংলাদেশ ভিন্ন গল্প লিখবে বলে মনে করেন ফাহামিদুল। সংবাদ মাধ্যমকে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজেদের পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশা আল্লাহ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে