নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত মাসের শেষ সপ্তাহে যখন ভুবনেশ্বরে খেলতে গিয়েছিল বসুন্ধরা কিংস, বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা ভারতের ভিসা পেয়েছিল মাত্র এক দিন আগে। ভিসা পেতে দেরি হওয়ায় মোহনবাগানের অসহযোগিতার কথা এএফসিকে জানিয়েছিল বসুন্ধরা। কোনো অনুশীলন ছাড়াই মাঠে মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল ২-২ গোলে।
তবে মোহনবাগানের বাংলাদেশে আসতে তেমন সমস্যা হয়নি। হাতে সময় নিয়েই ছয় বছর পর বাংলাদেশে এসে ভালোই আতিথেয়তা পেয়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটি। পেয়েছে অনুশীলনের সময়। আতিথ্যে কোনো ফাঁক না রাখলেও মাঠে এই মোহনবাগানকে কোনো খাতির করতে চায় না বসুন্ধরা। আজ নিজেদের মাঠে মোহনবাগানকে প্রথমবারের মতো হারিয়ে জায়গা করে নিতে চায় পয়েন্ট টেবিলের শীর্ষে।
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে মোহনবাগান। ৪ পয়েন্টে দুইয়ে আছে বসুন্ধরা। আজ নিজেদের মাঠে ভারতের ক্লাবটিকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ যেমন আছে, তেমনি হেরে গেলে আরও একবার আঞ্চলিক সেমিফাইনালে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে বসুন্ধরার। এক অর্থে আজকের ম্যাচটা বসুন্ধরার জন্য ফাইনালের মতোই। মোহনবাগানকে হারানো কঠিন মনে হলেও নিজেদের মাঠে সেটা করে দেখাতে চান বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন।
গতকাল সংবাদ সম্মেলনে অস্কার বলেছেন, ‘আমাদের চতুর্থ ম্যাচ, গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের ওপর ভিত্তি করে দল ওপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। আমরা লড়াকু ফুটবল খেলা এবং গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি। আমরা জানি, মোহনবাগান কেমন দল, তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান। আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব। আপনারাও বলছেন, ওরা সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা দল; এই অঞ্চলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলে ওরা।’
মোহনবাগান ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন মদকাণ্ডে নিষিদ্ধ শেখ মোরসালিন। ভুবনেশ্বরে পাঁচ ফুটবলার ছাড়াই মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল বসুন্ধরা। দলে যাঁরা বিদেশি আছেন তাঁদের নিয়ে আজকের লড়াইটা জিততে চান অস্কার, ‘মোহনবাগানেরও খেলোয়াড়দের নিয়ে কিছু বিষয় আছে, আমাদেরও আছে। তবে আমি মনে করি, আমার হাতে চমৎকার একটা দল আছে। কোনো একজন, বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কোনো একজনের অনুপস্থিতিতে আমরা কখনোই ভুগিনি। দলে বাকি যাঁরা আছেন, তাঁরাও দারুণ, জায়গা পূরণ করতে পারে, মানিয়ে নিতে পারে। বিদেশে যাঁরা আছেন, তাঁরা স্থানীয়দের পাশে থাকবেন। আমি মনে করি, ভালো একটা কম্বিনেশন আছে দলে।’
‘ডি’ গ্রুপে চার দলের মধ্যে সবচেয়ে কম ৩ গোল হজম করেছে মোহনবাগান। দলটির রক্ষণভাগ গ্রুপের চার দলের মধ্যে সেরা। চোটের কারণে মোহনবাগান ঢাকায় আনতে পারেনি দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীকে। আনোয়ার না থাকলেও মোহনবাগানের শক্তি কমবে না বলে মনে করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো, ‘আমি মনে করি, তিনি (আনোয়ার) না খেললে আমাদের জন্য ভালো। তবে তিনি একা নন, প্রতিপক্ষ দলে আরও অনেক খেলোয়াড় আছেন, তাঁদের বিপক্ষে একটা দল হয়ে খেলতে হবে আমাদের।’
গত মাসের শেষ সপ্তাহে যখন ভুবনেশ্বরে খেলতে গিয়েছিল বসুন্ধরা কিংস, বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা ভারতের ভিসা পেয়েছিল মাত্র এক দিন আগে। ভিসা পেতে দেরি হওয়ায় মোহনবাগানের অসহযোগিতার কথা এএফসিকে জানিয়েছিল বসুন্ধরা। কোনো অনুশীলন ছাড়াই মাঠে মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল ২-২ গোলে।
তবে মোহনবাগানের বাংলাদেশে আসতে তেমন সমস্যা হয়নি। হাতে সময় নিয়েই ছয় বছর পর বাংলাদেশে এসে ভালোই আতিথেয়তা পেয়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটি। পেয়েছে অনুশীলনের সময়। আতিথ্যে কোনো ফাঁক না রাখলেও মাঠে এই মোহনবাগানকে কোনো খাতির করতে চায় না বসুন্ধরা। আজ নিজেদের মাঠে মোহনবাগানকে প্রথমবারের মতো হারিয়ে জায়গা করে নিতে চায় পয়েন্ট টেবিলের শীর্ষে।
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে মোহনবাগান। ৪ পয়েন্টে দুইয়ে আছে বসুন্ধরা। আজ নিজেদের মাঠে ভারতের ক্লাবটিকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ যেমন আছে, তেমনি হেরে গেলে আরও একবার আঞ্চলিক সেমিফাইনালে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে বসুন্ধরার। এক অর্থে আজকের ম্যাচটা বসুন্ধরার জন্য ফাইনালের মতোই। মোহনবাগানকে হারানো কঠিন মনে হলেও নিজেদের মাঠে সেটা করে দেখাতে চান বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন।
গতকাল সংবাদ সম্মেলনে অস্কার বলেছেন, ‘আমাদের চতুর্থ ম্যাচ, গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের ওপর ভিত্তি করে দল ওপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। আমরা লড়াকু ফুটবল খেলা এবং গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি। আমরা জানি, মোহনবাগান কেমন দল, তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান। আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব। আপনারাও বলছেন, ওরা সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা দল; এই অঞ্চলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলে ওরা।’
মোহনবাগান ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন মদকাণ্ডে নিষিদ্ধ শেখ মোরসালিন। ভুবনেশ্বরে পাঁচ ফুটবলার ছাড়াই মোহনবাগানের সঙ্গে ড্র করেছিল বসুন্ধরা। দলে যাঁরা বিদেশি আছেন তাঁদের নিয়ে আজকের লড়াইটা জিততে চান অস্কার, ‘মোহনবাগানেরও খেলোয়াড়দের নিয়ে কিছু বিষয় আছে, আমাদেরও আছে। তবে আমি মনে করি, আমার হাতে চমৎকার একটা দল আছে। কোনো একজন, বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কোনো একজনের অনুপস্থিতিতে আমরা কখনোই ভুগিনি। দলে বাকি যাঁরা আছেন, তাঁরাও দারুণ, জায়গা পূরণ করতে পারে, মানিয়ে নিতে পারে। বিদেশে যাঁরা আছেন, তাঁরা স্থানীয়দের পাশে থাকবেন। আমি মনে করি, ভালো একটা কম্বিনেশন আছে দলে।’
‘ডি’ গ্রুপে চার দলের মধ্যে সবচেয়ে কম ৩ গোল হজম করেছে মোহনবাগান। দলটির রক্ষণভাগ গ্রুপের চার দলের মধ্যে সেরা। চোটের কারণে মোহনবাগান ঢাকায় আনতে পারেনি দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীকে। আনোয়ার না থাকলেও মোহনবাগানের শক্তি কমবে না বলে মনে করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো, ‘আমি মনে করি, তিনি (আনোয়ার) না খেললে আমাদের জন্য ভালো। তবে তিনি একা নন, প্রতিপক্ষ দলে আরও অনেক খেলোয়াড় আছেন, তাঁদের বিপক্ষে একটা দল হয়ে খেলতে হবে আমাদের।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে