কদিন আগে সদ্যোজাত পুত্র হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুটা হলেও ধাক্কা সামলে পর্তুগিজ যুবরাজ ফিরেছেন মাঠে। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচেই রোনালদো করলেন গোল; তাতেই ছুঁয়ে ফেললেন দারুণ একটা মাইলফলক। আর্সেনালের বিপক্ষে রোনালদো যে গোলটা করলেন সেটা ইংলিশ লিগে তাঁর শততম গোল।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জালে বল জড়ানোর পর চিরচেনা উদ্যাপন করতে দেখা গেল না তাঁকে। গোলের পর কেবল সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন তিনি। ৩৪ মিনিটে দারুণ এক গোলে মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। লিগের ইতিহাসে তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন আরও ৩২ জন। ২৬০ গোল করে সবার ওপরে আছেন অ্যালান শিয়ারার।
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার হিসেবে ইংলিশ লিগে রোনালদো হলেন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তিনে থাকা ক্লাব কিংবদন্তি পল স্কোলস ১০৭ গোল করে অবসরে যান। তাঁর চেয়ে দুই গোল এগিয়ে আছেন আরেক লিজেন্ড রায়ান গিগস। ১৮৩ গোল করে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি।
রোনালদোর মাইলফলকের গোলটা অবশ্য কাজে আসেনি। স্রেফ ম্যানচেস্টার ইউনাইটেডের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ঘরের মাঠে রেড ডেভিলদের ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে উত্তর লন্ডনের ক্লাবটি। অন্যদিকে, টানা দুই হারে ম্যানইউর আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেল।
কদিন আগে সদ্যোজাত পুত্র হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুটা হলেও ধাক্কা সামলে পর্তুগিজ যুবরাজ ফিরেছেন মাঠে। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচেই রোনালদো করলেন গোল; তাতেই ছুঁয়ে ফেললেন দারুণ একটা মাইলফলক। আর্সেনালের বিপক্ষে রোনালদো যে গোলটা করলেন সেটা ইংলিশ লিগে তাঁর শততম গোল।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জালে বল জড়ানোর পর চিরচেনা উদ্যাপন করতে দেখা গেল না তাঁকে। গোলের পর কেবল সৃষ্টিকর্তাকেই স্মরণ করলেন তিনি। ৩৪ মিনিটে দারুণ এক গোলে মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। লিগের ইতিহাসে তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন আরও ৩২ জন। ২৬০ গোল করে সবার ওপরে আছেন অ্যালান শিয়ারার।
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার হিসেবে ইংলিশ লিগে রোনালদো হলেন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তিনে থাকা ক্লাব কিংবদন্তি পল স্কোলস ১০৭ গোল করে অবসরে যান। তাঁর চেয়ে দুই গোল এগিয়ে আছেন আরেক লিজেন্ড রায়ান গিগস। ১৮৩ গোল করে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি।
রোনালদোর মাইলফলকের গোলটা অবশ্য কাজে আসেনি। স্রেফ ম্যানচেস্টার ইউনাইটেডের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ঘরের মাঠে রেড ডেভিলদের ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে উত্তর লন্ডনের ক্লাবটি। অন্যদিকে, টানা দুই হারে ম্যানইউর আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫