ভিতোর রকির বার্সেলোনায় আসা অনেকটাই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। অবশেষে গতকাল শেষ হয়েছে অপেক্ষার প্রহর। বার্সেলোনায় খেলবেন ব্রাজিলের তরুণ এই ফুটবলার।
বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে রকির চুক্তির কথা জানানো হয়েছে। ২০২৪-২৫ মৌসুম থেকে বার্সায় খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রকির সঙ্গে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে বার্সার। ইএসপিএন জানিয়েছে, রকির সঙ্গে ৪ কোটি ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় তা ৪৭৯ কোটি ৩৩ লাখ টাকা। আর রিলিজ ক্লজ ঘোষণা করা হয়েছে ৫০ কোটি ইউরো (৫৯৯৩ কোটি টাকা)। বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তায় রকি বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তি হওয়ায় আমি খুব খুশি কিউলার্স। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বার্সেলোনায় আসছে তিগরিনহো। দেখা হচ্ছে শিগগিরই। এগিয়ে চলো বার্সা।’
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস—এ দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েনসের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচ খেলেছেন তিনি। টাঙ্গিয়ার স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রকির। সেই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন মৌসুম শুরুর আগে তিন ফুটবলারকে নিয়েছে বার্সেলোনা। ইলকায় গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজকে ফ্রি এজেন্ট হিসেবে এনেছে বার্সা। গুন্দোয়ান ও মার্তিনেজকে ম্যানচেস্টার সিটি ও বিলবাও থেকে নিয়ে এসেছে।
ভিতোর রকির বার্সেলোনায় আসা অনেকটাই নিশ্চিত ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু বাকি ছিল। অবশেষে গতকাল শেষ হয়েছে অপেক্ষার প্রহর। বার্সেলোনায় খেলবেন ব্রাজিলের তরুণ এই ফুটবলার।
বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে রকির চুক্তির কথা জানানো হয়েছে। ২০২৪-২৫ মৌসুম থেকে বার্সায় খেলবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। রকির সঙ্গে ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে বার্সার। ইএসপিএন জানিয়েছে, রকির সঙ্গে ৪ কোটি ইউরোর চুক্তি করেছে বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় তা ৪৭৯ কোটি ৩৩ লাখ টাকা। আর রিলিজ ক্লজ ঘোষণা করা হয়েছে ৫০ কোটি ইউরো (৫৯৯৩ কোটি টাকা)। বার্সার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও বার্তায় রকি বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তি হওয়ায় আমি খুব খুশি কিউলার্স। আমার স্বপ্ন সত্যি হয়েছে। বার্সেলোনায় আসছে তিগরিনহো। দেখা হচ্ছে শিগগিরই। এগিয়ে চলো বার্সা।’
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস—এ দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েনসের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচ খেলেছেন তিনি। টাঙ্গিয়ার স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রকির। সেই ম্যাচ ২-১ গোলে হেরে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নতুন মৌসুম শুরুর আগে তিন ফুটবলারকে নিয়েছে বার্সেলোনা। ইলকায় গুন্দোয়ান, ইনিগো মার্তিনেজকে ফ্রি এজেন্ট হিসেবে এনেছে বার্সা। গুন্দোয়ান ও মার্তিনেজকে ম্যানচেস্টার সিটি ও বিলবাও থেকে নিয়ে এসেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫