বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দল ঘোষণা করছে বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দল। তারই ধারাবাহিকতায় গতকাল দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। করিম বেনজামা-রাফায়েল ভারানকে রেখে ২৫ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন রাশিয়া বিশ্বকাপজয়ী দুই মিডফিল্ডার পল পগবা ও এনগালো কান্তে।
পগবা-কান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বেনজামা ও ভারানের ওপর ভরসা রাখছেন দেশম। এ দুই তারকাও বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন। তবে ফরাসি কোচ মনে করছেন, বিশ্বকাপের আগেই দুজন সুস্থ হয়ে যাবেন। তাঁদের বিষয়ে তিনি বলেছেন, ‘ভারানের চোট গুরুতর নয়। কারণ সে পেশিতে ব্যথা পেয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে। আর বেনজামারও কিছু ছোটখাটো চোট আছে। সে জানে বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাই সে সুস্থ হওয়ার জন্য সবকিছু করবে।’
২০১৪ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন বেনজামা। এরপর সতীর্থকে ব্ল্যাকমেলের দায়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত বছর উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন দলে ছিলেন। তাঁর সঙ্গে দলে ফিরেছেন অলিভিয়ের জিরুও। ২০২১ সালের ইউরোতে শেষবার ফ্রান্সের জার্সিতে খেলেছেন এই এসি মিলান তারকা।
কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলে তো তালিকায় আছেনই, তাঁদের সঙ্গে ফ্রান্সের সম্ভাব্য সব তারকাই জায়গা পেয়েছেন দেশমের বিশ্বকাপ দলে। রাশিয়া বিশ্বকাপের ১১ জন ফুটবলার আছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে দেশম বলেছেন, ‘সম্পূর্ণ সৎ থেকে, দল নির্বাচনের কাজ সহজ ছিল না। বাকি কোচদের ক্ষেত্রেও তাই। চোট থেকে যারা সেরে উঠেছে, গত রাতে যারা চোট পেয়েছে আর আজ রাতে যারা চোট পেতে পারে, সব মিলিয়ে স্কোয়াড নির্বাচন করা সহজ ছিল না।’
আর ৯ দিন পরেই শুরু হবে কাতার বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের অভিযান শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল হচ্ছে ডেনমার্ক ও তিউনিসিয়া।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের দল:
গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়াঁ রাবিও, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দল ঘোষণা করছে বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দল। তারই ধারাবাহিকতায় গতকাল দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। করিম বেনজামা-রাফায়েল ভারানকে রেখে ২৫ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন রাশিয়া বিশ্বকাপজয়ী দুই মিডফিল্ডার পল পগবা ও এনগালো কান্তে।
পগবা-কান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বেনজামা ও ভারানের ওপর ভরসা রাখছেন দেশম। এ দুই তারকাও বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন। তবে ফরাসি কোচ মনে করছেন, বিশ্বকাপের আগেই দুজন সুস্থ হয়ে যাবেন। তাঁদের বিষয়ে তিনি বলেছেন, ‘ভারানের চোট গুরুতর নয়। কারণ সে পেশিতে ব্যথা পেয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে। আর বেনজামারও কিছু ছোটখাটো চোট আছে। সে জানে বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাই সে সুস্থ হওয়ার জন্য সবকিছু করবে।’
২০১৪ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন বেনজামা। এরপর সতীর্থকে ব্ল্যাকমেলের দায়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত বছর উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন দলে ছিলেন। তাঁর সঙ্গে দলে ফিরেছেন অলিভিয়ের জিরুও। ২০২১ সালের ইউরোতে শেষবার ফ্রান্সের জার্সিতে খেলেছেন এই এসি মিলান তারকা।
কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলে তো তালিকায় আছেনই, তাঁদের সঙ্গে ফ্রান্সের সম্ভাব্য সব তারকাই জায়গা পেয়েছেন দেশমের বিশ্বকাপ দলে। রাশিয়া বিশ্বকাপের ১১ জন ফুটবলার আছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে দেশম বলেছেন, ‘সম্পূর্ণ সৎ থেকে, দল নির্বাচনের কাজ সহজ ছিল না। বাকি কোচদের ক্ষেত্রেও তাই। চোট থেকে যারা সেরে উঠেছে, গত রাতে যারা চোট পেয়েছে আর আজ রাতে যারা চোট পেতে পারে, সব মিলিয়ে স্কোয়াড নির্বাচন করা সহজ ছিল না।’
আর ৯ দিন পরেই শুরু হবে কাতার বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের অভিযান শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল হচ্ছে ডেনমার্ক ও তিউনিসিয়া।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের দল:
গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়াঁ রাবিও, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫