নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিসের হয়ে আন্তর্জাতিক ফুটবলে উল্লেখ করার মতো কোনো সাফল্য নেই কস্তাস মেনোলাসের। তবে এই নামটা এখনো ভালোই মনে রাখার কথা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮২ মিনিটে হেড থেকে তার গোলটি এখনো চ্যাম্পিয়নস লিগে রোমার দুর্দান্ত প্রত্যাবর্তনের অংশ।
ইউরোপ ছেড়ে ৩২ বছর বয়সী মেনোলাস পাড়ি জমিয়েছেন এশিয়াতে। সদ্য শেষ হওয়া আমিরাত প্রো লিগে খেলেছেন শারজা এফসির হয়ে। এই দলটার হয়ে মেনোলাস লড়বেন শারজাকে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ওঠার লড়াইয়ে। আর সেই লড়াইয়ে শারজার প্রতিপক্ষ বাংলাদেশের লিগ সেরা দল বসুন্ধরা কিংস।
হতে পারে প্রাথমিক রাউন্ডের ম্যাচ। তবু ম্যাচটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য ইতিহাসের অংশ। এশিয়ান মহাদেশের ক্লাব ফুটবলের অভিজাত আসর এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ক্লাব হতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আগামী ১৫ আগস্ট বাংলাদেশের লিগ সেরা বসুন্ধরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে।
এএফসি চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশের অবস্থান পশ্চিম জোনে। প্রাথমিক রাউন্ডে খেলতে হবে বসুন্ধরাকে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শারজার মাঠে গিয়ে খেলতে হবে অস্কার ব্রুজোনের দলকে। শারজা এফসি আমিরাত প্রো লিগে ২০২২–২৩ মৌসুমের সেরা দল। এই দলে বিদেশি যেসব ফুটবলার আছেন তাদের নাম শুনে চোখ কপালে উঠতে পারে!
৩২ বছর বয়সী ডিফেন্ডার মেনোলাস তো আছেনই, শারজার হয়ে ২০২২-২৩ মৌসুমে খেলেছেন সাবেক জুভেন্টাস-বার্সেলোনা মিডফিল্ডার মিরালেম পিয়ানিচও। একই দলে আছেন বার্সার সাবেক ফরোয়ার্ড পাকো আলকাসার। তিনজনই গত বছর ইউরোপ ছেড়ে এশিয়ায় এসে শারজার হয়ে খেলছেন।
ইউরোপ কাঁপানো এসব তারকাকে দলে রেখেও অবশ্য সদ্য শেষ হওয়া আমিরাত প্রো লিগে সুবিধা করতে পারেনি শারজা। লিগ শেষ করেছে সাতে থেকে। মৌসুম শেষ হওয়ায় মেনোলাস, পিয়ানিচ-আলকাসাররা ফ্রি এজেন্ট হয়ে গেছেন। বসুন্ধরার বিপক্ষে তারা মাঠে নামবেন কি না সেটা শারজা এএফসি কর্তৃপক্ষই ঠিক করবে। বড় সব ক্লাবের বড় ফুটবলারদের খেলিয়ে শারজা নিজেদের শক্তির প্রমাণ দেখিয়ে দিয়েছে। তাই ১৫ আগস্টের ম্যাচে পিয়ানিচ-মেনোলাসদের চেয়েও বড় কোনো মুখ বসুন্ধরার বিপক্ষে মাঠে নামলে অবাক হওয়ার কিছু থাকবে না!
গ্রিসের হয়ে আন্তর্জাতিক ফুটবলে উল্লেখ করার মতো কোনো সাফল্য নেই কস্তাস মেনোলাসের। তবে এই নামটা এখনো ভালোই মনে রাখার কথা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮২ মিনিটে হেড থেকে তার গোলটি এখনো চ্যাম্পিয়নস লিগে রোমার দুর্দান্ত প্রত্যাবর্তনের অংশ।
ইউরোপ ছেড়ে ৩২ বছর বয়সী মেনোলাস পাড়ি জমিয়েছেন এশিয়াতে। সদ্য শেষ হওয়া আমিরাত প্রো লিগে খেলেছেন শারজা এফসির হয়ে। এই দলটার হয়ে মেনোলাস লড়বেন শারজাকে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ওঠার লড়াইয়ে। আর সেই লড়াইয়ে শারজার প্রতিপক্ষ বাংলাদেশের লিগ সেরা দল বসুন্ধরা কিংস।
হতে পারে প্রাথমিক রাউন্ডের ম্যাচ। তবু ম্যাচটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য ইতিহাসের অংশ। এশিয়ান মহাদেশের ক্লাব ফুটবলের অভিজাত আসর এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ক্লাব হতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আগামী ১৫ আগস্ট বাংলাদেশের লিগ সেরা বসুন্ধরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে।
এএফসি চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশের অবস্থান পশ্চিম জোনে। প্রাথমিক রাউন্ডে খেলতে হবে বসুন্ধরাকে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শারজার মাঠে গিয়ে খেলতে হবে অস্কার ব্রুজোনের দলকে। শারজা এফসি আমিরাত প্রো লিগে ২০২২–২৩ মৌসুমের সেরা দল। এই দলে বিদেশি যেসব ফুটবলার আছেন তাদের নাম শুনে চোখ কপালে উঠতে পারে!
৩২ বছর বয়সী ডিফেন্ডার মেনোলাস তো আছেনই, শারজার হয়ে ২০২২-২৩ মৌসুমে খেলেছেন সাবেক জুভেন্টাস-বার্সেলোনা মিডফিল্ডার মিরালেম পিয়ানিচও। একই দলে আছেন বার্সার সাবেক ফরোয়ার্ড পাকো আলকাসার। তিনজনই গত বছর ইউরোপ ছেড়ে এশিয়ায় এসে শারজার হয়ে খেলছেন।
ইউরোপ কাঁপানো এসব তারকাকে দলে রেখেও অবশ্য সদ্য শেষ হওয়া আমিরাত প্রো লিগে সুবিধা করতে পারেনি শারজা। লিগ শেষ করেছে সাতে থেকে। মৌসুম শেষ হওয়ায় মেনোলাস, পিয়ানিচ-আলকাসাররা ফ্রি এজেন্ট হয়ে গেছেন। বসুন্ধরার বিপক্ষে তারা মাঠে নামবেন কি না সেটা শারজা এএফসি কর্তৃপক্ষই ঠিক করবে। বড় সব ক্লাবের বড় ফুটবলারদের খেলিয়ে শারজা নিজেদের শক্তির প্রমাণ দেখিয়ে দিয়েছে। তাই ১৫ আগস্টের ম্যাচে পিয়ানিচ-মেনোলাসদের চেয়েও বড় কোনো মুখ বসুন্ধরার বিপক্ষে মাঠে নামলে অবাক হওয়ার কিছু থাকবে না!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে