জিনেদিন জিদানের ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পথে বাধা হয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন স্ত্রী ভেরোনিক জিদান। ম্যানচেস্টারের জীবনযাত্রা পছন্দ না হওয়ার কারণে মূলত বেঁকে বসেছেন ভেরোনিক। তবে স্ত্রীর কারণে পছন্দের দলে যেতে না পারার তালিকায় শুধু জিদানই নন, আছেন এই সময়ের অনেক সেরা তারকাও। তেমনই কয়েকজনকে নিয়ে এই আয়োজন।
সার্জিও রামোস (ম্যানইউ)
পিএসজিতে নয়, সার্জিও রামোস যেতে পারতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁকে পেতে উন্মুখ ছিল ‘রেড ডেভিল’রাও। তবে রামোসের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান তাঁর স্ত্রী টিভি উপস্থাপক পিলার রুবিও। নিজের ও পরিবারের উন্নত জীবন-যাপনের লক্ষ্যে তিনি ম্যানচেস্টারের বদলে প্যারিসকেই বেছে নিতে বলেন রামোসকে।
লেভানডফস্কি (পিএসজি)
নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার আগে ফরাসি ক্লাব পিএসজি কিনতে চেয়েছিল রবার্ট লেভানডফস্কিকে। ২০১৭ সালে তাঁকে নেওয়ার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু তবে লেভার পুষ্টিবিদ স্ত্রী আনা বাধা হয়ে দাঁড়াতে আর প্যারিসে যাওয়া হয়নি লেভার। তাঁকে থেকে যেতে হয় বায়ার্নেই। স্ত্রীর কারণে পিএসজিতে না যাওয়ার কথা স্বীকারও করেছেন এই পোলিশ তারকা।
অলিভিয়ের জিরু (এভারটন)
২০১৭ সালে এভারটনের প্রস্তাবটা অলিভিয়ের জিরুর টেবিলেই ছিল। সেখানে গেলে খেলার সুযোগও অনেক বেশি পেতেন। কিন্তু শেষ পর্যন্ত এভারটনে যাওয়া হয়নি এই ফরাসি তারকার। এরপর এভারটনের তখনকার কোচ স্যাম অ্যালডেরিক সন্দেহ পোষণ করে বলেছিলেন, হয়তো স্ত্রী জেনিফার না চাওয়াতে জিরুর এভারটনে যাওয়া হয়নি।
মাউরো ইকার্দি (নিউক্যাসেল)
মাউরো ইকার্দির স্ত্রী ওয়ান্ডা নারা ফুটবল জগতের আলোচিত নাম। মাঠের বাইরে ইকার্দির অনেক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাঁর। সম্প্রতি ধনী ক্লাবের তালিকায় নাম ওঠানো নিউক্যাসেল ইকার্দিকে পিএসজি থেকে নিয়ে আসার পরিকল্পনা করেছিল। তবে গুঞ্জন আছে, ওয়ান্ডার অনীহার কারণে নিউক্যাসেলকে না বলতে হয়েছে ইকার্দির।
থমাস মুলার (ম্যানইউ)
স্ত্রীর কারণে ম্যানইউতে যেতে না পারা আরেকটি থমাস মুলার। ২০১৫ সালে লুই ফন গাল এই জার্মান স্ট্রাইকারকে দলে ভেড়াতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী লিসার বাধা হয়ে দাঁড়ানোয় আলোর মুখ দেখেনি সেই চুক্তি। ফন গাল বলেছেন, ‘২০১৫ সালে এই চুক্তি সম্ভব হতো, যদি তার (মুলার) স্ত্রী আরেকটু উদারতা দেখাত।’
জিনেদিন জিদানের ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পথে বাধা হয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন স্ত্রী ভেরোনিক জিদান। ম্যানচেস্টারের জীবনযাত্রা পছন্দ না হওয়ার কারণে মূলত বেঁকে বসেছেন ভেরোনিক। তবে স্ত্রীর কারণে পছন্দের দলে যেতে না পারার তালিকায় শুধু জিদানই নন, আছেন এই সময়ের অনেক সেরা তারকাও। তেমনই কয়েকজনকে নিয়ে এই আয়োজন।
সার্জিও রামোস (ম্যানইউ)
পিএসজিতে নয়, সার্জিও রামোস যেতে পারতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁকে পেতে উন্মুখ ছিল ‘রেড ডেভিল’রাও। তবে রামোসের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান তাঁর স্ত্রী টিভি উপস্থাপক পিলার রুবিও। নিজের ও পরিবারের উন্নত জীবন-যাপনের লক্ষ্যে তিনি ম্যানচেস্টারের বদলে প্যারিসকেই বেছে নিতে বলেন রামোসকে।
লেভানডফস্কি (পিএসজি)
নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার আগে ফরাসি ক্লাব পিএসজি কিনতে চেয়েছিল রবার্ট লেভানডফস্কিকে। ২০১৭ সালে তাঁকে নেওয়ার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু তবে লেভার পুষ্টিবিদ স্ত্রী আনা বাধা হয়ে দাঁড়াতে আর প্যারিসে যাওয়া হয়নি লেভার। তাঁকে থেকে যেতে হয় বায়ার্নেই। স্ত্রীর কারণে পিএসজিতে না যাওয়ার কথা স্বীকারও করেছেন এই পোলিশ তারকা।
অলিভিয়ের জিরু (এভারটন)
২০১৭ সালে এভারটনের প্রস্তাবটা অলিভিয়ের জিরুর টেবিলেই ছিল। সেখানে গেলে খেলার সুযোগও অনেক বেশি পেতেন। কিন্তু শেষ পর্যন্ত এভারটনে যাওয়া হয়নি এই ফরাসি তারকার। এরপর এভারটনের তখনকার কোচ স্যাম অ্যালডেরিক সন্দেহ পোষণ করে বলেছিলেন, হয়তো স্ত্রী জেনিফার না চাওয়াতে জিরুর এভারটনে যাওয়া হয়নি।
মাউরো ইকার্দি (নিউক্যাসেল)
মাউরো ইকার্দির স্ত্রী ওয়ান্ডা নারা ফুটবল জগতের আলোচিত নাম। মাঠের বাইরে ইকার্দির অনেক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাঁর। সম্প্রতি ধনী ক্লাবের তালিকায় নাম ওঠানো নিউক্যাসেল ইকার্দিকে পিএসজি থেকে নিয়ে আসার পরিকল্পনা করেছিল। তবে গুঞ্জন আছে, ওয়ান্ডার অনীহার কারণে নিউক্যাসেলকে না বলতে হয়েছে ইকার্দির।
থমাস মুলার (ম্যানইউ)
স্ত্রীর কারণে ম্যানইউতে যেতে না পারা আরেকটি থমাস মুলার। ২০১৫ সালে লুই ফন গাল এই জার্মান স্ট্রাইকারকে দলে ভেড়াতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী লিসার বাধা হয়ে দাঁড়ানোয় আলোর মুখ দেখেনি সেই চুক্তি। ফন গাল বলেছেন, ‘২০১৫ সালে এই চুক্তি সম্ভব হতো, যদি তার (মুলার) স্ত্রী আরেকটু উদারতা দেখাত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে