কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্নপূরণের পরেই লিওনেল মেসি জানিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন না তিনি। কিন্তু ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির পর গুঞ্জন ওঠে, আগামী বিশ্বকাপে খেলার জন্যই হয়তো মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এখন সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
শোনা যাচ্ছে, ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে লিওনেল স্কালোনিকে জিজ্ঞেস করা হলে আর্জেন্টাইন কোচ একটু ধোঁয়াশা রেখে দেন। তবে কার্লোস তেভেজের এমনটা মনে হয় না। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ডের মতে, যৌথ আয়োজক কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে দেখা যাবে না মেসিকে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনকে সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তেভেজ। কিছুদিন আগে আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্তের কোচের দায়িত্ব পাওয়া তেভেজ বলেছেন, ‘মনে করি না সে খেলবে। কারণ, বিশ্বকাপ কাছাকাছি আসার সময় বুঝতে পারবে সে আর আগের মতো নেই। সে যদি বিশ্বকাপে খেলতে চায়, তাহলে তার ওপর সমর্থকদের চাওয়া থাকবে ২০ বছর বয়সী খেলোয়াড়ের মতো। এ কারণেই মনে করি, সে বিশ্বকাপে থাকবে না।’
সে যাই হোক, সময় হলেই জানা যাবে মেসি বিশ্বকাপে খেলবেন কি না। তবে মায়ামির হয়ে ১০ ম্যাচে ১১ গোল করা আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের বাছাইপর্বে থাকছেন। তিন তারকা জার্সি পরে আরও কিছুদিন খেলবেন তিনি। আগামী ৮ ও ১৩ সেপ্টেম্বর আলবিসেলেস্তাদের দুটি ম্যাচ রয়েছে। ম্যাচ দুটিতে নেতৃত্ব দেবেন তিনি। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে মুখোমুখি হওয়ার পর শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্নপূরণের পরেই লিওনেল মেসি জানিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন না তিনি। কিন্তু ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির পর গুঞ্জন ওঠে, আগামী বিশ্বকাপে খেলার জন্যই হয়তো মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এখন সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
শোনা যাচ্ছে, ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে লিওনেল স্কালোনিকে জিজ্ঞেস করা হলে আর্জেন্টাইন কোচ একটু ধোঁয়াশা রেখে দেন। তবে কার্লোস তেভেজের এমনটা মনে হয় না। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ডের মতে, যৌথ আয়োজক কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে দেখা যাবে না মেসিকে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনকে সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তেভেজ। কিছুদিন আগে আতলেতিকো ইন্দিপেন্দিয়েন্তের কোচের দায়িত্ব পাওয়া তেভেজ বলেছেন, ‘মনে করি না সে খেলবে। কারণ, বিশ্বকাপ কাছাকাছি আসার সময় বুঝতে পারবে সে আর আগের মতো নেই। সে যদি বিশ্বকাপে খেলতে চায়, তাহলে তার ওপর সমর্থকদের চাওয়া থাকবে ২০ বছর বয়সী খেলোয়াড়ের মতো। এ কারণেই মনে করি, সে বিশ্বকাপে থাকবে না।’
সে যাই হোক, সময় হলেই জানা যাবে মেসি বিশ্বকাপে খেলবেন কি না। তবে মায়ামির হয়ে ১০ ম্যাচে ১১ গোল করা আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের বাছাইপর্বে থাকছেন। তিন তারকা জার্সি পরে আরও কিছুদিন খেলবেন তিনি। আগামী ৮ ও ১৩ সেপ্টেম্বর আলবিসেলেস্তাদের দুটি ম্যাচ রয়েছে। ম্যাচ দুটিতে নেতৃত্ব দেবেন তিনি। প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে মুখোমুখি হওয়ার পর শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫