স্পেনের ইবিজায় অবস্থিত লিওনেল মেসির অবকাশ যাপনের বাড়ি ভাঙচুর হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ নিয়ে স্পেন সরকারের কাছে আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা চেয়েছেন তিনি।
ক্যারিয়ারের লম্বা সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন মেসি। স্পেনের দ্বীপ ইবিজায় ১১ মিলিয়ন ইউরো খরচ করে অবকাশ যাপনের জন্য এক বিশাল অট্টালিকাও তৈরি করেন তিনি। গত মঙ্গলবার সেই বাড়িটি কারা যেন ভাঙচুর করেছে। বাড়ির দেয়ালে লাল ও কালো রং করে দিয়েছে।
অনেকের দাবি, এই কাজ পরিবেশবাদী কোনো সংগঠনের কর্মীদের। ভাঙচুরকারীরা সেই বাড়ির বাগানে ইংরেজিতে লিখেছে, ‘এই গ্রহকে বাঁচান। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’
এ নিয়ে মেসি আপাতত কিছুই বলেননি। তবে মিলেই নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা, জলবায়ু পরিবর্তনে যারা ধনী ও পুলিশের ধ্বংস চায় তারা লিওনেল মেসি ও তার পরিবারের বাড়ি ভাঙচুর করেছে। এমন কাপুরুষোচিত ও বিভ্রান্তিকর ঘটনার জন্য আমি মেসির পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং পেদ্রো সানচেজের সরকারকে অনুরোধ করছি, স্পেনে বসবাসকারী আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা দিতে।’
স্পেনের ইবিজায় অবস্থিত লিওনেল মেসির অবকাশ যাপনের বাড়ি ভাঙচুর হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ নিয়ে স্পেন সরকারের কাছে আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা চেয়েছেন তিনি।
ক্যারিয়ারের লম্বা সময় ধরে বার্সেলোনার হয়ে খেলেছেন মেসি। স্পেনের দ্বীপ ইবিজায় ১১ মিলিয়ন ইউরো খরচ করে অবকাশ যাপনের জন্য এক বিশাল অট্টালিকাও তৈরি করেন তিনি। গত মঙ্গলবার সেই বাড়িটি কারা যেন ভাঙচুর করেছে। বাড়ির দেয়ালে লাল ও কালো রং করে দিয়েছে।
অনেকের দাবি, এই কাজ পরিবেশবাদী কোনো সংগঠনের কর্মীদের। ভাঙচুরকারীরা সেই বাড়ির বাগানে ইংরেজিতে লিখেছে, ‘এই গ্রহকে বাঁচান। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’
এ নিয়ে মেসি আপাতত কিছুই বলেননি। তবে মিলেই নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা, জলবায়ু পরিবর্তনে যারা ধনী ও পুলিশের ধ্বংস চায় তারা লিওনেল মেসি ও তার পরিবারের বাড়ি ভাঙচুর করেছে। এমন কাপুরুষোচিত ও বিভ্রান্তিকর ঘটনার জন্য আমি মেসির পরিবারের পাশে দাঁড়াচ্ছি এবং পেদ্রো সানচেজের সরকারকে অনুরোধ করছি, স্পেনে বসবাসকারী আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা দিতে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে