ক্রীড়া ডেস্ক
হারের সংজ্ঞা যেন ভুলেই গেছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলে বার্সা সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই অপরাজিত। পিছিয়ে পড়ে কখনো ম্যাচ জিতছে বা ড্র করছে। কখনোবা কাতালানদের সামনে প্রতিপক্ষ উড়ে যাচ্ছে খড়কুটোর মতো।
মেস্তাদায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে বার্সেলোনা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একপেশে লড়াইয়ে বার্সা উঠে গেছে সেমিফাইনালে। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘এটা অসাধারণ এবং এভাবেই আমরা খেলতে চাই। একটা গোলের পর আরেকটা গোল করতে এই দলের ক্ষুধাটা থাকে এবং সত্যিই এটা অবিশ্বাস্য। এই তরুণ দলটা শিখেছে কীভাবে ছন্দ ধরে রাখতে হয় ও গোলে তারা মনোযোগী।’
৩ মিনিটেই ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিয়মিত বিরতিতে গোল করতে থাকা বার্সা প্রথম ৩০ মিনিটেই ৪-০ ব্যবধান করে ফেলে। পঞ্চম গোলটি বার্সা পায় ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পা থেকে। শুরুতে গোল করাটা ও আক্রমণাত্মক থাকা দলকে অনেক এগিয়ে দিয়েছে বলে মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘এই ফলটা দারুণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই তারা মনোযোগী ছিল, সুযোগ তৈরি করেছে এবং আক্রমণাত্মক ছিল। শুরুতে গোল পাওয়াটা আমাদের জন্য ভালো ছিল। আমাদের অনেক সহায়তা করেছে এটা।’
৩ মিনিটে শুরু। এরপর ১৭ ও ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। অপর দুই গোল করেন ফারমিন লোপেজ ও ইয়ামাল। হ্যাটট্রিক করার পর তরেস বললেন, ‘বার্সেলোনায় আমার দ্বিতীয় হ্যাটট্রিকে আমি খুশি। এটা অবশ্যই থেমে যাওয়া উচিত নয়। অনেক নিয়মশৃঙ্খলা মেনে এখানে এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
হারের সংজ্ঞা যেন ভুলেই গেছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলে বার্সা সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই অপরাজিত। পিছিয়ে পড়ে কখনো ম্যাচ জিতছে বা ড্র করছে। কখনোবা কাতালানদের সামনে প্রতিপক্ষ উড়ে যাচ্ছে খড়কুটোর মতো।
মেস্তাদায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে বার্সেলোনা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একপেশে লড়াইয়ে বার্সা উঠে গেছে সেমিফাইনালে। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘এটা অসাধারণ এবং এভাবেই আমরা খেলতে চাই। একটা গোলের পর আরেকটা গোল করতে এই দলের ক্ষুধাটা থাকে এবং সত্যিই এটা অবিশ্বাস্য। এই তরুণ দলটা শিখেছে কীভাবে ছন্দ ধরে রাখতে হয় ও গোলে তারা মনোযোগী।’
৩ মিনিটেই ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিয়মিত বিরতিতে গোল করতে থাকা বার্সা প্রথম ৩০ মিনিটেই ৪-০ ব্যবধান করে ফেলে। পঞ্চম গোলটি বার্সা পায় ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পা থেকে। শুরুতে গোল করাটা ও আক্রমণাত্মক থাকা দলকে অনেক এগিয়ে দিয়েছে বলে মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘এই ফলটা দারুণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই তারা মনোযোগী ছিল, সুযোগ তৈরি করেছে এবং আক্রমণাত্মক ছিল। শুরুতে গোল পাওয়াটা আমাদের জন্য ভালো ছিল। আমাদের অনেক সহায়তা করেছে এটা।’
৩ মিনিটে শুরু। এরপর ১৭ ও ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। অপর দুই গোল করেন ফারমিন লোপেজ ও ইয়ামাল। হ্যাটট্রিক করার পর তরেস বললেন, ‘বার্সেলোনায় আমার দ্বিতীয় হ্যাটট্রিকে আমি খুশি। এটা অবশ্যই থেমে যাওয়া উচিত নয়। অনেক নিয়মশৃঙ্খলা মেনে এখানে এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫