নেদারল্যান্ডসের ফুটবলে কখনো প্রতিভার অভাব হয়নি। টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফের পর ডাচরা পেয়েছিল রুদ খুলিত, রোনাল্ড কোম্যান, মার্কো ফন বাস্তেনের মতো খেলোয়াড়দের। তার পরও ফুটবল ইতিহাসে তাঁদের সমার্থক হয়ে আছে ‘ট্র্যাজেডি’ নামের এক শব্দ। তিনবার ফাইনাল খেলেও বিশ্বকাপ জেতা হয়নি নেদারল্যান্ডসের।
আশির দশকে ডাচদের জাতীয় দলে এসেছিলেন খুলিত, কোম্যান, ফন বাস্তেনের মতো তরুণেরা। তাঁদের যিনি কমলা রঙের জার্সি তুলে দিয়েছিলেন, সেই কিস রাইভার্স মারা গেছেন। গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডাচ জাতীয় ফুটবল দল। মৃত্যুকালে রাইভার্সে বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি নেদারল্যান্ডসের দায়িত্বে ছিলেন ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। তাঁর অধীনে জাতীয় দলে অভিষেক হয় খুলিত, কোম্যান ও ফন বাস্তেনের।
রাইভার্সকে ‘অন্যতম সেরা’ উল্লেখ করে তাঁর মৃত্যুতে নেদারল্যান্ডস জাতীয় দল এক্স পোস্ট শোক জানিয়ে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ও কোচ কিস রাইভার্সের বিদায়ে আমরা খুবই দুঃখিত।’
ডাচদের দায়িত্ব নেওয়ার আগে ঘরোয়া ক্লাব পিএসভি আইন্দোফেনকে সামলেছেন রাইভার্স। পরে দ্বিতীয় মেয়াদে গিয়ে সেখানেই কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন। তাঁর অধীনে পিএসভি ডাচ ইরেদিভিসি ও ১৯৭৮ সালে উয়েফা কাপ জেতে।
খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডার রাইভার্সের অধিকাংশ সময় কেটেছে নেদারল্যান্ডস ও ফ্রান্সে। তিন মেয়াদে সেঁত-এতিয়েঁনে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৫৭ সালে জিতেছেন ফ্রেঞ্চ লিগের শিরোপা। ডাচদের জার্সিতে রাইভার্স ১৯৪৬ থেকে ১৯৬০ পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ, করেছেন ১০ গোল।
নেদারল্যান্ডসের ফুটবলে কখনো প্রতিভার অভাব হয়নি। টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফের পর ডাচরা পেয়েছিল রুদ খুলিত, রোনাল্ড কোম্যান, মার্কো ফন বাস্তেনের মতো খেলোয়াড়দের। তার পরও ফুটবল ইতিহাসে তাঁদের সমার্থক হয়ে আছে ‘ট্র্যাজেডি’ নামের এক শব্দ। তিনবার ফাইনাল খেলেও বিশ্বকাপ জেতা হয়নি নেদারল্যান্ডসের।
আশির দশকে ডাচদের জাতীয় দলে এসেছিলেন খুলিত, কোম্যান, ফন বাস্তেনের মতো তরুণেরা। তাঁদের যিনি কমলা রঙের জার্সি তুলে দিয়েছিলেন, সেই কিস রাইভার্স মারা গেছেন। গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডাচ জাতীয় ফুটবল দল। মৃত্যুকালে রাইভার্সে বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি নেদারল্যান্ডসের দায়িত্বে ছিলেন ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। তাঁর অধীনে জাতীয় দলে অভিষেক হয় খুলিত, কোম্যান ও ফন বাস্তেনের।
রাইভার্সকে ‘অন্যতম সেরা’ উল্লেখ করে তাঁর মৃত্যুতে নেদারল্যান্ডস জাতীয় দল এক্স পোস্ট শোক জানিয়ে লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় ও কোচ কিস রাইভার্সের বিদায়ে আমরা খুবই দুঃখিত।’
ডাচদের দায়িত্ব নেওয়ার আগে ঘরোয়া ক্লাব পিএসভি আইন্দোফেনকে সামলেছেন রাইভার্স। পরে দ্বিতীয় মেয়াদে গিয়ে সেখানেই কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছেন। তাঁর অধীনে পিএসভি ডাচ ইরেদিভিসি ও ১৯৭৮ সালে উয়েফা কাপ জেতে।
খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডার রাইভার্সের অধিকাংশ সময় কেটেছে নেদারল্যান্ডস ও ফ্রান্সে। তিন মেয়াদে সেঁত-এতিয়েঁনে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৫৭ সালে জিতেছেন ফ্রেঞ্চ লিগের শিরোপা। ডাচদের জার্সিতে রাইভার্স ১৯৪৬ থেকে ১৯৬০ পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ, করেছেন ১০ গোল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে