নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
জামাল ভূঁইয়া আর্জেন্টিনায় যেতে পারতেন এই বছরের শুরুতেই। বাংলাদেশ অধিনায়ককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল দেপোর্তিভো সোল ডে মায়ো। কিন্তু ক্লাব শেখ রাসেলের আপত্তিতে আর্জেন্টিনায় খেলা হয়নি জামালের।
শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই গিয়েছেন জামাল। চুক্তি সেরেছেন সেই সোল ডে মায়োতেই। দেড় মৌসুমের জন্য মাসিক ১৪ হাজার ডলার চুক্তিতে এখন সোল ডে মায়োর হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনা গেছেন জামাল। আজ তাঁকে বিমান বন্দরে বরণও করে নেওয়া হয়েছে। সোল ডে মায়ো কর্মকর্তাদের সঙ্গে জামালের ছবি ফেসবুকে আপলোডও করেছে সোল ডে মায়ো। যদিও পরে তা মুছে ফেলা হয়।
এই বছরের মার্চে জামালের সঙ্গে চুক্তি প্রায় পাকাই করে ফেলেছিল আর্জেন্টাইন ক্লাবটি। জামাল নিজেও বেশ আগ্রহী ছিলেন তৃতীয় বিভাগের দলটির হয়ে খেলতে। কিন্তু অনুমতি দেয়নি শেখ রাসেল।
এ মৌসুম শেষে জামাল কোথায় খেলবেন তা নিয়ে একটি গুঞ্জন ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল সোলে ডে মায়োর নাম। নতুন মৌসুমের আগে আবারও শেখ রাসেলেই চুক্তি করেছিলেন জামাল, এবং সেটি আগের মৌসুমের থেকে কম পারিশ্রমিকেই।
কিন্তু সোল ডে মায়ো জামালকে যে প্রস্তাব দিয়েছে সেটি রীতিমতো লোভনীয়। মধ্যবর্তীকালীন দলবদলে অর্ধেক মৌসুম খেলবেন জামাল, পাবেন মাস প্রতি ১৪ হাজার ডলার বা ১৪ লাখ টাকা। জামালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এই তথ্য। গতকাল রাতে ডেনমার্ক থেকে আর্জেন্টিনায় রওনা হন জামাল।
আগামী মৌসুমের পুরোটা সময়ই জামালকে পাবে সোল ডে মায়ো। আগামী ২৭ আগস্ট ক্লাবটির হয়ে অভিষেকও হবে বাংলাদেশ অধিনায়কের।
আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেললে এশিয়ান গেমসে জামাল খেলবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আগামী মাসে দেশে ফেরার কথা তার। ডেনমার্ক যাওয়ার আগে রাসেলের সঙ্গেও চুক্তি সেরেছেন। জামালের আর্জেন্টাইন চুক্তি রাসেল কী দৃষ্টিতে নেয় সেটিও এখন দেখার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে