নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই গোলের পর ঘুরে দাঁড়ানো শুরুতে লাল-সবুজদের। পিছিয়ে পড়েও দাপুটে ফুটবলে অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের কিশোররা।
ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলের হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আগামী পরশুর ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হবে সাইফুর রহমান মনির দল। গ্রুপ পর্বে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী দলটা।
‘বি’ গ্রুপ থেকে মালদ্বীপ ও ভুটানকে টপকে গ্রুপ সেরা হয়েছিল পাকিস্তান। বয়সভিত্তিক সাফে লম্বা বিরতির পর খেলতে নামা দলটা বাংলাদেশকে চমকে দিল শুরুতেই। আক্রমণাত্মক খেলতে গিয়ে একটু ওপরেই চলে এসেছিল বাংলাদেশের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যাওয়া পাকিস্তানের। ম্যাচের ৬ সতীর্থের বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে বাংলাদেশের রক্ষণে বল পান পাকিস্তানের আবদুল গণি। চলন্ত বলে জোরের সঙ্গে ডান পায়ের শটে বাংলাদেশ গোলরক্ষকের মাথার ওপর বল জালে পাঠান গণি। পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গোল হজম করে আক্রমণে আরও গতি বাড়ায় বাংলাদেশ। আট মিনিট বাদে শোধ দেয় গোলও। ১৯ মিনিটে ডান প্রান্ত ধরে ইসমাইল হোসেনের বাতাসে ভাসানো ক্রস থেকে পাকিস্তানের দুই খেলোয়াড়ের মাঝখান দিয়ে দারুণ এক হেডে বাংলাদেশকে খেলায় ফেরান মুর্শেদ আলী।
সমতায় ফেরার পর পাকিস্তানকে আর খেলার সুযোগই দেয়নি বয়সভিত্তিক সাফে ভারতের পর সবচেয়ে সফল বাংলাদেশ। ১৯ মিনিটে সুযোগও এসেছিল লাল-সবুজদের। এবার বাঁ প্রান্ত ধরে সিয়াম অমিতের ক্রস থেকে বলে আবু সাঈদ মাথা না ছোঁয়াতে পারায় গোল পায়নি বাংলাদেশ।
তবে ১০ মিনিট পরই দারুণ এক গোলে সেই আক্ষেপ মেটান আবু সাঈদ। ডান প্রান্ত থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ক্ষিপ্র গতিতে ঢুকে পড়েন পাকিস্তানের অর্ধে। বক্সে তাঁর বাড়ানো বলে ডান পায়ের আলতো ছোঁয়ায় পাকিস্তান গোলরক্ষককে হার মানান আবু সাঈদ।
৩৭ মিনিটে তৃতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর ক্রস ধরে সুই মং মারমার হেড অল্পের জন্য খুঁজে পায়নি জাল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে প্রাধান্য ছিল বাংলাদেশের। তবে এই অর্ধে আর ব্যবধান বড় হয়নি লাল-সবুজদের। পাকিস্তানও বলার মতো আক্রমণ করতে না পারায় সহজেই ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই গোলের পর ঘুরে দাঁড়ানো শুরুতে লাল-সবুজদের। পিছিয়ে পড়েও দাপুটে ফুটবলে অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের কিশোররা।
ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলের হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আগামী পরশুর ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হবে সাইফুর রহমান মনির দল। গ্রুপ পর্বে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী দলটা।
‘বি’ গ্রুপ থেকে মালদ্বীপ ও ভুটানকে টপকে গ্রুপ সেরা হয়েছিল পাকিস্তান। বয়সভিত্তিক সাফে লম্বা বিরতির পর খেলতে নামা দলটা বাংলাদেশকে চমকে দিল শুরুতেই। আক্রমণাত্মক খেলতে গিয়ে একটু ওপরেই চলে এসেছিল বাংলাদেশের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যাওয়া পাকিস্তানের। ম্যাচের ৬ সতীর্থের বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে বাংলাদেশের রক্ষণে বল পান পাকিস্তানের আবদুল গণি। চলন্ত বলে জোরের সঙ্গে ডান পায়ের শটে বাংলাদেশ গোলরক্ষকের মাথার ওপর বল জালে পাঠান গণি। পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গোল হজম করে আক্রমণে আরও গতি বাড়ায় বাংলাদেশ। আট মিনিট বাদে শোধ দেয় গোলও। ১৯ মিনিটে ডান প্রান্ত ধরে ইসমাইল হোসেনের বাতাসে ভাসানো ক্রস থেকে পাকিস্তানের দুই খেলোয়াড়ের মাঝখান দিয়ে দারুণ এক হেডে বাংলাদেশকে খেলায় ফেরান মুর্শেদ আলী।
সমতায় ফেরার পর পাকিস্তানকে আর খেলার সুযোগই দেয়নি বয়সভিত্তিক সাফে ভারতের পর সবচেয়ে সফল বাংলাদেশ। ১৯ মিনিটে সুযোগও এসেছিল লাল-সবুজদের। এবার বাঁ প্রান্ত ধরে সিয়াম অমিতের ক্রস থেকে বলে আবু সাঈদ মাথা না ছোঁয়াতে পারায় গোল পায়নি বাংলাদেশ।
তবে ১০ মিনিট পরই দারুণ এক গোলে সেই আক্ষেপ মেটান আবু সাঈদ। ডান প্রান্ত থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ক্ষিপ্র গতিতে ঢুকে পড়েন পাকিস্তানের অর্ধে। বক্সে তাঁর বাড়ানো বলে ডান পায়ের আলতো ছোঁয়ায় পাকিস্তান গোলরক্ষককে হার মানান আবু সাঈদ।
৩৭ মিনিটে তৃতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর ক্রস ধরে সুই মং মারমার হেড অল্পের জন্য খুঁজে পায়নি জাল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে প্রাধান্য ছিল বাংলাদেশের। তবে এই অর্ধে আর ব্যবধান বড় হয়নি লাল-সবুজদের। পাকিস্তানও বলার মতো আক্রমণ করতে না পারায় সহজেই ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে