কথা রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের অন্যতম সেরা এই মহাতারকা ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না। সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তা-ই হলো। প্লে অফের ফাইনালে উত্তর মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে রোনালদোর পর্তুগাল।
ম্যাচে শুরুর আগে রোনালদো বলেছিলেন, গ্যালারিতে ভক্তদের গর্জন শুনতে চান তিনি, শুনতে চান জাতীয় সংগীত। অধিনায়কের কথা রেখেছে পর্তুগিজ সমর্থকেরা। দর্শকদের তুমুল সমর্থনে আক্রমণাত্মক শুরু করে পর্তুগাল । এদিকে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত উত্তর মেসিডোনিয়া।
প্রথম গোলের সুযোগও পান রোনালদো। কিন্তু চতুর্দশ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর শট দূরের পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। রোনালদো গোল না পেলেও খুব বেশি সময় অবশ্য অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। এই গোলে অবশ্য অবদান আছে রোনালদোর। ডি-বক্সের মধ্যে ব্রুনোকে রোনালদোই বল বাড়িয়ে দিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার। দিয়েগো জোতার বাড়ানো বলে দারুণ এক ভলিতে গোল করে ব্রুনো নিশ্চিত করেন পর্তুগালের বিশ্বকাপে খেলা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে রোনালদো-ব্রুনোরা।
পর্তুগালের মূল পর্বে ওঠার দিনে মোহামেদ সালাহের মিশরের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মিশরকে। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছেন লিভারপুল তারকা সালাহ। অন্যদিকে তাঁর ক্লাব সতীর্থ সাদিয় মানে টাইব্রেকার থেকে জয়সূচক গোল করে বিশ্বকাপ নিশ্চিত করেন সেনেগালের।
কথা রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের অন্যতম সেরা এই মহাতারকা ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না। সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তা-ই হলো। প্লে অফের ফাইনালে উত্তর মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে রোনালদোর পর্তুগাল।
ম্যাচে শুরুর আগে রোনালদো বলেছিলেন, গ্যালারিতে ভক্তদের গর্জন শুনতে চান তিনি, শুনতে চান জাতীয় সংগীত। অধিনায়কের কথা রেখেছে পর্তুগিজ সমর্থকেরা। দর্শকদের তুমুল সমর্থনে আক্রমণাত্মক শুরু করে পর্তুগাল । এদিকে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত উত্তর মেসিডোনিয়া।
প্রথম গোলের সুযোগও পান রোনালদো। কিন্তু চতুর্দশ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর শট দূরের পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। রোনালদো গোল না পেলেও খুব বেশি সময় অবশ্য অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ৩২ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। এই গোলে অবশ্য অবদান আছে রোনালদোর। ডি-বক্সের মধ্যে ব্রুনোকে রোনালদোই বল বাড়িয়ে দিয়েছিলেন।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার। দিয়েগো জোতার বাড়ানো বলে দারুণ এক ভলিতে গোল করে ব্রুনো নিশ্চিত করেন পর্তুগালের বিশ্বকাপে খেলা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে রোনালদো-ব্রুনোরা।
পর্তুগালের মূল পর্বে ওঠার দিনে মোহামেদ সালাহের মিশরের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মিশরকে। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছেন লিভারপুল তারকা সালাহ। অন্যদিকে তাঁর ক্লাব সতীর্থ সাদিয় মানে টাইব্রেকার থেকে জয়সূচক গোল করে বিশ্বকাপ নিশ্চিত করেন সেনেগালের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫