নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজা চৌধুরী যোগ দেওয়াতেই যেন বাংলাদেশ ফুটবল নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বাংলাদেশের তারকা মিডফিল্ডার আজ সকালে এসে পড়েছেন ঢাকায়। কানাডাপ্রবাসী শমিত শোম পরশু ঢাকায় আসবেন বলে জানা গেছে।
ঢাকায় হামজার আসার কথা ছিল ২ জুন। নির্ধারিত দিনেই ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।
ভারত ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি ১০ জুন হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
আরও পড়ুন:
হামজা চৌধুরী যোগ দেওয়াতেই যেন বাংলাদেশ ফুটবল নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বাংলাদেশের তারকা মিডফিল্ডার আজ সকালে এসে পড়েছেন ঢাকায়। কানাডাপ্রবাসী শমিত শোম পরশু ঢাকায় আসবেন বলে জানা গেছে।
ঢাকায় হামজার আসার কথা ছিল ২ জুন। নির্ধারিত দিনেই ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।
ভারত ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি ১০ জুন হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে