১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছিল ওয়েলস। এরপর কেটে গেছে অর্ধশতাব্দীরও বেশি সময়। ৬৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে কাতারে এসেছে ‘ড্রাগনরা’। আর ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই অনেক অপেক্ষার অবসান হলো তাদের। ৬৪ বছর পর বিশ্বকাপে গোল পেল ওয়েলস!
এমন ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন গ্যারেথ বেল। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ওয়েলসকে সমতায় ফেরান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। দলকে ঐতিহাসিক মুহূর্ত এনে দিয়ে উচ্ছ্বসিত বেলও। ওয়েলস উইঙ্গার বলেন, ‘আমি এই কাজটি করতে পেরে নিঃসন্দেহে আনন্দিত।’ এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪১তম গোল পেলেন লস অ্যাঞ্জেলস তারকা।
অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াতে পেরেই স্বস্তিতে থাকার কথা ওয়েলসের। আল রায়ান স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৩৬ মিনিটে টিমোথি উইয়াহর গোলে এগিয়ে যায় মার্কিনিরা। শেষ মুহূর্তে সেই গোলই শোধ দেন বেল।
এই ম্যাচ দিয়ে ‘উইয়াহ’ পরিবারেরও এক অপেক্ষার অবসান হয়েছে। টিমোথি আর কেউ নন, লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইহার ছেলে। টিমোথির জন্ম অবশ্য নিউইয়র্কে। লাইবেরিয়ার হয়ে খেলার সুযোগ থাকলেও জাতীয় দল হিসেবে ২২ বছর বয়সী এই লিলে ফরোয়ার্ড বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে।
নিজের সময়ের সেরা তারকা হয়েও কখনো বিশ্বকাপে খেলা হয়নি জর্জ উইহার। ছেলের হাত দিয়ে এবার সেই স্বপ্ন পূরণ হলো তাঁর। এসি মিলানে যোগ দেওয়ার প্রথম মৌসুমে ১৯৯৫ সালে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তিনি, যা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র আফ্রিকান হিসেবে রেকর্ড। কিন্তু লাইবেরিয়াকে খেলোয়াড় হিসেবে হোক বা প্রেসিডেন্ট হিসেবে, কখনো বিশ্বকাপের মঞ্চে দেখার সুযোগ হয়নি তাঁর।
১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছিল ওয়েলস। এরপর কেটে গেছে অর্ধশতাব্দীরও বেশি সময়। ৬৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে কাতারে এসেছে ‘ড্রাগনরা’। আর ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই অনেক অপেক্ষার অবসান হলো তাদের। ৬৪ বছর পর বিশ্বকাপে গোল পেল ওয়েলস!
এমন ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন গ্যারেথ বেল। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ওয়েলসকে সমতায় ফেরান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। দলকে ঐতিহাসিক মুহূর্ত এনে দিয়ে উচ্ছ্বসিত বেলও। ওয়েলস উইঙ্গার বলেন, ‘আমি এই কাজটি করতে পেরে নিঃসন্দেহে আনন্দিত।’ এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪১তম গোল পেলেন লস অ্যাঞ্জেলস তারকা।
অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াতে পেরেই স্বস্তিতে থাকার কথা ওয়েলসের। আল রায়ান স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৩৬ মিনিটে টিমোথি উইয়াহর গোলে এগিয়ে যায় মার্কিনিরা। শেষ মুহূর্তে সেই গোলই শোধ দেন বেল।
এই ম্যাচ দিয়ে ‘উইয়াহ’ পরিবারেরও এক অপেক্ষার অবসান হয়েছে। টিমোথি আর কেউ নন, লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইহার ছেলে। টিমোথির জন্ম অবশ্য নিউইয়র্কে। লাইবেরিয়ার হয়ে খেলার সুযোগ থাকলেও জাতীয় দল হিসেবে ২২ বছর বয়সী এই লিলে ফরোয়ার্ড বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে।
নিজের সময়ের সেরা তারকা হয়েও কখনো বিশ্বকাপে খেলা হয়নি জর্জ উইহার। ছেলের হাত দিয়ে এবার সেই স্বপ্ন পূরণ হলো তাঁর। এসি মিলানে যোগ দেওয়ার প্রথম মৌসুমে ১৯৯৫ সালে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তিনি, যা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র আফ্রিকান হিসেবে রেকর্ড। কিন্তু লাইবেরিয়াকে খেলোয়াড় হিসেবে হোক বা প্রেসিডেন্ট হিসেবে, কখনো বিশ্বকাপের মঞ্চে দেখার সুযোগ হয়নি তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫