কট্টর জার্মান সমর্থকদের ঝাঁজ ভালোই টের পেয়েছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এসে নিজেদের দলের জয় বলতে গেলে একপ্রকার কেড়েই নিয়েছিল আইনট্রাখট ফ্রাংকফুর্টের সমর্থকেরা। দাঙ্গাবাজ এই সমর্থকদের অগ্নিমূর্তি গতকাল আরও একবার দেখা গেল স্পেনের সেভিয়াতে, ইউরোপা লিগের ফাইনালে।
চার দশকের বেশি সময় পর ইউরোপিয়ান শিরোপাজয়ের স্বপ্ন নিয়ে সেভিয়ার স্টাডিও র্যামন সানচেজ-পিজুয়ানে মুখোমুখি হয়েছিল জার্মান দল ফ্রাংকফুর্ট ও স্কটিশ দল রেঞ্জারস। শিরোপা দখলে দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সমতায় থাকা রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে শেষ হাসি হেসেছে ফ্রাংকফুর্ট। তবে এর আগে একচোট লড়াই হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।
৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন র্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে সমান ১০ হাজার করে ফাইনালের টিকিট পেয়েছিল ফ্রাংকফুর্ট ও রেঞ্জারস সমর্থকেরা। কিন্তু পুলিশ বলছে, সব মিলিয়ে এই ম্যাচ দেখতে আন্দালুসিয়ান রাজধানীতে হাজির হয়েছিল অন্তত দেড় লাখ মানুষ! টিকিটহীন এসব সমর্থকের বেশির ভাগই দখল করেছিল সেভিয়ার ক্যাফে আর পানাশালাগুলো। ঘটনার সূত্রপাত সেখান থেকেই।
ম্যাচের আগের রাতে রেঞ্জারসের একদল সমর্থকের ওপর হামলা চালিয়েছিল ২০০ জার্মান উগ্র সমর্থক। পুলিশের হাতে গ্রেপ্তার হয় পাঁচ জার্মান। সেই ঘটনার প্রভাব পড়েছে গতকাল ম্যাচের আগে, অর্থাৎ বুধবার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে একে অপরের দিকে ক্যাফে-রেস্তোরাঁর চেয়ার ছোড়াছুড়ি করছে দুই দলের সমর্থক। প্রতিপক্ষের ছোড়া মিসাইল থেকে বাঁচতে পালাতে দেখা গেছে এক জার্মান সমর্থককে!
মার খেয়েছে রেঞ্জারস সমর্থকেরাও। উগ্র জার্মানদের হাতে বেশুমার ঘুষি-লাথি খেয়েছে স্কটিশ দলটির সমর্থকেরা। সম্মিলিতভাবে দুই দলের ভক্তরা রেস্তোরাঁর গ্লাস ভেঙেছে। পানশালায় হাতাহাতি করেছে। বোমবেরো ও কালে পুয়ের্তায় হওয়া দুই দলের সংঘর্ষ ঠেকাতে রাস্তায় দাঙ্গা পুলিশ নামাতে বাধ্য হন সেভিয়ার মেয়র আন্তোনিও মুনোজকে।
সমর্থকদের হামলার ঝাঁজ অবশ্য মাঠে পড়তে দেননি ফ্রাংকফুর্ট-রেঞ্জারস ফুটবলাররা। ৫৭ মিনিটে জো আরিবোর গোলে রেঞ্জারসকে হতাশায় ডুবিয়ে ৬৯ মিনিটে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান রাফায়েল বোর। ম্যাচ টাইব্রেকে গড়ালে গোল করতে ব্যর্থ হন ওয়েলশ তারকা অ্যারন রামসে। রাফায়েল বোরের শট জালে জড়াতেই ১৯৮০ সালের পর আবারও ইউরোপিয়ান শিরোপার স্বাদ পায় ফ্রাংকফুর্ট।
কট্টর জার্মান সমর্থকদের ঝাঁজ ভালোই টের পেয়েছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এসে নিজেদের দলের জয় বলতে গেলে একপ্রকার কেড়েই নিয়েছিল আইনট্রাখট ফ্রাংকফুর্টের সমর্থকেরা। দাঙ্গাবাজ এই সমর্থকদের অগ্নিমূর্তি গতকাল আরও একবার দেখা গেল স্পেনের সেভিয়াতে, ইউরোপা লিগের ফাইনালে।
চার দশকের বেশি সময় পর ইউরোপিয়ান শিরোপাজয়ের স্বপ্ন নিয়ে সেভিয়ার স্টাডিও র্যামন সানচেজ-পিজুয়ানে মুখোমুখি হয়েছিল জার্মান দল ফ্রাংকফুর্ট ও স্কটিশ দল রেঞ্জারস। শিরোপা দখলে দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। সমতায় থাকা রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে শেষ হাসি হেসেছে ফ্রাংকফুর্ট। তবে এর আগে একচোট লড়াই হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।
৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন র্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে সমান ১০ হাজার করে ফাইনালের টিকিট পেয়েছিল ফ্রাংকফুর্ট ও রেঞ্জারস সমর্থকেরা। কিন্তু পুলিশ বলছে, সব মিলিয়ে এই ম্যাচ দেখতে আন্দালুসিয়ান রাজধানীতে হাজির হয়েছিল অন্তত দেড় লাখ মানুষ! টিকিটহীন এসব সমর্থকের বেশির ভাগই দখল করেছিল সেভিয়ার ক্যাফে আর পানাশালাগুলো। ঘটনার সূত্রপাত সেখান থেকেই।
ম্যাচের আগের রাতে রেঞ্জারসের একদল সমর্থকের ওপর হামলা চালিয়েছিল ২০০ জার্মান উগ্র সমর্থক। পুলিশের হাতে গ্রেপ্তার হয় পাঁচ জার্মান। সেই ঘটনার প্রভাব পড়েছে গতকাল ম্যাচের আগে, অর্থাৎ বুধবার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে একে অপরের দিকে ক্যাফে-রেস্তোরাঁর চেয়ার ছোড়াছুড়ি করছে দুই দলের সমর্থক। প্রতিপক্ষের ছোড়া মিসাইল থেকে বাঁচতে পালাতে দেখা গেছে এক জার্মান সমর্থককে!
মার খেয়েছে রেঞ্জারস সমর্থকেরাও। উগ্র জার্মানদের হাতে বেশুমার ঘুষি-লাথি খেয়েছে স্কটিশ দলটির সমর্থকেরা। সম্মিলিতভাবে দুই দলের ভক্তরা রেস্তোরাঁর গ্লাস ভেঙেছে। পানশালায় হাতাহাতি করেছে। বোমবেরো ও কালে পুয়ের্তায় হওয়া দুই দলের সংঘর্ষ ঠেকাতে রাস্তায় দাঙ্গা পুলিশ নামাতে বাধ্য হন সেভিয়ার মেয়র আন্তোনিও মুনোজকে।
সমর্থকদের হামলার ঝাঁজ অবশ্য মাঠে পড়তে দেননি ফ্রাংকফুর্ট-রেঞ্জারস ফুটবলাররা। ৫৭ মিনিটে জো আরিবোর গোলে রেঞ্জারসকে হতাশায় ডুবিয়ে ৬৯ মিনিটে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান রাফায়েল বোর। ম্যাচ টাইব্রেকে গড়ালে গোল করতে ব্যর্থ হন ওয়েলশ তারকা অ্যারন রামসে। রাফায়েল বোরের শট জালে জড়াতেই ১৯৮০ সালের পর আবারও ইউরোপিয়ান শিরোপার স্বাদ পায় ফ্রাংকফুর্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে