ক্রীড়া ডেস্ক
ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
অন্তত এমনটাই দাবি, সিবিএফের জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানোর। দ্রুত কম সময়ের মধ্যে সম্ভব, ব্রাজিল দলের নতুন কোচ ঘোষণা করা হবে স্পোর্টটিভিকে জানিয়েছেন সিবিএফের এই কর্মকর্তা। তাঁর ভাষায়, ‘আমরা জানি যে ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন দেশের একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বের বিষয়। আশা করছি, আগামী সপ্তাহের শেষ নাগাদ, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারব।’
দলের বাজে পারফরম্যান্সের কারণে গত ২৮ মার্চ কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। এর পর থেকে নতুন কোচের সন্ধানে সিবিএফ। তাদের পছন্দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও আল হিলালের সাবেক কোচ জর্জ জেসুস। কদিন আগে আল হিলাল থেকে জেসুস পদত্যাগ করায় সিবিএফ চাইলেই এখন তাঁকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে পারে।
সিবিএফের প্রথম পছন্দের প্রার্থী অবশ্য রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি। মাঝখানে রিয়াল ছাড়া নিয়ে একটা জটিলতার সৃষ্টি হলেও দুই পক্ষের সমঝোতায় সে জটিলতা কেটে গেছে বলে খবর, বিভিন্ন সংবাদমাধ্যমের। জটিলতা নিরসনে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনচেলত্তি সম্ভাব্য বৈঠকের যে খবর বেরিয়েছিল, সেই বৈঠক নাকি হয়ে গেছে। দ্য অ্যাথলেটিক তো সর্বশেষ বলেই দিয়েছে, আগামী রোববার লিগে এল ক্লাসিকোর ফল রিয়ালের পক্ষে না এলে সেদিনই আনচেলত্তির রিয়াল ছেড়ে যাওয়ার খবর আসতে পারে।
তাহলে তো নতুন কোচের নাম ঘোষণার পথ পরিষ্কার সিবিএফের! তো কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ? এ প্রশ্নে রহস্য রেখে দিয়েছেন কায়েতানো, ‘এখনই নির্দিষ্ট কারও নাম বলা কঠিন। কারণ, আলোচনায় এটি ফলপ্রসূ কিছু হবে না। আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছি।’
শুরু থেকে ব্রাজিলের চাওয়া ছিল, জুনে দায়িত্ব নেবেন নতুন কোচ। যাতে বিশ্বকাপের বাকি বাছাইপর্বের ম্যাচগুলোয় তিনি থাকতে পারেন ব্রাজিল দলের ডাগআউটে।
ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
অন্তত এমনটাই দাবি, সিবিএফের জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানোর। দ্রুত কম সময়ের মধ্যে সম্ভব, ব্রাজিল দলের নতুন কোচ ঘোষণা করা হবে স্পোর্টটিভিকে জানিয়েছেন সিবিএফের এই কর্মকর্তা। তাঁর ভাষায়, ‘আমরা জানি যে ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন দেশের একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বের বিষয়। আশা করছি, আগামী সপ্তাহের শেষ নাগাদ, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারব।’
দলের বাজে পারফরম্যান্সের কারণে গত ২৮ মার্চ কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। এর পর থেকে নতুন কোচের সন্ধানে সিবিএফ। তাদের পছন্দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও আল হিলালের সাবেক কোচ জর্জ জেসুস। কদিন আগে আল হিলাল থেকে জেসুস পদত্যাগ করায় সিবিএফ চাইলেই এখন তাঁকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে পারে।
সিবিএফের প্রথম পছন্দের প্রার্থী অবশ্য রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি। মাঝখানে রিয়াল ছাড়া নিয়ে একটা জটিলতার সৃষ্টি হলেও দুই পক্ষের সমঝোতায় সে জটিলতা কেটে গেছে বলে খবর, বিভিন্ন সংবাদমাধ্যমের। জটিলতা নিরসনে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনচেলত্তি সম্ভাব্য বৈঠকের যে খবর বেরিয়েছিল, সেই বৈঠক নাকি হয়ে গেছে। দ্য অ্যাথলেটিক তো সর্বশেষ বলেই দিয়েছে, আগামী রোববার লিগে এল ক্লাসিকোর ফল রিয়ালের পক্ষে না এলে সেদিনই আনচেলত্তির রিয়াল ছেড়ে যাওয়ার খবর আসতে পারে।
তাহলে তো নতুন কোচের নাম ঘোষণার পথ পরিষ্কার সিবিএফের! তো কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ? এ প্রশ্নে রহস্য রেখে দিয়েছেন কায়েতানো, ‘এখনই নির্দিষ্ট কারও নাম বলা কঠিন। কারণ, আলোচনায় এটি ফলপ্রসূ কিছু হবে না। আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছি।’
শুরু থেকে ব্রাজিলের চাওয়া ছিল, জুনে দায়িত্ব নেবেন নতুন কোচ। যাতে বিশ্বকাপের বাকি বাছাইপর্বের ম্যাচগুলোয় তিনি থাকতে পারেন ব্রাজিল দলের ডাগআউটে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে