স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের পুরোনো সুখস্মৃতিগুলো স্মরণ করে শিষ্যদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছিলেন ফ্রাংক ল্যাম্পার্ড। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নিজেদের মাঠেও প্রথম লেগের ২-০ গোলের সমান ব্যবধানেই রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে চেলসিকে।
ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হেরে এবার চ্যাম্পিয়নস লিগের অধ্যায় শেষ আটেই শেষ হলো চেলসির। ঠিক এই রাউন্ডেই গত মৌসুমেও রিয়ালের কাছেই হেরে বিদায় নিয়েছিল তারা। কোনো টুর্নামেন্ট থেকে বিদায়ের পর যা শোনানো হয় সেটা জানালেন চেলসি কোচ ল্যাম্পার্ডও। তাঁর মতে, আগামী মৌসুমে দল ভালো কিছু করবে। এর জন্য আমরা ক্ষুধার্ত।
এবারের মৌসুমে খেললেও পরেরবার চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। কেননা, এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের ১১ নম্বরে রয়েছে ব্লুজরা। ফলে আগামী মৌসুমে দল খেলার সুযোগ পাবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ল্যাম্পার্ডকে। এর প্রতি উত্তরে চেলসি কোচ বলেছেন, ‘আপনি চেলসির জন্য খেলছেন। তাই নির্বিশেষে আপনাকে প্রতিটি ম্যাচের জন্য সবকিছু ঢেলে দিতে হবে। এর জন্য আমি ক্ষুধার্ত। এই মৌসুম থেকে দলকে ছিটকে যেতে দেব না। এটা উল্টো হতে হবে। এই মান (মাদ্রিদের বিপক্ষের পারফরম্যান্স) নষ্ট হতে দেওয়া যাবে না।’
দল হারলেও গতকাল দুর্দান্ত খেলেছে চেলসি। কিন্তু তিনটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েও গোল দিতে পারেননি ব্লুজদের খেলোয়াড়েরা। অন্যদিকে সুযোগ পেয়েই শিকার করতে ভুল করেননি রিয়াল। এত করে রদ্রিগোর জোড়া গোলে ২-০ ব্যবধানে মাঠ ছাড়ে লস ব্ল্যাংকোসরা। এই জয়ে ১৬ বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। আর কোনো দল এতবার খেলতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার খেলেছে যৌথভাবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা।
লিগের অন্য ম্যাচে ইতিহাসকে আর সমৃদ্ধ করতে পারেনি নাপোলি। প্রথমবারের মতো শেষ আটে খেলা দলটির আরও বড় কিছু করার আশা ছিল। কিন্তু আশাটা পূরণ করতে দেয়নি সিরি আর আরেক দল এসি মিলান। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল নাপোলি। নিজেদের মাঠে জয় পায়নি। যদিও ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে তারা। কিন্তু দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে ১৬ বছর পর আবারও সেমিফাইনাল নিশ্চিত করে মিলান। মিলানের হয়ে গোলটি করেছেন অলিভিয়ের জিরু আর নাপোলির সমতাসূচক গোল আসে ভিক্টর ওশিমেনের পা থেকে।
স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের পুরোনো সুখস্মৃতিগুলো স্মরণ করে শিষ্যদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছিলেন ফ্রাংক ল্যাম্পার্ড। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নিজেদের মাঠেও প্রথম লেগের ২-০ গোলের সমান ব্যবধানেই রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে চেলসিকে।
ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হেরে এবার চ্যাম্পিয়নস লিগের অধ্যায় শেষ আটেই শেষ হলো চেলসির। ঠিক এই রাউন্ডেই গত মৌসুমেও রিয়ালের কাছেই হেরে বিদায় নিয়েছিল তারা। কোনো টুর্নামেন্ট থেকে বিদায়ের পর যা শোনানো হয় সেটা জানালেন চেলসি কোচ ল্যাম্পার্ডও। তাঁর মতে, আগামী মৌসুমে দল ভালো কিছু করবে। এর জন্য আমরা ক্ষুধার্ত।
এবারের মৌসুমে খেললেও পরেরবার চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। কেননা, এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের ১১ নম্বরে রয়েছে ব্লুজরা। ফলে আগামী মৌসুমে দল খেলার সুযোগ পাবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ল্যাম্পার্ডকে। এর প্রতি উত্তরে চেলসি কোচ বলেছেন, ‘আপনি চেলসির জন্য খেলছেন। তাই নির্বিশেষে আপনাকে প্রতিটি ম্যাচের জন্য সবকিছু ঢেলে দিতে হবে। এর জন্য আমি ক্ষুধার্ত। এই মৌসুম থেকে দলকে ছিটকে যেতে দেব না। এটা উল্টো হতে হবে। এই মান (মাদ্রিদের বিপক্ষের পারফরম্যান্স) নষ্ট হতে দেওয়া যাবে না।’
দল হারলেও গতকাল দুর্দান্ত খেলেছে চেলসি। কিন্তু তিনটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েও গোল দিতে পারেননি ব্লুজদের খেলোয়াড়েরা। অন্যদিকে সুযোগ পেয়েই শিকার করতে ভুল করেননি রিয়াল। এত করে রদ্রিগোর জোড়া গোলে ২-০ ব্যবধানে মাঠ ছাড়ে লস ব্ল্যাংকোসরা। এই জয়ে ১৬ বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। আর কোনো দল এতবার খেলতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার খেলেছে যৌথভাবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা।
লিগের অন্য ম্যাচে ইতিহাসকে আর সমৃদ্ধ করতে পারেনি নাপোলি। প্রথমবারের মতো শেষ আটে খেলা দলটির আরও বড় কিছু করার আশা ছিল। কিন্তু আশাটা পূরণ করতে দেয়নি সিরি আর আরেক দল এসি মিলান। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল নাপোলি। নিজেদের মাঠে জয় পায়নি। যদিও ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে তারা। কিন্তু দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে ১৬ বছর পর আবারও সেমিফাইনাল নিশ্চিত করে মিলান। মিলানের হয়ে গোলটি করেছেন অলিভিয়ের জিরু আর নাপোলির সমতাসূচক গোল আসে ভিক্টর ওশিমেনের পা থেকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে