ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসে আজ নিজেদের মাঠ লা বোম্বোনেরায় পেরুকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, নিয়েছে ১০ শট।
গোলশূন্য ব্যবধানে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা। ৫৫ মিনিটে লিওনেল মেসির পাস থেকে জাল খুঁজে নেন লওতারো মার্তিনেজ। গোলটি ছিল দেখার মতন। বক্সের ভেতর ঢুকেই দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে কোনাকুনিভাবে মেসি বল ভাসিয়ে দিয়েছিলেন। পেরুর ডিফেন্ডাররা সৈন্যের মতো দাঁড়ালেও রক্ষা করতে পারেননি গোলপোস্ট। লাফিয়ে উঠে বাইসাইকেল কিকে বল জালে পাঠান মার্তিনেজ। তাঁর চোখ ধাঁধানো এই গোলেই ১ ম্যাচ পর জয়ে ফিরল আর্জেন্টিনা। গত সপ্তাহে বাছাইপর্বে প্যারাগুয়ের মাঠে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছিল স্কালোনির দল।
পেরুর বিপক্ষে গোল করে নতুন কীর্তি গড়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচে থাকা ‘ফুটবল ঈশ্বর’ ডিয়েগো ম্যারাডোনার পাশে বসেছেন ইন্টার মিলান ফরোয়ার্ড। দুজনের গোলসংখ্যা ৩২। এ তালিকায় সবার ওপরে মেসি (১১২)। পরের স্থানে গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৫), সার্জিও আগুয়েরো (৪১) ও হারনান ক্রেসপো (৩৫)।
এই ম্যাচে অ্যাসিস্ট করে নতুন কীর্তি গড়েছেন মেসিও। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ছুঁয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড লেন্ডন ডনোভানকে। দুজনের অ্যাসিস্ট সংখ্যা ৫৮।
কনমেবলের বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে পেরু।
বিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসে আজ নিজেদের মাঠ লা বোম্বোনেরায় পেরুকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, নিয়েছে ১০ শট।
গোলশূন্য ব্যবধানে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা। ৫৫ মিনিটে লিওনেল মেসির পাস থেকে জাল খুঁজে নেন লওতারো মার্তিনেজ। গোলটি ছিল দেখার মতন। বক্সের ভেতর ঢুকেই দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে কোনাকুনিভাবে মেসি বল ভাসিয়ে দিয়েছিলেন। পেরুর ডিফেন্ডাররা সৈন্যের মতো দাঁড়ালেও রক্ষা করতে পারেননি গোলপোস্ট। লাফিয়ে উঠে বাইসাইকেল কিকে বল জালে পাঠান মার্তিনেজ। তাঁর চোখ ধাঁধানো এই গোলেই ১ ম্যাচ পর জয়ে ফিরল আর্জেন্টিনা। গত সপ্তাহে বাছাইপর্বে প্যারাগুয়ের মাঠে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছিল স্কালোনির দল।
পেরুর বিপক্ষে গোল করে নতুন কীর্তি গড়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পাঁচে থাকা ‘ফুটবল ঈশ্বর’ ডিয়েগো ম্যারাডোনার পাশে বসেছেন ইন্টার মিলান ফরোয়ার্ড। দুজনের গোলসংখ্যা ৩২। এ তালিকায় সবার ওপরে মেসি (১১২)। পরের স্থানে গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৫), সার্জিও আগুয়েরো (৪১) ও হারনান ক্রেসপো (৩৫)।
এই ম্যাচে অ্যাসিস্ট করে নতুন কীর্তি গড়েছেন মেসিও। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় ছুঁয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড লেন্ডন ডনোভানকে। দুজনের অ্যাসিস্ট সংখ্যা ৫৮।
কনমেবলের বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে পেরু।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে