যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শুরু হতে বেশি সময় বাকি নেই। এরই মধ্যে এক দুঃসংবাদ দিল আর্জেন্টিনা। লিওনেল মেসি থাকছেন না এই সফরে।
২২ মার্চ ফিলাডেলফিয়ায় আর্জেন্টিনার প্রতিপক্ষ এল সালভাদর। এরপর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। দুই প্রীতি ম্যাচে মেসি খেলবেন কি খেলবেন না-তা নিয়ে আশঙ্কার কথা কদিন আগে জানা যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। অবশেষে শঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে গতকাল বলেছে, ‘আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচের দলে থাকছেন না। ন্যাশভিল এসসির বিপক্ষে তার দলের (ইন্টার মায়ামি) ম্যাচের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছেন তিনি।’
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও মেজর লিগ সকার মিলে ইন্টার মায়ামি খেলেছে ৭ ম্যাচ। তবে মেসি খেলেছেন ৫ ম্যাচ। ৫ ম্যাচের ৪ টিতে খেলেছেন ৯০ মিনিট। ৫০ মিনিট খেলেছেন এক ম্যাচে। সেই ম্যাচটি হলো ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় তাঁকে (মেসি) তখন তুলে নিতে বাধ্য হয়েছিলেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো।
ন্যাশভিলের ম্যাচের পর চলতি সপ্তাহের শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসে মুখোমুখি হয় মায়ামি। তবে এই ম্যাচে খেলা হয়নি মেসির। তখনই মেসির মার্চে আন্তর্জাতিক ফুটবলে খেলা নিয়ে শঙ্কার কথা জানান মায়ামি কোচ মার্টিনো। পাশাপাশি মেসি যেন আগামী মাসে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলার জন্য ফিট থাকেন, সেটাও উল্লেখ করেছিলেন মার্টিনো। মার্টিনো বলেন, ‘এটা স্পষ্ট যে মেসি যেন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। আগামী ৩ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে মায়ামি ও মনটেরি।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শুরু হতে বেশি সময় বাকি নেই। এরই মধ্যে এক দুঃসংবাদ দিল আর্জেন্টিনা। লিওনেল মেসি থাকছেন না এই সফরে।
২২ মার্চ ফিলাডেলফিয়ায় আর্জেন্টিনার প্রতিপক্ষ এল সালভাদর। এরপর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। দুই প্রীতি ম্যাচে মেসি খেলবেন কি খেলবেন না-তা নিয়ে আশঙ্কার কথা কদিন আগে জানা যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। অবশেষে শঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে গতকাল বলেছে, ‘আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচের দলে থাকছেন না। ন্যাশভিল এসসির বিপক্ষে তার দলের (ইন্টার মায়ামি) ম্যাচের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছেন তিনি।’
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও মেজর লিগ সকার মিলে ইন্টার মায়ামি খেলেছে ৭ ম্যাচ। তবে মেসি খেলেছেন ৫ ম্যাচ। ৫ ম্যাচের ৪ টিতে খেলেছেন ৯০ মিনিট। ৫০ মিনিট খেলেছেন এক ম্যাচে। সেই ম্যাচটি হলো ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় তাঁকে (মেসি) তখন তুলে নিতে বাধ্য হয়েছিলেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো।
ন্যাশভিলের ম্যাচের পর চলতি সপ্তাহের শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসে মুখোমুখি হয় মায়ামি। তবে এই ম্যাচে খেলা হয়নি মেসির। তখনই মেসির মার্চে আন্তর্জাতিক ফুটবলে খেলা নিয়ে শঙ্কার কথা জানান মায়ামি কোচ মার্টিনো। পাশাপাশি মেসি যেন আগামী মাসে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ খেলার জন্য ফিট থাকেন, সেটাও উল্লেখ করেছিলেন মার্টিনো। মার্টিনো বলেন, ‘এটা স্পষ্ট যে মেসি যেন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। আগামী ৩ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে মায়ামি ও মনটেরি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫