নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০ জনের ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী। এমন কিছুই তো চেয়েছিল মোহামেডান। সাদা-কালোরা সবশেষ লিগ চ্যাম্পিয়ন হয়েছে ২০০২ সালে। প্রিমিয়ার লিগ ২০০৭ সালে পেশাদরত্বের ছোঁয়া পাওয়ার পর কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। সেই অপেক্ষাও ঘুচল।
স্বভাবতই মোহামেডানের কর্মকর্তা ও ফুটবলাররা চোখ রাখেন এই ম্যাচে। ১৯ মিনিটে ফর্টিস এগিয়ে গেলে আশা বুনতে শুরু করে তারা। পেনাল্টি থেকে গোলটি করেন পা ওমর বাবু। এর আগে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
ভেজা মাঠে ফের খেলা শুরু হলে আবাহনীর ওপর আরও চাপ সৃষ্টি করতে থাকে ফর্টিস। বিরতির পর সেই ধারা বজায় রাখে তারা। কিন্তু ৭৫ মিনিটে সুমন রেজার সঙ্গে সংঘর্ষে বাঁধলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মঞ্জুরুর রহমান মানিক। সুমনকে অবশ্য দেওয়া হয় হলুদ কার্ড।
১০ জনের দলে পরিণত হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। সাজেদ হাসানের দূরপাল্লার শট ঠেকানোর জন্য বেগ পাননি আবাহনী গোলরক্ষক মিতুল মারমা। কারণ পোস্ট থেকে অনেকটা এগিয়ে ছিলেন তিনি। ৮০ মিনিটে রাফায়েল অগুস্তোর ফ্রিকিক থেকে হেডে মোহাম্মদ হৃদয় ব্যবধান কমালে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আবাহনী। শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ শাণায় তারা। কিন্তু কিছুতেই খুঁজে পায়নি জালের দেখা। তাই জয় নিয়ে মাঠ ছেড়ে মোহামেডানকে চ্যাম্পিয়নের স্বীকৃতি দিল ফর্টিস।
১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট আগে থেকেই শীর্ষস্থান মজবুত করে রেখেছে সাদা-কালোরা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আবাহনী। বাকি তিন ম্যাচে জিতলেও মোহামেডানের সমান পয়েন্ট হবে না তাদের। তাই বসুন্ধরা কিংসের আধিপত্য ভেঙে ছয় মৌসুম পর লিগে দেখা মিলল নতুন চ্যাম্পিয়নের।
অবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০ জনের ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী। এমন কিছুই তো চেয়েছিল মোহামেডান। সাদা-কালোরা সবশেষ লিগ চ্যাম্পিয়ন হয়েছে ২০০২ সালে। প্রিমিয়ার লিগ ২০০৭ সালে পেশাদরত্বের ছোঁয়া পাওয়ার পর কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। সেই অপেক্ষাও ঘুচল।
স্বভাবতই মোহামেডানের কর্মকর্তা ও ফুটবলাররা চোখ রাখেন এই ম্যাচে। ১৯ মিনিটে ফর্টিস এগিয়ে গেলে আশা বুনতে শুরু করে তারা। পেনাল্টি থেকে গোলটি করেন পা ওমর বাবু। এর আগে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
ভেজা মাঠে ফের খেলা শুরু হলে আবাহনীর ওপর আরও চাপ সৃষ্টি করতে থাকে ফর্টিস। বিরতির পর সেই ধারা বজায় রাখে তারা। কিন্তু ৭৫ মিনিটে সুমন রেজার সঙ্গে সংঘর্ষে বাঁধলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মঞ্জুরুর রহমান মানিক। সুমনকে অবশ্য দেওয়া হয় হলুদ কার্ড।
১০ জনের দলে পরিণত হওয়ার পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। সাজেদ হাসানের দূরপাল্লার শট ঠেকানোর জন্য বেগ পাননি আবাহনী গোলরক্ষক মিতুল মারমা। কারণ পোস্ট থেকে অনেকটা এগিয়ে ছিলেন তিনি। ৮০ মিনিটে রাফায়েল অগুস্তোর ফ্রিকিক থেকে হেডে মোহাম্মদ হৃদয় ব্যবধান কমালে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আবাহনী। শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ শাণায় তারা। কিন্তু কিছুতেই খুঁজে পায়নি জালের দেখা। তাই জয় নিয়ে মাঠ ছেড়ে মোহামেডানকে চ্যাম্পিয়নের স্বীকৃতি দিল ফর্টিস।
১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট আগে থেকেই শীর্ষস্থান মজবুত করে রেখেছে সাদা-কালোরা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আবাহনী। বাকি তিন ম্যাচে জিতলেও মোহামেডানের সমান পয়েন্ট হবে না তাদের। তাই বসুন্ধরা কিংসের আধিপত্য ভেঙে ছয় মৌসুম পর লিগে দেখা মিলল নতুন চ্যাম্পিয়নের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫