নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশুদের হাত ধরে মাঠে ফুটবলারদের মাঠে প্রবেশ; এমন দৃশ্যটা দেখা যায় ইউরোপিয়ান ও আন্তর্জাতিক ফুটবলে। এবারের বিপিএল মৌসুমে নিজেদের মাঠে শেষবারের মতো স্বাগতিক হয়ে ইউরোপিয়ান সাজে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় আতশবাজি আর ঢাকঢোলের শব্দে বসুন্ধরার ফুটবলাররা মাঠে প্রবেশ করলেন রাজার সাজেই। শেষটাও হলো রাজসিক।
গত সপ্তাহে ময়মনসিংহে মোহামেডানকে হারিয়ে তিন ম্যাচ আগেই টানা পঞ্চম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। অপেক্ষাটা ছিল শিরোপা ছোঁয়ার। বাংলাদেশের ফুটবলে লিগের শেষ ম্যাচে শিরোপা দেওয়ার অলিখিত প্রথা থাকলেও তর যেন সইছিল না বসুন্ধরার। নিজেদের মাঠ আর দর্শকদের সামনে শিরোপাল্লাস করে দেওয়ার সুযোগ করে দিতেই আজ কিংস অ্যারেনায় ট্রফি আনা হলো। যদিও আরেকটু হলেই সেই উদ্যাপনটা ফ্যাকাশে করে দিতে বসেছিল ‘বেরসিক’ বাংলাদেশ পুলিশ।
পয়েন্ট তালিকায় চারে থাকা পুলিশ লিগের বড় সব দলকে থামিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, সেটি আগেই প্রমাণ করেছে তারা। গত মৌসুমেও বসুন্ধরাকে হারিয়ে দিয়েছিল দলটি। আজও কিংস অ্যারেনায় স্বাগতিকদের নাভিশ্বাস তুলল পুলিশ। নিজেদের দর্শকদের সামনে পিছিয়ে পড়ে ২-২ গোলের ড্র করে স্বস্তির নিশ্বাস আর পঞ্চম লিগ শিরোপা ট্রফি ক্যাবিনেটে জমা করেছে বসুন্ধরা।
বসুন্ধরার পয়েন্ট ভাগাভাগি আরেকটি কারণ হতে পারে, এই ম্যাচে অস্কার ব্রুজোনের বেশ কিছু পরিবর্তন। ময়মনসিংহে যে দলটা মোহামেডানের বিপক্ষে শুরু থেকে খেলেছিল, সেই দল থেকে পরিবর্তন ছিল ৮টি যারা অধিকাংশ সময়ে পরিবর্তিত হিসেবেই খেলেন। আগেই শিরোপা জেতায় তাই শক্তিশালী দল নামানোর তাড়াও ছিল না অস্কারের যেটা আরেকটু হলে বিপদেই ফেলতো বসুন্ধরাকে।
খেলায় গতি থাকলেও দুই দলই হোঁচট খেয়েছে একে অপরের অর্ধে গিয়ে। গোল না হওয়ার খরাটা কাটল ৪৩ মিনিটে এসে। শেখ মোরসালিনের পাস ধরে বক্সে বল ক্রস করেন দরিয়েলতন গোমেজ। সেই ক্রসে দারুণ ক্ষিপ্রতায় হেডে বল জালে ঠেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ।
দ্বিতীয়ার্ধেই সেই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে পুলিশ। ৫০ মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড এদওয়ার্ড মরিয়ো পাস বাড়ান লিগের দ্বিতীয় ভাগে পুলিশে যোগ দেওয়া মাহদি ইউসুফ খানের দিকে। বসুন্ধরা কিংসেই ক্যারিয়ার শুরু করা মাহদি বক্সের বাইরে থেকে জোরালো এক শট নিয়ে থমকে দেন স্বাগতিক দর্শকদের।
পুলিশের প্রথম গোলের যোগানদাতা এদওয়ার্ড মরিয়ো ৬৯ মিনিটে নিজেই নাম লেখালেন গোলের খাতায়। কাজেম কিরমানির বাড়ানো বল ধরে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে পড়েন ভেনেজুয়েলান ফরোয়ার্ড। তার বাঁ পায়ের কোনাকুনি শট ঠেকানোর সাধ্য ছিল না বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর।
পিছিয়ে পড়ে দুই মিনিটের মধ্যেই সেই গোল শোধ দেয় স্বাগতিক বসুন্ধরা। ৭১ মিনিটে রবসন রবিনহোর বাড়ানো বল ফাঁকায় পেয়ে যান বক্সে থাকা দরিয়েলতন, ঠান্ডা মাথায় সারেন গোল করার কাজটা। সেই গোলে সমতায় শেষ হয় এই মৌসুমে কিংস অ্যারেনায় বসুন্ধরার নিজেদের শেষ ম্যাচ।
শিশুদের হাত ধরে মাঠে ফুটবলারদের মাঠে প্রবেশ; এমন দৃশ্যটা দেখা যায় ইউরোপিয়ান ও আন্তর্জাতিক ফুটবলে। এবারের বিপিএল মৌসুমে নিজেদের মাঠে শেষবারের মতো স্বাগতিক হয়ে ইউরোপিয়ান সাজে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় আতশবাজি আর ঢাকঢোলের শব্দে বসুন্ধরার ফুটবলাররা মাঠে প্রবেশ করলেন রাজার সাজেই। শেষটাও হলো রাজসিক।
গত সপ্তাহে ময়মনসিংহে মোহামেডানকে হারিয়ে তিন ম্যাচ আগেই টানা পঞ্চম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। অপেক্ষাটা ছিল শিরোপা ছোঁয়ার। বাংলাদেশের ফুটবলে লিগের শেষ ম্যাচে শিরোপা দেওয়ার অলিখিত প্রথা থাকলেও তর যেন সইছিল না বসুন্ধরার। নিজেদের মাঠ আর দর্শকদের সামনে শিরোপাল্লাস করে দেওয়ার সুযোগ করে দিতেই আজ কিংস অ্যারেনায় ট্রফি আনা হলো। যদিও আরেকটু হলেই সেই উদ্যাপনটা ফ্যাকাশে করে দিতে বসেছিল ‘বেরসিক’ বাংলাদেশ পুলিশ।
পয়েন্ট তালিকায় চারে থাকা পুলিশ লিগের বড় সব দলকে থামিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, সেটি আগেই প্রমাণ করেছে তারা। গত মৌসুমেও বসুন্ধরাকে হারিয়ে দিয়েছিল দলটি। আজও কিংস অ্যারেনায় স্বাগতিকদের নাভিশ্বাস তুলল পুলিশ। নিজেদের দর্শকদের সামনে পিছিয়ে পড়ে ২-২ গোলের ড্র করে স্বস্তির নিশ্বাস আর পঞ্চম লিগ শিরোপা ট্রফি ক্যাবিনেটে জমা করেছে বসুন্ধরা।
বসুন্ধরার পয়েন্ট ভাগাভাগি আরেকটি কারণ হতে পারে, এই ম্যাচে অস্কার ব্রুজোনের বেশ কিছু পরিবর্তন। ময়মনসিংহে যে দলটা মোহামেডানের বিপক্ষে শুরু থেকে খেলেছিল, সেই দল থেকে পরিবর্তন ছিল ৮টি যারা অধিকাংশ সময়ে পরিবর্তিত হিসেবেই খেলেন। আগেই শিরোপা জেতায় তাই শক্তিশালী দল নামানোর তাড়াও ছিল না অস্কারের যেটা আরেকটু হলে বিপদেই ফেলতো বসুন্ধরাকে।
খেলায় গতি থাকলেও দুই দলই হোঁচট খেয়েছে একে অপরের অর্ধে গিয়ে। গোল না হওয়ার খরাটা কাটল ৪৩ মিনিটে এসে। শেখ মোরসালিনের পাস ধরে বক্সে বল ক্রস করেন দরিয়েলতন গোমেজ। সেই ক্রসে দারুণ ক্ষিপ্রতায় হেডে বল জালে ঠেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ।
দ্বিতীয়ার্ধেই সেই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে পুলিশ। ৫০ মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড এদওয়ার্ড মরিয়ো পাস বাড়ান লিগের দ্বিতীয় ভাগে পুলিশে যোগ দেওয়া মাহদি ইউসুফ খানের দিকে। বসুন্ধরা কিংসেই ক্যারিয়ার শুরু করা মাহদি বক্সের বাইরে থেকে জোরালো এক শট নিয়ে থমকে দেন স্বাগতিক দর্শকদের।
পুলিশের প্রথম গোলের যোগানদাতা এদওয়ার্ড মরিয়ো ৬৯ মিনিটে নিজেই নাম লেখালেন গোলের খাতায়। কাজেম কিরমানির বাড়ানো বল ধরে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে পড়েন ভেনেজুয়েলান ফরোয়ার্ড। তার বাঁ পায়ের কোনাকুনি শট ঠেকানোর সাধ্য ছিল না বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর।
পিছিয়ে পড়ে দুই মিনিটের মধ্যেই সেই গোল শোধ দেয় স্বাগতিক বসুন্ধরা। ৭১ মিনিটে রবসন রবিনহোর বাড়ানো বল ফাঁকায় পেয়ে যান বক্সে থাকা দরিয়েলতন, ঠান্ডা মাথায় সারেন গোল করার কাজটা। সেই গোলে সমতায় শেষ হয় এই মৌসুমে কিংস অ্যারেনায় বসুন্ধরার নিজেদের শেষ ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে