লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল ঘিরে নতুন মৌসুমের পুরো দলবদলের বাজারটাই ছিল চমক আর বিস্ময়ে ভরা। কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়েও কম নাটকীয়তা হয়নি! ফরাসি তারকা অবশ্য শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন। তবে দলবদলের বাজারে একেবারে শেষ ঘণ্টায় আরও একবার চমক! বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে ফিরলেন আতোয়াঁন গ্রিজমান।
গ্রিজমানকে এক বছরের ধারে আতলেতিকোতে ছেড়ে দিতে সম্মত হয়েছে বার্সা। তবে দুই পক্ষই চাইলে আরও একটি মৌসুম আতলেতিকোর সঙ্গে চুক্তি বাড়ানো হতে পারে গ্রিজমানের। ২০১৪-১৫ সালে আতলেতিকোতে যোগ দিয়ে ২৫৭টি ম্যাচ খেলেছিলেন গ্রিজমান। সঙ্গে একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন ২৯ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।
চার বছর আতলেতিকোতে দাপটের সঙ্গে খেলে ২০১৯ সালে বার্সায় যোগ দেন গ্রিজমান। তবে কাতালান ক্লাবটিতে এসে আগের সেই ছন্দটা ধরে রাখতে ব্যর্থ হন গ্রিজমান। এবার তাই দিয়েগো সিমিওনের অধীনে পুরোনো ক্লাবে নিজের চেনা ছন্দে ফেরার পালা গ্রিজমানের। এদিকে বার্সা গ্রিজমানের বদলি হিসাবে লুক ডি’ইয়ং-কে সেভিয়া থেকে সই করেছে।
লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল ঘিরে নতুন মৌসুমের পুরো দলবদলের বাজারটাই ছিল চমক আর বিস্ময়ে ভরা। কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়েও কম নাটকীয়তা হয়নি! ফরাসি তারকা অবশ্য শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন। তবে দলবদলের বাজারে একেবারে শেষ ঘণ্টায় আরও একবার চমক! বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে ফিরলেন আতোয়াঁন গ্রিজমান।
গ্রিজমানকে এক বছরের ধারে আতলেতিকোতে ছেড়ে দিতে সম্মত হয়েছে বার্সা। তবে দুই পক্ষই চাইলে আরও একটি মৌসুম আতলেতিকোর সঙ্গে চুক্তি বাড়ানো হতে পারে গ্রিজমানের। ২০১৪-১৫ সালে আতলেতিকোতে যোগ দিয়ে ২৫৭টি ম্যাচ খেলেছিলেন গ্রিজমান। সঙ্গে একটি স্প্যানিশ সুপার কাপ, একটি ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন ২৯ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড।
চার বছর আতলেতিকোতে দাপটের সঙ্গে খেলে ২০১৯ সালে বার্সায় যোগ দেন গ্রিজমান। তবে কাতালান ক্লাবটিতে এসে আগের সেই ছন্দটা ধরে রাখতে ব্যর্থ হন গ্রিজমান। এবার তাই দিয়েগো সিমিওনের অধীনে পুরোনো ক্লাবে নিজের চেনা ছন্দে ফেরার পালা গ্রিজমানের। এদিকে বার্সা গ্রিজমানের বদলি হিসাবে লুক ডি’ইয়ং-কে সেভিয়া থেকে সই করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫