লিওনেল মেসিকে ছাড়া যেন চলেই না রদ্রিগো ডি পলের। প্রতিপক্ষ দলের কেউ মেসিকে ‘ফাউল’ করলেই তেড়ে এসে তার জবাব দিতে মোটেও দেরি করেন না তিনি। এজন্যই ফুটবল ভক্তদের কাছে মেসির ‘বডিগার্ড’ নামে পরিচিত এই আর্জেন্টাইন। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও মেসি-দি পল খেলতে চান এক সঙ্গে।
জুনে দল বদলের মৌসুমে মেসির ভবিষ্যত গন্তব্য নিয়ে এরই মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নবায়ন না হওয়ায় কোথায় যাবেন, তা এখনো নিশ্চিত নয়। বার্সেলোনা, নিউ ওয়েল’স ওল্ড বয়েজে মেসির ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে অ্যটলেটিকো মাদ্রিদে যোগদান করতে বলছেন দি পল। স্পেনের রেডিও শো ‘এল লারগুয়োরোকে’ আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘মেসি এখানে আসুক। আমরা অ্যাঞ্জেলিতোকে (কোরেয়া) বলব ১০ নম্বর জার্সিটা তাকে (মেসি) দিতে এবং মাদ্রিদে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছি।’
আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগের ব্যাপারে কিছু জানা না গেলেও একসঙ্গে খেলার আশা রাখছেন ডি পল। বড় অঙ্কের বেতনে ইন্টার মিয়ামি এবং সৌদি ক্লাব আল হিলালও মেসিকে দলে ভেড়াতে আগ্রহী এমন সংবাদও শোনা যাচ্ছে। দি পলের ডাকে সাড়া দিয়ে মেসি কি মাদ্রিদের এই ক্লাবে যোগ দেবেন কিনা সেটা দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে শীতকালীন দল বদলের মৌসুম পর্যন্ত।
লিওনেল মেসিকে ছাড়া যেন চলেই না রদ্রিগো ডি পলের। প্রতিপক্ষ দলের কেউ মেসিকে ‘ফাউল’ করলেই তেড়ে এসে তার জবাব দিতে মোটেও দেরি করেন না তিনি। এজন্যই ফুটবল ভক্তদের কাছে মেসির ‘বডিগার্ড’ নামে পরিচিত এই আর্জেন্টাইন। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও মেসি-দি পল খেলতে চান এক সঙ্গে।
জুনে দল বদলের মৌসুমে মেসির ভবিষ্যত গন্তব্য নিয়ে এরই মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নবায়ন না হওয়ায় কোথায় যাবেন, তা এখনো নিশ্চিত নয়। বার্সেলোনা, নিউ ওয়েল’স ওল্ড বয়েজে মেসির ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে অ্যটলেটিকো মাদ্রিদে যোগদান করতে বলছেন দি পল। স্পেনের রেডিও শো ‘এল লারগুয়োরোকে’ আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘মেসি এখানে আসুক। আমরা অ্যাঞ্জেলিতোকে (কোরেয়া) বলব ১০ নম্বর জার্সিটা তাকে (মেসি) দিতে এবং মাদ্রিদে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছি।’
আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগের ব্যাপারে কিছু জানা না গেলেও একসঙ্গে খেলার আশা রাখছেন ডি পল। বড় অঙ্কের বেতনে ইন্টার মিয়ামি এবং সৌদি ক্লাব আল হিলালও মেসিকে দলে ভেড়াতে আগ্রহী এমন সংবাদও শোনা যাচ্ছে। দি পলের ডাকে সাড়া দিয়ে মেসি কি মাদ্রিদের এই ক্লাবে যোগ দেবেন কিনা সেটা দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে শীতকালীন দল বদলের মৌসুম পর্যন্ত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫