ক্রীড়া ডেস্ক
জেনারো গাত্তুসো যে ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলে তাঁরই একসময়ের সতীর্থ জিয়ানলুইজি বুফন। আজ ইতালিয়ান ফুটবল ফেডারেশনই নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন গাত্তুসোর নাম। ৪৭ বছর বয়সী গাত্তুসো ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৩টি ম্যাচ। আপাতত গাত্তুসোর কাজ ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির খেলা নিশ্চিত করা।
ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা বিবৃতি দিয়ে বলেছেন, ‘গাত্তুসো ইতালীয় ফুটবলের প্রতীক, জার্সিটি তার দ্বিতীয় ত্বকের মতো। জাতীয় দলের পরবর্তী চ্যালেঞ্জগুলো গ্রহণের ক্ষেত্রে তার প্রেরণা, পেশাদারিত্ব এবং অভিজ্ঞতা মৌলিক হবে। তিনি আমাদের লক্ষ্যগুলোর গুরুত্ব জানেন এবং এই চ্যালেঞ্জগুলো গ্রহণে তার প্রস্তুতি ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের ফুটবলের উন্নয়নের জন্য ফেডারেশনের প্রকল্পটি ভাগাভাগি করেছেন, যেখানে আজ্জুরিদের জার্সি কেন্দ্রীয় অংশ।’
গাত্তুসো ২০০৬ বিশ্বকাপ জয়ী দলটির সদস্য ছিলেন। সম্প্রতি ক্রোয়েশিয়ান ক্লাব হাজদুক স্পিলিটের সঙ্গে পারস্পরিক সমঝোতায় কোচের চাকরি ছাড়েন। অবশ্য কোচ হিসেবে এতদিন ক্লদিও রানিয়েরির নাম শোনা যাচ্ছিল। ফেডারেশনের প্রথম পছন্দও ছিলেন তিনি। কিন্তু ৭৩ বছর বয়সী এএস রোমায় শীর্ষ উপদেষ্টার পদে আরও মনোযোগী হতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
দায়িত্ব পাওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে চাকরি হারিয়েছেন স্পালেত্তি। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে মলদোভার বিপক্ষে ডাগআউট সামলেছেন। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ইতালি। এর আগে নরওয়ের কাছে ৩-০ তে বিধ্বস্ত হওয়ার পরই বরখাস্তের চিঠি পান।
জেনারো গাত্তুসো যে ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলে তাঁরই একসময়ের সতীর্থ জিয়ানলুইজি বুফন। আজ ইতালিয়ান ফুটবল ফেডারেশনই নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন গাত্তুসোর নাম। ৪৭ বছর বয়সী গাত্তুসো ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৩টি ম্যাচ। আপাতত গাত্তুসোর কাজ ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির খেলা নিশ্চিত করা।
ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা বিবৃতি দিয়ে বলেছেন, ‘গাত্তুসো ইতালীয় ফুটবলের প্রতীক, জার্সিটি তার দ্বিতীয় ত্বকের মতো। জাতীয় দলের পরবর্তী চ্যালেঞ্জগুলো গ্রহণের ক্ষেত্রে তার প্রেরণা, পেশাদারিত্ব এবং অভিজ্ঞতা মৌলিক হবে। তিনি আমাদের লক্ষ্যগুলোর গুরুত্ব জানেন এবং এই চ্যালেঞ্জগুলো গ্রহণে তার প্রস্তুতি ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের ফুটবলের উন্নয়নের জন্য ফেডারেশনের প্রকল্পটি ভাগাভাগি করেছেন, যেখানে আজ্জুরিদের জার্সি কেন্দ্রীয় অংশ।’
গাত্তুসো ২০০৬ বিশ্বকাপ জয়ী দলটির সদস্য ছিলেন। সম্প্রতি ক্রোয়েশিয়ান ক্লাব হাজদুক স্পিলিটের সঙ্গে পারস্পরিক সমঝোতায় কোচের চাকরি ছাড়েন। অবশ্য কোচ হিসেবে এতদিন ক্লদিও রানিয়েরির নাম শোনা যাচ্ছিল। ফেডারেশনের প্রথম পছন্দও ছিলেন তিনি। কিন্তু ৭৩ বছর বয়সী এএস রোমায় শীর্ষ উপদেষ্টার পদে আরও মনোযোগী হতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
দায়িত্ব পাওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে চাকরি হারিয়েছেন স্পালেত্তি। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে মলদোভার বিপক্ষে ডাগআউট সামলেছেন। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ইতালি। এর আগে নরওয়ের কাছে ৩-০ তে বিধ্বস্ত হওয়ার পরই বরখাস্তের চিঠি পান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫