দুই দিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেন। স্বস্তির খবর, সেই গাড়িতে রোনালদো ছিলেন না। এর পরের দিনই, অর্থাৎ গতকাল মঙ্গলবার দুর্ঘটনায় পড়েছিল নেইমারের ব্যক্তিগত বিমান। এ ক্ষেত্রে অবশ্য নেইমার ভাগ্যকে একটা ধন্যবাদ দিতেই পারেন! কারণ তিনি ওই বিমানেই ছিলেন এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
বোনের সঙ্গে মিয়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। গত সপ্তাহেই মিয়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি ও বোন রাফায়েলার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে ব্রাজিলে ফেরার সময় মাঝ আকাশেই বিপত্তি বাধে। বার্বাডোজ থেকে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি দিতে শুরু করে। পাইলট তখন জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এরপর উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে নেইমারের বিমান। সেই সময় বিমানে যাত্রী ছিলেন নেইমার ও তাঁর বোন রাফায়েলা।
জরুরি অবতরণের আগে আকাশে ওড়ার পর বিমানের জানালা থেকে তোলা নিচের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নেইমার। এর পরই বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি দিতে শুরু করলে ঝুঁকি নিতে চাননি পাইলট। শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে নেইমারের বিমান। নেইমার ও তাঁর বোন পুরোপুরি অক্ষত আছেন। নেইমারের ব্যক্তিগত এই বিমান ঘণ্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে উড়তে পারে। একটানা ২ হাজার ৯০০ নটিক্যাল মাইল উড়তে পারে।
দুই দিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেন। স্বস্তির খবর, সেই গাড়িতে রোনালদো ছিলেন না। এর পরের দিনই, অর্থাৎ গতকাল মঙ্গলবার দুর্ঘটনায় পড়েছিল নেইমারের ব্যক্তিগত বিমান। এ ক্ষেত্রে অবশ্য নেইমার ভাগ্যকে একটা ধন্যবাদ দিতেই পারেন! কারণ তিনি ওই বিমানেই ছিলেন এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
বোনের সঙ্গে মিয়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। গত সপ্তাহেই মিয়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি ও বোন রাফায়েলার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে ব্রাজিলে ফেরার সময় মাঝ আকাশেই বিপত্তি বাধে। বার্বাডোজ থেকে বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি দিতে শুরু করে। পাইলট তখন জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এরপর উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে নেইমারের বিমান। সেই সময় বিমানে যাত্রী ছিলেন নেইমার ও তাঁর বোন রাফায়েলা।
জরুরি অবতরণের আগে আকাশে ওড়ার পর বিমানের জানালা থেকে তোলা নিচের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নেইমার। এর পরই বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি দিতে শুরু করলে ঝুঁকি নিতে চাননি পাইলট। শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে নেইমারের বিমান। নেইমার ও তাঁর বোন পুরোপুরি অক্ষত আছেন। নেইমারের ব্যক্তিগত এই বিমান ঘণ্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে উড়তে পারে। একটানা ২ হাজার ৯০০ নটিক্যাল মাইল উড়তে পারে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫