দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফিরিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আনন্দ মাটি হয়ে গেছে পর্তুগিজ তারকার সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পায়নি রেড ডেভিলসরা। ম্যাচে রোনালদোর শূন্যতাও হাড়ে হাড়ে টের পেল ম্যানইউ। লিভারপুলের মাঠে গিয়ে তারা বিধ্বস্ত হলো ৪-০ গোলে।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচের আগা-গোড়া ম্যানইউকে চাপে রেখে খেলেছে লিভারপুল। আক্রমণ করে গোল করা তো দূরের কথা, ম্যাচজুড়ে রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে রালফ রাংনিকের দলকে। রোনালদোর অনুপস্থিতির ম্যাচে রেড ডেভিলসরা তো গোল পেলই নয়, বরং অপরিচিত দর্শকদের সামনে হজম করল চার চারটি গোল!
৫ মিনিটে গোলের শুরু; ৮৫ মিনিটে শেষ। প্রথমার্ধে দুই গোল হজম করা ম্যানইউ বিরতির পর হজম করল আরও দুটি। জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোল দুটির মালিক সাদিও মানে ও লুইস দিয়াজ। তিনজনই অবশ্য আলাদাভাবে একটি করে গোলে অ্যাসিস্ট করেছেন। তবে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন দিয়েগো জোতা।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানইউর এটা নবম হার। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা। এবারের হারে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের টিকিট পাওয়াটা আরও কঠিন হয়ে গেল ম্যানইউর জন্য। তাদের উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট অল রেডদের। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমেছে ম্যানচেস্টার সিটি।
দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফিরিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আনন্দ মাটি হয়ে গেছে পর্তুগিজ তারকার সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যুতে। খুব স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে পায়নি রেড ডেভিলসরা। ম্যাচে রোনালদোর শূন্যতাও হাড়ে হাড়ে টের পেল ম্যানইউ। লিভারপুলের মাঠে গিয়ে তারা বিধ্বস্ত হলো ৪-০ গোলে।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ড স্টেডিয়ামে ম্যাচের আগা-গোড়া ম্যানইউকে চাপে রেখে খেলেছে লিভারপুল। আক্রমণ করে গোল করা তো দূরের কথা, ম্যাচজুড়ে রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে রালফ রাংনিকের দলকে। রোনালদোর অনুপস্থিতির ম্যাচে রেড ডেভিলসরা তো গোল পেলই নয়, বরং অপরিচিত দর্শকদের সামনে হজম করল চার চারটি গোল!
৫ মিনিটে গোলের শুরু; ৮৫ মিনিটে শেষ। প্রথমার্ধে দুই গোল হজম করা ম্যানইউ বিরতির পর হজম করল আরও দুটি। জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোল দুটির মালিক সাদিও মানে ও লুইস দিয়াজ। তিনজনই অবশ্য আলাদাভাবে একটি করে গোলে অ্যাসিস্ট করেছেন। তবে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন দিয়েগো জোতা।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানইউর এটা নবম হার। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে নেমে গেছে রেড ডেভিলসরা। এবারের হারে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের টিকিট পাওয়াটা আরও কঠিন হয়ে গেল ম্যানইউর জন্য। তাদের উড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট অল রেডদের। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমেছে ম্যানচেস্টার সিটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫