আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার।
ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে চেপে ধরে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া কিছু বুঝে ওঠার আগেই গোল পেয়ে যেতে পারত ব্রাজিল। রাফিনহার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন থিয়াগো সিলভা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোল। প্রথম গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি তিতের শিষ্যদের। ৭ মিনিটের সময় কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, কিন্তু তাঁর সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে জালে জড়িয়ে যায় বল।
গোল হজম করে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি কোরিয়া। ব্রাজিলের গোলরক্ষক ওয়েবারটনকে বোকা বানিয়ে কোরিয়াকে সমতায় ফেরান উই-জু হোয়াং।এরপর বিরতির আগে পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন চোট কাটিয়ে দলে ফেরা নেইমার।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টিতে গোল করে ব্রাজিলের লিড ৩-১ এ নেন নেইমার। শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৮০ মিনিটে বদলি হিসেবে নামা কৌতিনিয়ো ব্রাজিলের পক্ষে চতুর্থ গোল করেন। আর অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার।
ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে চেপে ধরে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া কিছু বুঝে ওঠার আগেই গোল পেয়ে যেতে পারত ব্রাজিল। রাফিনহার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন থিয়াগো সিলভা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোল। প্রথম গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি তিতের শিষ্যদের। ৭ মিনিটের সময় কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, কিন্তু তাঁর সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে জালে জড়িয়ে যায় বল।
গোল হজম করে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি কোরিয়া। ব্রাজিলের গোলরক্ষক ওয়েবারটনকে বোকা বানিয়ে কোরিয়াকে সমতায় ফেরান উই-জু হোয়াং।এরপর বিরতির আগে পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন চোট কাটিয়ে দলে ফেরা নেইমার।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টিতে গোল করে ব্রাজিলের লিড ৩-১ এ নেন নেইমার। শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৮০ মিনিটে বদলি হিসেবে নামা কৌতিনিয়ো ব্রাজিলের পক্ষে চতুর্থ গোল করেন। আর অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫