ঢাকা: ‘মনে হচ্ছে কেউ লা লিগা জিততে চাইছে না!’—এবারের লা-লিগা যেভাবে শেষ হতে যাচ্ছে গ্যারি লিনেকারের কথাটাই যথার্থই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ শেষ দিকে জিততেই যেন ভুলে গেছে! সর্বশেষ, কাল রাতে প্রায় জেতা ম্যাচটা বার্সা লেভান্তের সঙ্গে ড্র করেছে ৩–৩ গোলে।
তার আগে বার্সা আতলেতিকোর সঙ্গে করেছে গোলশূন্য ড্র। রিয়াল-সেভিয়া ম্যাচ ২-২ ড্র। ফলগুলোই যেন লিনেকারের কথাই মনে করিয়ে দিচ্ছে, ‘কেউ জিততে চাইছে না!’ কাল ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লেভান্তের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। রিয়ালকে টপকে দুইয়ে উঠলেও শিরোপা জয়ের হিসাব-নিকাশ আরও জটিল হয়েছে কাতালানদের। এই ড্রয়ে উপকার হয়েছে আসলে দুই ‘মাদ্রিদে’র।
কাল শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে বার্সা। ২ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করতে না পারা পেদ্রি ৫ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন। যেখানে পূর্ণ কৃতিত্ব লেভান্তে গোলরক্ষক আইতোর ফার্নান্দেজের। দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পেদ্রির শট। ২১ মিনিট নিজেদের ভুলেই গোলের সুযোগ হারায় লেভান্তে। ২৫ মিনিটে বার্সাকে ১–০ করে দেন মেসি। জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের জাদুতে লক্ষ্যভেদ করেন বার্সার আর্জেন্টাইন তারকা । ৩১ মিনিটে টের স্টেগেনের দক্ষতায় আরও একবার রক্ষা পায় বার্সা। বারবার সুযোগ মিস করা পেদ্রি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দেম্বেলের সহায়তায় আলতো করে গোলপোস্টের দিকে বাড়িয়ে দিয়ে বার্সাকে ২-০ তে এগিয়ে নেন এই ডিফেন্ডার।
প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণে ভড়কে যায়। কিছুটা দুর্বল হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ রঙ্গরসিকতাও হচ্ছে—বার্সা ডিফেন্ডাররা নাকি মাঠে ‘সামাজিক দূরত্ব বজায় রাখছেন’! আর এই সুযোগে দুই গোল করে সমতায় ফেরে লেভান্তে। ৫৭ মিনিটে মিরামনের ক্রসে হোসে লুইস মোরেলস না পারলেও গনসালো মেরেলো ঠিকই ফাঁকি দেন টের স্টেগেনকে। ২ মিনিট পর মোরেলসের গোলেই সমতায় ফেরে লেভান্তে।
৬৪ মিনিটে বার্সাসমর্থকদের মুখ হাসি ফোটান দেম্বেলে। গ্রিজমানের সহায়তায় বার্সাকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। বার্সার এ আনন্দ অবশ্য ক্ষণিকের জন্য। ৮৩ মিনিটে লেভান্তেকে সমতায় ফেরান সার্জিও লিওঁ।
৩-৩ গোলে ড্র করে ৩৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এসেছে কাতালানরা। তাতে আরও জটিল হয়েছে শিরোপা জয়ের সমীকরণ। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শিরোপা জিততে হলে বার্সাকে দুটো ম্যাচ জিততে তো হবেই। একই সঙ্গে চাইতে হবে দুই মাদ্রিদের পরাজয়ও।
বার্সার বাকি দুই প্রতিপক্ষ সেল্টা ভিগো আর এইবার। কাগজে–কলমে মৃদু আশা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সমীকরণে মেসিদের শিরোপার স্বপ্ন ম্রিয়মান হয়েছে অনেকটাই।
ঢাকা: ‘মনে হচ্ছে কেউ লা লিগা জিততে চাইছে না!’—এবারের লা-লিগা যেভাবে শেষ হতে যাচ্ছে গ্যারি লিনেকারের কথাটাই যথার্থই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ শেষ দিকে জিততেই যেন ভুলে গেছে! সর্বশেষ, কাল রাতে প্রায় জেতা ম্যাচটা বার্সা লেভান্তের সঙ্গে ড্র করেছে ৩–৩ গোলে।
তার আগে বার্সা আতলেতিকোর সঙ্গে করেছে গোলশূন্য ড্র। রিয়াল-সেভিয়া ম্যাচ ২-২ ড্র। ফলগুলোই যেন লিনেকারের কথাই মনে করিয়ে দিচ্ছে, ‘কেউ জিততে চাইছে না!’ কাল ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লেভান্তের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। রিয়ালকে টপকে দুইয়ে উঠলেও শিরোপা জয়ের হিসাব-নিকাশ আরও জটিল হয়েছে কাতালানদের। এই ড্রয়ে উপকার হয়েছে আসলে দুই ‘মাদ্রিদে’র।
কাল শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে বার্সা। ২ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করতে না পারা পেদ্রি ৫ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন। যেখানে পূর্ণ কৃতিত্ব লেভান্তে গোলরক্ষক আইতোর ফার্নান্দেজের। দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পেদ্রির শট। ২১ মিনিট নিজেদের ভুলেই গোলের সুযোগ হারায় লেভান্তে। ২৫ মিনিটে বার্সাকে ১–০ করে দেন মেসি। জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের জাদুতে লক্ষ্যভেদ করেন বার্সার আর্জেন্টাইন তারকা । ৩১ মিনিটে টের স্টেগেনের দক্ষতায় আরও একবার রক্ষা পায় বার্সা। বারবার সুযোগ মিস করা পেদ্রি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দেম্বেলের সহায়তায় আলতো করে গোলপোস্টের দিকে বাড়িয়ে দিয়ে বার্সাকে ২-০ তে এগিয়ে নেন এই ডিফেন্ডার।
প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণে ভড়কে যায়। কিছুটা দুর্বল হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ রঙ্গরসিকতাও হচ্ছে—বার্সা ডিফেন্ডাররা নাকি মাঠে ‘সামাজিক দূরত্ব বজায় রাখছেন’! আর এই সুযোগে দুই গোল করে সমতায় ফেরে লেভান্তে। ৫৭ মিনিটে মিরামনের ক্রসে হোসে লুইস মোরেলস না পারলেও গনসালো মেরেলো ঠিকই ফাঁকি দেন টের স্টেগেনকে। ২ মিনিট পর মোরেলসের গোলেই সমতায় ফেরে লেভান্তে।
৬৪ মিনিটে বার্সাসমর্থকদের মুখ হাসি ফোটান দেম্বেলে। গ্রিজমানের সহায়তায় বার্সাকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। বার্সার এ আনন্দ অবশ্য ক্ষণিকের জন্য। ৮৩ মিনিটে লেভান্তেকে সমতায় ফেরান সার্জিও লিওঁ।
৩-৩ গোলে ড্র করে ৩৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এসেছে কাতালানরা। তাতে আরও জটিল হয়েছে শিরোপা জয়ের সমীকরণ। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শিরোপা জিততে হলে বার্সাকে দুটো ম্যাচ জিততে তো হবেই। একই সঙ্গে চাইতে হবে দুই মাদ্রিদের পরাজয়ও।
বার্সার বাকি দুই প্রতিপক্ষ সেল্টা ভিগো আর এইবার। কাগজে–কলমে মৃদু আশা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সমীকরণে মেসিদের শিরোপার স্বপ্ন ম্রিয়মান হয়েছে অনেকটাই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে