নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে এসেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে ভুটান ফুটবল দলের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় পানি নিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা গেল কয়েকজনকে। তাই সংবাদ সম্মেলনে সেই সত্য সরলভাবে তুলে ধরলেন দলটির জাপানি কোচ আতসুশি নাকামুরা।
একইভাবে অধিনায়ক নিমা ওয়াংদিও মেনে নিলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার সবাই জানে বাংলাদেশ শক্তিশালী দল। তাদের তিনজন প্রবাসী ফুটবলার রয়েছে। হামজা চৌধুরী খুবই ভালো খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের লিগে খেলছে। তাই আমি মনে করি, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল।’
বাংলাদেশের মতো ভুটানের কাছেও ম্যাচটি প্রস্তুতির। এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন ব্রুনাইয়ের মুখোমুখি হবে তারা। বাংলাদেশের বিপক্ষে শেষ দেখায় অবশ্য সুখকর স্মৃতি রয়েছে তাদের। ৯ মাস আগে নিজেদের মাটিতে ১-০ গোলের জয় পেয়েছে তারা।
সে জয়ের পেছনের রহস্য তুলে ধরে ভুটান কোচ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি ম্যাচ আমরা ঘরের মাঠে খেলেছি। সেখানে উচ্চতার সুবিধা পেয়েছিলাম। এবার সেই সুবিধা নেই। বাংলাদেশের আবহাওয়া খুবই আর্দ্র ও গরম। কাল বেশ গরম থাকবে বলে আমার ধারণা। তাই সেই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা খুব জরুরি। অবশ্যই আমরা জিততে চাই। আমরা সেরাটা দেব।’
মিডফিল্ডার তেনজিন এন জ্যাম্পেল ও সেন্টারব্যাক তেনজিন নরবুর অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে। দুজনকে কেন্দ্র করেই বাংলাদেশকে হারানোর ছক কষছেন নাকামুরা, ‘তারা অস্ট্রেলিয়া থেকে এসেছে। এর আগে আমি তাদের একাডেমিতে কোচিং করিয়েছি। তাদের সামর্থ্য সম্পর্কে জানা আছে। আমি মনে করি, তারা আগের চেয়ে ভালো খেলবে এবং বাংলাদেশকে হারাতে সহায়তা করবে। তারা আমাদের দলের সবচেয়ে বড় শক্তি।’
বাংলাদেশে এসেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে ভুটান ফুটবল দলের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় পানি নিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা গেল কয়েকজনকে। তাই সংবাদ সম্মেলনে সেই সত্য সরলভাবে তুলে ধরলেন দলটির জাপানি কোচ আতসুশি নাকামুরা।
একইভাবে অধিনায়ক নিমা ওয়াংদিও মেনে নিলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার সবাই জানে বাংলাদেশ শক্তিশালী দল। তাদের তিনজন প্রবাসী ফুটবলার রয়েছে। হামজা চৌধুরী খুবই ভালো খেলোয়াড়। শীর্ষ পর্যায়ের লিগে খেলছে। তাই আমি মনে করি, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল।’
বাংলাদেশের মতো ভুটানের কাছেও ম্যাচটি প্রস্তুতির। এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন ব্রুনাইয়ের মুখোমুখি হবে তারা। বাংলাদেশের বিপক্ষে শেষ দেখায় অবশ্য সুখকর স্মৃতি রয়েছে তাদের। ৯ মাস আগে নিজেদের মাটিতে ১-০ গোলের জয় পেয়েছে তারা।
সে জয়ের পেছনের রহস্য তুলে ধরে ভুটান কোচ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি ম্যাচ আমরা ঘরের মাঠে খেলেছি। সেখানে উচ্চতার সুবিধা পেয়েছিলাম। এবার সেই সুবিধা নেই। বাংলাদেশের আবহাওয়া খুবই আর্দ্র ও গরম। কাল বেশ গরম থাকবে বলে আমার ধারণা। তাই সেই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা খুব জরুরি। অবশ্যই আমরা জিততে চাই। আমরা সেরাটা দেব।’
মিডফিল্ডার তেনজিন এন জ্যাম্পেল ও সেন্টারব্যাক তেনজিন নরবুর অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে। দুজনকে কেন্দ্র করেই বাংলাদেশকে হারানোর ছক কষছেন নাকামুরা, ‘তারা অস্ট্রেলিয়া থেকে এসেছে। এর আগে আমি তাদের একাডেমিতে কোচিং করিয়েছি। তাদের সামর্থ্য সম্পর্কে জানা আছে। আমি মনে করি, তারা আগের চেয়ে ভালো খেলবে এবং বাংলাদেশকে হারাতে সহায়তা করবে। তারা আমাদের দলের সবচেয়ে বড় শক্তি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫