ক্রীড়া ডেস্ক
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মেসি না খেললেও মার্চে উরুগুয়ে ও ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। সেবারও প্রাথমিক দলে ছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় তাঁকে ছাড়াই মূল দল দিয়েছিলেন স্কালোনি। মেসির সঙ্গে দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লম্বা সময় পর দলে ফিরেছেন নিকোলাস ডোমিঙ্গেজ। নটিংহাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২১ সালে। লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও ফিরেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে নিজের একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের মার্চে।
আগামী ৫ জুন চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বকাপ বিজয়ীরা। মার্চে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর নিজেদের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
চিলি ও কলম্বিয়া ম্যাচের আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যা আলিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), নিকোলাস ডোমিঙ্গেজ (নটিংহাম ফরেস্ট), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ভালেন্তিন কাস্তেয়ানোজ (লাৎসিও), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেস (জুভেন্টাস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)।
চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মেসি না খেললেও মার্চে উরুগুয়ে ও ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। সেবারও প্রাথমিক দলে ছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ায় তাঁকে ছাড়াই মূল দল দিয়েছিলেন স্কালোনি। মেসির সঙ্গে দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ২৮ সদস্যের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। চোটের কারণে মার্চের দলেও ছিলেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
লম্বা সময় পর দলে ফিরেছেন নিকোলাস ডোমিঙ্গেজ। নটিংহাম ফরেস্টের এই সেন্ট্রাল মিডফিল্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২১ সালে। লেফট-ব্যাক ভালেন্তিন বার্কোও ফিরেছেন। ২০ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনার জার্সিতে নিজের একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২৪ সালের মার্চে।
আগামী ৫ জুন চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা। ১০ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বকাপ বিজয়ীরা। মার্চে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জয়ের পর নিজেদের মাঠে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
চিলি ও কলম্বিয়া ম্যাচের আর্জেন্টিনার প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যা আলিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), নিকোলাস ডোমিঙ্গেজ (নটিংহাম ফরেস্ট), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ভালেন্তিন কাস্তেয়ানোজ (লাৎসিও), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেস (জুভেন্টাস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে