বুন্দেসলিগায় একক আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সর্বশেষ মৌসুমে লিগ জিততে তাদের নাভিশ্বাস উঠেছিল। টানা ১১ লিগ জেতার মৌসুমে স্ট্রাইকারদের গোল-খরা তাদের ভুগিয়েছে। রবার্ট লেভানডভস্কি ক্লাব ছাড়ায় এমন কঠিন বিপদে পড়তে হয়েছে তাদের।
বায়ার্নের হয়ে সর্বশেষ সাত মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকারের সেই জায়গা পূরণ করতেই হ্যারি কেইনকে কিনতে আগ্রহী লিগ চ্যাম্পিয়নরা। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বর্তমান স্ট্রাইকাররা যা করেছেন, তাতে মনে হয় ইংলিশ অধিনায়ককে না কিনলেও চলবে।
প্রাক্-মৌসুম প্রস্তুতিতে গতকাল হোটাফ ইগানকে উড়িয়ে দেওয়া বললেও যেন কম বলা হবে। জার্মান ফুটবলের নবম স্তরের দলকে ২৭ গোল দিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবের গোল উৎসবের হিসাব রাখতে গিয়ে হয়তো বিপদেই পড়েছিলেন স্কোরাররা। সাধারণত এক ম্যাচ চার কিংবা পাঁচজন খেলোয়াড় গোল করে থাকেন। কিন্তু গতকাল বায়ার্নের হয়ে ১৩ জন খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। এই নামগুলো লিখতে হয়তো স্কোরাররা কিছুটা তালগোল পাকিয়েছেন। আর তা যদি না-ও হয়, রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খুশি হয়েছেন স্কোরাররা।
৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। সঙ্গে সার্জ নাব্রি করেছেন ৩টি। আর বাকি ৯ গোল করেছেন ৯ জন খেলোয়াড়। সানে, মানে কোম্যানরাও গোল পেয়েছেন। ৩ মিনিটে শুরুটা করেছিলেন মুসিয়ালা আর ৯০ মিনিটে শেষ করেছিলেন মানে।
ইগানকে এবারই প্রথম বায়ার্ন এত গোল দিল এমনটা অবশ্য নয়। তবে আগের থেকে বেশি দিয়েছে এই ম্যাচে। ২০১৮ সালে ২০–২ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। আর ২০১৯ সালের জয়টি ছিল ২৩–০ ব্যবধানের। এবার সেই সব ছাড়িয়ে গেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। অর্থাৎ, তিন ম্যাচে ৭০ গোল দিয়েছে বায়ার্ন। হজম করেছে ২টি।
ইগানকে বিধ্বস্ত করলেও সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বায়ার্নের। ২৬ জুলাই চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে তারা। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষেও ম্যাচ রয়েছে তাদের। আর নিজেদের নতুন মৌসুম শুরু হবে ১২ আগস্ট জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের মুখোমুখি হয়ে।
বুন্দেসলিগায় একক আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সর্বশেষ মৌসুমে লিগ জিততে তাদের নাভিশ্বাস উঠেছিল। টানা ১১ লিগ জেতার মৌসুমে স্ট্রাইকারদের গোল-খরা তাদের ভুগিয়েছে। রবার্ট লেভানডভস্কি ক্লাব ছাড়ায় এমন কঠিন বিপদে পড়তে হয়েছে তাদের।
বায়ার্নের হয়ে সর্বশেষ সাত মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকারের সেই জায়গা পূরণ করতেই হ্যারি কেইনকে কিনতে আগ্রহী লিগ চ্যাম্পিয়নরা। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বর্তমান স্ট্রাইকাররা যা করেছেন, তাতে মনে হয় ইংলিশ অধিনায়ককে না কিনলেও চলবে।
প্রাক্-মৌসুম প্রস্তুতিতে গতকাল হোটাফ ইগানকে উড়িয়ে দেওয়া বললেও যেন কম বলা হবে। জার্মান ফুটবলের নবম স্তরের দলকে ২৭ গোল দিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবের গোল উৎসবের হিসাব রাখতে গিয়ে হয়তো বিপদেই পড়েছিলেন স্কোরাররা। সাধারণত এক ম্যাচ চার কিংবা পাঁচজন খেলোয়াড় গোল করে থাকেন। কিন্তু গতকাল বায়ার্নের হয়ে ১৩ জন খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। এই নামগুলো লিখতে হয়তো স্কোরাররা কিছুটা তালগোল পাকিয়েছেন। আর তা যদি না-ও হয়, রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খুশি হয়েছেন স্কোরাররা।
৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। সঙ্গে সার্জ নাব্রি করেছেন ৩টি। আর বাকি ৯ গোল করেছেন ৯ জন খেলোয়াড়। সানে, মানে কোম্যানরাও গোল পেয়েছেন। ৩ মিনিটে শুরুটা করেছিলেন মুসিয়ালা আর ৯০ মিনিটে শেষ করেছিলেন মানে।
ইগানকে এবারই প্রথম বায়ার্ন এত গোল দিল এমনটা অবশ্য নয়। তবে আগের থেকে বেশি দিয়েছে এই ম্যাচে। ২০১৮ সালে ২০–২ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। আর ২০১৯ সালের জয়টি ছিল ২৩–০ ব্যবধানের। এবার সেই সব ছাড়িয়ে গেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। অর্থাৎ, তিন ম্যাচে ৭০ গোল দিয়েছে বায়ার্ন। হজম করেছে ২টি।
ইগানকে বিধ্বস্ত করলেও সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বায়ার্নের। ২৬ জুলাই চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে তারা। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষেও ম্যাচ রয়েছে তাদের। আর নিজেদের নতুন মৌসুম শুরু হবে ১২ আগস্ট জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের মুখোমুখি হয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে