ক্রীড়া ডেস্ক
২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষভাগে এসে পড়েছে। টুর্নামেন্ট যতই গড়াচ্ছে, ততই জমজমাট হয়ে উঠছে। এমনকি শেষ অংশে এসে কোনো কোনো ম্যাচ ছড়াচ্ছে আলো। একই সঙ্গে খেলোয়াড়দের চোট চিন্তা বাড়াচ্ছে দলগুলোর।
হোসে জরিল্লা স্টেডিয়ামে গত রাতে লা লিগায় বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। জয়ের রাতে বার্সাকে দুটি পরিবর্তন আছে এক রকম জোর করে। যার মধ্যে ৩৮ মিনিটে দানি রদ্রিগেজের পরিবর্তে আনা হয় লামিনে ইয়ামালকে। যেখানে বার্সার জার্সিতে অভিষেক ম্যাচেই কাঁধে ব্যান্ডেজ জড়িয়ে মাঠ ছেড়েছেন রদ্রিগেজ। প্রথমার্ধের শেষভাগে এসে খেলায় কিছুক্ষণ তাই বিরতি আনতে হয়। আর দ্বিতীয়ার্ধে (৭৯ মিনিটে) চোটে পড়ে গাভিকে মাঠ ছাড়তে হয়েছে।
গাভির চোট অবশ্য তেমন গুরুতর মনে করছেন না বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমার মতে গাভি এখন ঠিক আছে। আশা করি, এটা চোট না। ম্যাচ শেষে সে বলল ঠিক আছে। তবে আমাদের এখন অপেক্ষা করতে হবে।’
ফ্লিকের মন খারাপ রদ্রিগেজকে নিয়ে। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘দানিকে নিয়ে সত্যি আমার মন খারাপ। এটা কঠিন। দেড় মাস একটা চোট থেকে দলে ফেরাটা তার প্রাপ্য। এখন সে তার প্রথম ম্যাচ খেলছে আমাদের সঙ্গে। সে আসলেই অনেক খুশি হয়েছিল। আমরা তার যত্ন নেব। যদি সে ফেরে, তাহলে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারবে।’
অভিষেকে চোট পাওয়া রদ্রিগেজকে দ্রুত মাঠে দেখতে চান ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘মাঠে যতক্ষণ ছিল, সে (ফ্লিক) তার খেলা দেখিয়েছে। তাকে আমাদের সমর্থন দেওয়া উচিত এবং তার অবস্থার উন্নতিতে কাজ করা প্রয়োজন। আমার দলের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনের সময় তাকে আমি ছেলের মতো দেখি। তাকে শিগগিরই মাঠে দেখতে মুখিয়ে আছি। এটা তার প্রাপ্য। আশা করি, সে তার যোগ্যতা দেখাতে পারবে।’
ইভান সানচেজের গোলে গতকাল ৬ মিনিটে এগিয়ে যায় ভায়াদোলিদ। বার্সেলোনার বিপক্ষে ভায়াদোলিদ প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরিয়ে দাঁড়ায় বার্সেলোনা। ৫৪ মিনিটে সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড রাফিনিয়া। এরপর ৬০ মিনিটে ফারমিন লোপেজের গোলে বার্সা ব্যবধান বাড়িয়ে নেয়।
লা লিগায় পয়েন্ট টেবিলের তলানিতে (২০ নম্বরে) থাকা দল হলেও ভায়াদোলিদকে খাটো করে দেখছেন না বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। পিছিয়ে থেকে ম্যাচ জেতাতে অনেক বড় অর্জন মনে করছেন টের স্টেগেন। বার্সা গোলরক্ষক বলেন, ‘যখন আপনি ১-০ গোলে পিছিয়ে থাকবেন, এটা যেকোনো দলের জন্যই কঠিন। তাদের হারানোর কিছু ছিল না। তারা কঠোর পরিশ্রম করেছে। ভক্ত-সমর্থকদের কাছে পেয়েছিল। তবে আমাদের যা দরকার ছিল, সেটা হলো জয়। এখন আমরা এগিয়ে যেতে পারি।’
ভায়াদোলিদের বিপক্ষে জয়ে খুশি বার্সেলোনা কোচ ফ্লিকও। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘তিন পয়েন্ট নেওয়া সব সময়ই লক্ষ্য। সেটা অর্জন করতে পেরেছি দেখে আমি খুশি।’ ২-১ গোলের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পোক্ত করল বার্সেলোনা। ৩৪ ম্যাচে ২৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৭৯ পয়েন্ট এখন কাতালানদের। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ৩৩ ম্যাচে পেয়েছে ৭২ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমাতে আজ নামছে রিয়াল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-সেলতা ফিগো ম্যাচ।
২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষভাগে এসে পড়েছে। টুর্নামেন্ট যতই গড়াচ্ছে, ততই জমজমাট হয়ে উঠছে। এমনকি শেষ অংশে এসে কোনো কোনো ম্যাচ ছড়াচ্ছে আলো। একই সঙ্গে খেলোয়াড়দের চোট চিন্তা বাড়াচ্ছে দলগুলোর।
হোসে জরিল্লা স্টেডিয়ামে গত রাতে লা লিগায় বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে ভায়াদোলিদকে। জয়ের রাতে বার্সাকে দুটি পরিবর্তন আছে এক রকম জোর করে। যার মধ্যে ৩৮ মিনিটে দানি রদ্রিগেজের পরিবর্তে আনা হয় লামিনে ইয়ামালকে। যেখানে বার্সার জার্সিতে অভিষেক ম্যাচেই কাঁধে ব্যান্ডেজ জড়িয়ে মাঠ ছেড়েছেন রদ্রিগেজ। প্রথমার্ধের শেষভাগে এসে খেলায় কিছুক্ষণ তাই বিরতি আনতে হয়। আর দ্বিতীয়ার্ধে (৭৯ মিনিটে) চোটে পড়ে গাভিকে মাঠ ছাড়তে হয়েছে।
গাভির চোট অবশ্য তেমন গুরুতর মনে করছেন না বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমার মতে গাভি এখন ঠিক আছে। আশা করি, এটা চোট না। ম্যাচ শেষে সে বলল ঠিক আছে। তবে আমাদের এখন অপেক্ষা করতে হবে।’
ফ্লিকের মন খারাপ রদ্রিগেজকে নিয়ে। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘দানিকে নিয়ে সত্যি আমার মন খারাপ। এটা কঠিন। দেড় মাস একটা চোট থেকে দলে ফেরাটা তার প্রাপ্য। এখন সে তার প্রথম ম্যাচ খেলছে আমাদের সঙ্গে। সে আসলেই অনেক খুশি হয়েছিল। আমরা তার যত্ন নেব। যদি সে ফেরে, তাহলে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারবে।’
অভিষেকে চোট পাওয়া রদ্রিগেজকে দ্রুত মাঠে দেখতে চান ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘মাঠে যতক্ষণ ছিল, সে (ফ্লিক) তার খেলা দেখিয়েছে। তাকে আমাদের সমর্থন দেওয়া উচিত এবং তার অবস্থার উন্নতিতে কাজ করা প্রয়োজন। আমার দলের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলনের সময় তাকে আমি ছেলের মতো দেখি। তাকে শিগগিরই মাঠে দেখতে মুখিয়ে আছি। এটা তার প্রাপ্য। আশা করি, সে তার যোগ্যতা দেখাতে পারবে।’
ইভান সানচেজের গোলে গতকাল ৬ মিনিটে এগিয়ে যায় ভায়াদোলিদ। বার্সেলোনার বিপক্ষে ভায়াদোলিদ প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরিয়ে দাঁড়ায় বার্সেলোনা। ৫৪ মিনিটে সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড রাফিনিয়া। এরপর ৬০ মিনিটে ফারমিন লোপেজের গোলে বার্সা ব্যবধান বাড়িয়ে নেয়।
লা লিগায় পয়েন্ট টেবিলের তলানিতে (২০ নম্বরে) থাকা দল হলেও ভায়াদোলিদকে খাটো করে দেখছেন না বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। পিছিয়ে থেকে ম্যাচ জেতাতে অনেক বড় অর্জন মনে করছেন টের স্টেগেন। বার্সা গোলরক্ষক বলেন, ‘যখন আপনি ১-০ গোলে পিছিয়ে থাকবেন, এটা যেকোনো দলের জন্যই কঠিন। তাদের হারানোর কিছু ছিল না। তারা কঠোর পরিশ্রম করেছে। ভক্ত-সমর্থকদের কাছে পেয়েছিল। তবে আমাদের যা দরকার ছিল, সেটা হলো জয়। এখন আমরা এগিয়ে যেতে পারি।’
ভায়াদোলিদের বিপক্ষে জয়ে খুশি বার্সেলোনা কোচ ফ্লিকও। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘তিন পয়েন্ট নেওয়া সব সময়ই লক্ষ্য। সেটা অর্জন করতে পেরেছি দেখে আমি খুশি।’ ২-১ গোলের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পোক্ত করল বার্সেলোনা। ৩৪ ম্যাচে ২৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৭৯ পয়েন্ট এখন কাতালানদের। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ৩৩ ম্যাচে পেয়েছে ৭২ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমাতে আজ নামছে রিয়াল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-সেলতা ফিগো ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে