বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ জন্য কিছুদিন আগে ৩২ সদস্যের একটি স্কোয়াডও ঘোষণা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আজ পূর্ব ঘোষিত প্রাথমিক তালিকা থেকে ২৮ জনের একটি সর্বশেষ স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা।
লিওনেল স্কোলেনির প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন চারজন ফুটবলার। বাদ পড়া চারজন হচ্ছেন মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওস, গোলকিপার হুয়ান মুসো, সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-পাওলো দিবালাসহ বাকি তারকা ফুটবলাররা স্কোলেনির ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
আর্জেন্টিনার প্রাথমিক তালিকাতে জায়গা পাওয়া যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদা সর্বশেষ তালিকাতেও আছেন। এ মৌসুমে আটালান্টা ইউনাইটেডে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মেও আছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৬ গোলের বিপরীতে সতীর্থদের দিয়ে ১১ গোল করিয়েছেন তিনি। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে খুবই রোমাঞ্চিত তিনি। ২১ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, ‘অবশ্যই, প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমি পেশাদার ফুটবল যা করেছি তার পুরস্কার এটি।’
আর্জেন্টিনা প্রীতি ম্যাচ দুটি খেলবে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে। দুটি ম্যাচেই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। মেসি-দি মারিয়ারা প্রথম ম্যাচটি খেলবে হন্ডুরাসের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর। আর অপর প্রীতি ম্যাচটি খেলবে ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে খেলবে ১৬ নভেম্বর দুবাইয়ে। আর মেসি-দিবালাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনতিয়েল, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিস্টিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নন্দেজ, আনহেল ডি মারিয়া।
ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লুকাস ওকাম্পোস।
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ জন্য কিছুদিন আগে ৩২ সদস্যের একটি স্কোয়াডও ঘোষণা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আজ পূর্ব ঘোষিত প্রাথমিক তালিকা থেকে ২৮ জনের একটি সর্বশেষ স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা।
লিওনেল স্কোলেনির প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন চারজন ফুটবলার। বাদ পড়া চারজন হচ্ছেন মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওস, গোলকিপার হুয়ান মুসো, সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-পাওলো দিবালাসহ বাকি তারকা ফুটবলাররা স্কোলেনির ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
আর্জেন্টিনার প্রাথমিক তালিকাতে জায়গা পাওয়া যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদা সর্বশেষ তালিকাতেও আছেন। এ মৌসুমে আটালান্টা ইউনাইটেডে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মেও আছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৬ গোলের বিপরীতে সতীর্থদের দিয়ে ১১ গোল করিয়েছেন তিনি। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে খুবই রোমাঞ্চিত তিনি। ২১ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, ‘অবশ্যই, প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমি পেশাদার ফুটবল যা করেছি তার পুরস্কার এটি।’
আর্জেন্টিনা প্রীতি ম্যাচ দুটি খেলবে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে। দুটি ম্যাচেই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। মেসি-দি মারিয়ারা প্রথম ম্যাচটি খেলবে হন্ডুরাসের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর। আর অপর প্রীতি ম্যাচটি খেলবে ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে খেলবে ১৬ নভেম্বর দুবাইয়ে। আর মেসি-দিবালাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মনতিয়েল, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিস্টিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নন্দেজ, আনহেল ডি মারিয়া।
ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লুকাস ওকাম্পোস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫