দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’
দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে