বিরতি কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের ম্যাচের কারণে দেড় মাস বিরতিতে ছিল ঘরোয়া ফুটবল। এখনো দেশের সমর্থকেরা ডুবে আছেন হামজা চৌধুরীর উন্মাদনায় । সেই উন্মাদনাকে সঙ্গী করে কাটছে ঘরোয়া ফুটবলের বিরতি । ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।
ফেডারেশন কাপের এবারের ফরম্যাটটা অবশ্য ভিন্ন। নেই কোনো সেমিফাইনাল । কিংস - আবাহনী ম্যাচে জয়ী দল পাবে ফাইনালের টিকিট । তবে পরাজিত দলের সুযোগ থাকবে আরও একটি । তাই ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে মরিয়া হয়ে।
কিংসের কাছে চ্যালেঞ্জটা অবশ্য শিরোপা ধরে রাখার । প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তেমন দাপট দেখাতে পারছে না তারা । ১০ ম্যাচে ৬ জয় ও ২ হারে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ভালেরিউ তিতার দল । সেই দুই হারের একটি আবাহনীর বিপক্ষে । কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই কিংসকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল আবাহনী । তবে লিগের দ্বিতীয় পর্বে ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই বিদেশি । তিন বছর আকাশি - নীল জার্সিতে কাটানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তো ফিরেছেন আবারও । তাঁর সঙ্গে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোহকে দলে ভিড়িয়েছে আবাহনী । তাই মাঝমাঠ ও আক্রমণে এখন শক্তিশালী তারা।
অন্যদিকে কিংস যেন ছোটখাটো একটি হাসপাতাল । চোটের কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ দুই মাস ধরে মাঠের বাইরে । এবার সেই দলে যোগ দিয়েছেন আরও দুই ডিফেন্ডার — তপু বর্মন ও তারিক কাজী । শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তপু । কিন্তু চোটে পড়ে ২১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। কাঁধের চোটে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে পারেন তারিক।
প্রথম পর্বে দুরবস্থার পর দলবদলে তিন বিদেশি খেলোয়াড়কে দলে টানে কিংস। কিন্তু চোটের কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোর খেলার সম্ভাবনা নেই । দলের মধ্যমণি মিগেল দামাসেনা ছুটি কাটিয়ে এখনো ঢাকায় ফেরেননি । গুঞ্জন আছে , কিংস ছেড়ে ভারতের ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই দল সাজাতে কিছুটা হলেও হিমশিম খেতে হচ্ছে কিংস কোচ ভালেরিউ তিতাকে। আস্থা রাখতে হচ্ছে রিজার্ভ বেঞ্চের ওপর ।
রক্ষণে জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিনকে সঙ্গ দেবেন টুটুল হোসেন বাদশা ও ব্রাজিলের দাসিয়েল এলিস । মাঝমাঠের দায়িত্বটা থাকবে জনাথন ফার্নান্দেজের কাঁধেই, তাঁর সঙ্গে থাকতে পারেন সোহেল রানা ও আসরর গফুরভ । আক্রমণে দেখা যেতে পারে রাকিব হোসেন , শেখ মোরসালিন ও ফয়সাল ফাহিমকে।
প্রথম কোয়ালিফায়ারের পাশাপাশি আজ হবে এলিমিনেটরও। কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন । এই ম্যাচে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে।
জাতীয় দলের ম্যাচের কারণে দেড় মাস বিরতিতে ছিল ঘরোয়া ফুটবল। এখনো দেশের সমর্থকেরা ডুবে আছেন হামজা চৌধুরীর উন্মাদনায় । সেই উন্মাদনাকে সঙ্গী করে কাটছে ঘরোয়া ফুটবলের বিরতি । ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।
ফেডারেশন কাপের এবারের ফরম্যাটটা অবশ্য ভিন্ন। নেই কোনো সেমিফাইনাল । কিংস - আবাহনী ম্যাচে জয়ী দল পাবে ফাইনালের টিকিট । তবে পরাজিত দলের সুযোগ থাকবে আরও একটি । তাই ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে মরিয়া হয়ে।
কিংসের কাছে চ্যালেঞ্জটা অবশ্য শিরোপা ধরে রাখার । প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তেমন দাপট দেখাতে পারছে না তারা । ১০ ম্যাচে ৬ জয় ও ২ হারে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ভালেরিউ তিতার দল । সেই দুই হারের একটি আবাহনীর বিপক্ষে । কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই কিংসকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল আবাহনী । তবে লিগের দ্বিতীয় পর্বে ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই বিদেশি । তিন বছর আকাশি - নীল জার্সিতে কাটানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তো ফিরেছেন আবারও । তাঁর সঙ্গে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোহকে দলে ভিড়িয়েছে আবাহনী । তাই মাঝমাঠ ও আক্রমণে এখন শক্তিশালী তারা।
অন্যদিকে কিংস যেন ছোটখাটো একটি হাসপাতাল । চোটের কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ দুই মাস ধরে মাঠের বাইরে । এবার সেই দলে যোগ দিয়েছেন আরও দুই ডিফেন্ডার — তপু বর্মন ও তারিক কাজী । শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তপু । কিন্তু চোটে পড়ে ২১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। কাঁধের চোটে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে পারেন তারিক।
প্রথম পর্বে দুরবস্থার পর দলবদলে তিন বিদেশি খেলোয়াড়কে দলে টানে কিংস। কিন্তু চোটের কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোর খেলার সম্ভাবনা নেই । দলের মধ্যমণি মিগেল দামাসেনা ছুটি কাটিয়ে এখনো ঢাকায় ফেরেননি । গুঞ্জন আছে , কিংস ছেড়ে ভারতের ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই দল সাজাতে কিছুটা হলেও হিমশিম খেতে হচ্ছে কিংস কোচ ভালেরিউ তিতাকে। আস্থা রাখতে হচ্ছে রিজার্ভ বেঞ্চের ওপর ।
রক্ষণে জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিনকে সঙ্গ দেবেন টুটুল হোসেন বাদশা ও ব্রাজিলের দাসিয়েল এলিস । মাঝমাঠের দায়িত্বটা থাকবে জনাথন ফার্নান্দেজের কাঁধেই, তাঁর সঙ্গে থাকতে পারেন সোহেল রানা ও আসরর গফুরভ । আক্রমণে দেখা যেতে পারে রাকিব হোসেন , শেখ মোরসালিন ও ফয়সাল ফাহিমকে।
প্রথম কোয়ালিফায়ারের পাশাপাশি আজ হবে এলিমিনেটরও। কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন । এই ম্যাচে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে