দলে তারকার অভাব নেই। সেই তারকাদের দু-একজন অনুপস্থিত থাকলে কী ঘটতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পেল পিএসজি। গত রাতে চোটের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে আশা বলতে ছিলেন শুধু নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার কিছুই করতে পারেননি। মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা।
মার্শেইয়ের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পর এবার লিগে মোনাকোর বিপক্ষে বিপক্ষে হার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে টানা দুই হারে যেন সর্ষে ফুল দেখছেন পার্ক দে প্রিন্সেসের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। দলের এমন অবস্থা দেখে খুশি নন পিএসজি-সমর্থকেরাও।
এমনকি মোনাকোর বিপক্ষে পরাজয়ে হতাশ পিএসজি খেলোয়াড়েরাও। নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। তাদের দাবি, হারের পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে খেলোয়াড়দের তর্ক-বিতর্কও হয়েছে।
ক্যাম্পোসের অভিযোগ, ম্যাচে কিছু খেলোয়াড়ের মধ্যে আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে। তবে তাঁকে পিএসজির দুই ব্রাজিলিয়ান মার্কিনওস ও নেইমার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক নয়। লেকিপ জানায়, ক্যাম্পোসের মাতৃভাষা পর্তুগিজে নেইমার ও মার্কিনওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ানদের ভাষাও পর্তুগিজ। তাঁদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য আশ্চর্য হয়েছেন।
চোটের কারণে গত দুই ম্যাচে এমবাপ্পেকে পায়নি পিএসজি। তবে মোনাকোর বিপক্ষে পরাজয় দেখে সতীর্থদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড লেখেন, ‘চলো, শক্ত ও একত্র হই’।
মোনাকোর মাঠে হারের পর হাতমাইকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনাল কিমপেম্বে। হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো।
দলে তারকার অভাব নেই। সেই তারকাদের দু-একজন অনুপস্থিত থাকলে কী ঘটতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পেল পিএসজি। গত রাতে চোটের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে আশা বলতে ছিলেন শুধু নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার কিছুই করতে পারেননি। মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা।
মার্শেইয়ের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পর এবার লিগে মোনাকোর বিপক্ষে বিপক্ষে হার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে টানা দুই হারে যেন সর্ষে ফুল দেখছেন পার্ক দে প্রিন্সেসের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। দলের এমন অবস্থা দেখে খুশি নন পিএসজি-সমর্থকেরাও।
এমনকি মোনাকোর বিপক্ষে পরাজয়ে হতাশ পিএসজি খেলোয়াড়েরাও। নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। তাদের দাবি, হারের পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে খেলোয়াড়দের তর্ক-বিতর্কও হয়েছে।
ক্যাম্পোসের অভিযোগ, ম্যাচে কিছু খেলোয়াড়ের মধ্যে আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে। তবে তাঁকে পিএসজির দুই ব্রাজিলিয়ান মার্কিনওস ও নেইমার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক নয়। লেকিপ জানায়, ক্যাম্পোসের মাতৃভাষা পর্তুগিজে নেইমার ও মার্কিনওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ানদের ভাষাও পর্তুগিজ। তাঁদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য আশ্চর্য হয়েছেন।
চোটের কারণে গত দুই ম্যাচে এমবাপ্পেকে পায়নি পিএসজি। তবে মোনাকোর বিপক্ষে পরাজয় দেখে সতীর্থদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড লেখেন, ‘চলো, শক্ত ও একত্র হই’।
মোনাকোর মাঠে হারের পর হাতমাইকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনাল কিমপেম্বে। হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫