চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
চ্যাম্পিয়নস লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে একের পর এক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার-লিওনেল মেসিদের আনতে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে কার্পণ্য করেনি ক্লাবটি। তবে দিন শেষে তাদের ফল শূন্য। টুর্নামেন্টে খুশির বদলে উল্টো হতাশাই পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
গতকাল বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে এবারের টুর্নামেন্টেও হতাশা জুটেছে পিএসজির। নিজেদের দুঃখে পিএসজির ফুটবলাররা দুঃখী হলেও খুশি হয়েছেন অনেকে। এই অনেকের মধ্যে আছেন জিমি ক্যারাঘার।
পিএসজির বিদায়ে খুশি হয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি সঙ্গে এমনও জানিয়েছেন যে পিএসজি দল নয়, একটা গোলমাল। সিবিএস স্পোর্টসকে লিভারপুলের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘পিএসজির বিদায়ে আমি খুশি হয়েছি। পুরো সেটআপ পছন্দ করি না। এটা দল নয়, একটা গোলমাল।’
পিএসজির পেট্রোডলার খরচ নিয়েও মন্তব্য করেছেন ক্যারাঘার। তিনি বলেছেন, ‘শেষ সাতবারের মধ্যে পাঁচবারই শেষ ষোলোয় বিদায় নিয়েছে তারা। অথচ তারা অন্যদের থেকে বেশি অর্থ ব্যয় করেছে। তাদের বিশ্বসেরা ফুটবলারও রয়েছে।’
বিশ্বসেরা ফুটবলার থাকলেই যে সাফল্য আসবে, এমনটি মানতে নারাজ ক্যারাঘার। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পিএসজির ছিটকে যাওয়াকে সামনে এনেছেন তিনি। তাঁর মতে, দলের ভারসাম্য অনুযায়ী ফুটবলার না কিনে বড় নামের ফুটবলারদের পেছনে অর্থ ব্যয়ে তাদের সাফল্য আসছে না। তিনি বলেছেন, ‘এই বিদায় আপনাকে প্রমাণ করে যে দল হয়ে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে এর গুরুত্ব আরও বেশি।’
কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ফুটবলার হওয়ার পরও চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাচ্ছেন না বলে ফরাসি তারকাকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন ক্যারাঘার। লিভারপুল কিংবদন্তি বলেছেন, ‘আমরা একটি দলের মধ্যে ব্যক্তিগতভাবে অন্যকে ভালোবাসি। কিন্তু এটি একটি দল নয়। কিলিয়ান এমবাপ্পের উচিত এই ক্লাব ছেড়ে যাওয়া।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫