প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের নারীরা। শিরোপাজয়ের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার।
সানজিদা বিশাল পোস্টের এক জায়গায় আক্ষেপের সুরে লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’
ইতিহাস গড়ে শিরোপাজয়ের পর সানজিদার আক্ষেপের চাওয়া আর আক্ষেপ থাকছে না। নারী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি আজকের পত্রিকা’কে বলেছেন, ‘আমরা ছাদখোলা বাস গতকাল জোগাড় করেছি। আজ এটার কাজ চলছে। সানজিদা যেহেতু আক্ষেপের কথা বলেছে, সেই আক্ষেপ পূরণের জন্যই আমরা ছাদখোলা বাসের ব্যবস্থা করেছি। ঢাকায় ছিল না, তবে আমরা দোতলা বাসের ব্যবস্থা করেছি এবং এটা সাজাচ্ছি। তাদের এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়ার পর ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে আসব।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সিদ্ধান্ত শোনার পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলারদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়েছে। সামাজিক মাধ্যমে ছাদখোলা বাসের একটি ছবি দিয়ে নিজেদের আনন্দের কথা জানান দিচ্ছেন কৃষ্ণা রানী সরকার-মারিয়া মান্দারা।
ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা লিখেছেন, ‘স্বপ্ন যখন সত্যি হয়’। আর মারিয়া মান্দা লিখেছেন, ‘আমাদের হুডখোলা বাস’।
প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের নারীরা। শিরোপাজয়ের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার।
সানজিদা বিশাল পোস্টের এক জায়গায় আক্ষেপের সুরে লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’
ইতিহাস গড়ে শিরোপাজয়ের পর সানজিদার আক্ষেপের চাওয়া আর আক্ষেপ থাকছে না। নারী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি আজকের পত্রিকা’কে বলেছেন, ‘আমরা ছাদখোলা বাস গতকাল জোগাড় করেছি। আজ এটার কাজ চলছে। সানজিদা যেহেতু আক্ষেপের কথা বলেছে, সেই আক্ষেপ পূরণের জন্যই আমরা ছাদখোলা বাসের ব্যবস্থা করেছি। ঢাকায় ছিল না, তবে আমরা দোতলা বাসের ব্যবস্থা করেছি এবং এটা সাজাচ্ছি। তাদের এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়ার পর ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে আসব।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সিদ্ধান্ত শোনার পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলারদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়েছে। সামাজিক মাধ্যমে ছাদখোলা বাসের একটি ছবি দিয়ে নিজেদের আনন্দের কথা জানান দিচ্ছেন কৃষ্ণা রানী সরকার-মারিয়া মান্দারা।
ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা লিখেছেন, ‘স্বপ্ন যখন সত্যি হয়’। আর মারিয়া মান্দা লিখেছেন, ‘আমাদের হুডখোলা বাস’।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫