নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রিদেশীয় টুর্নামেন্টে পরশু ফিলিস্তিন ম্যাচের থেকে আজ কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলায় ছিল খানিকটা পরিবর্তন। ফিলিস্তিনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল পাল্টে জামালদের খেলায় ছিল আক্রমণের ঝলক।
কৌশল পাল্টালেও অবশ্য কিরগিজদের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি বাংলাদেশ। ৪-১ গোলে হেরে কিরগিজদের বিপক্ষে হারের রেকর্ড চার থেকে পাঁচে নিয়ে গেছে জেমি ডের দল।
টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে নতুন এক কৌশল প্রয়োগের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কাজে লাগাতে পারলে এই কৌশলেই সাফে খেলতে দেখা যাবে, এমনটাই জানিয়েছিলেন জামাল। ফিলিস্তিনের বিপক্ষে বোঝা না গেলেও কৌশলটা যে আক্রমণাত্মক ফুটবল সেটা টের পাওয়া গেল কিরগিজস্তানের বিপক্ষে।
আক্রমণাত্মক খেলতে গিয়ে অবশ্য রক্ষণের ভিত্তিটা নড়বড়ে হয়েছে বাংলাদেশের। সুযোগটা কাজে লাগিয়ে গোল আদায় করেছে স্বাগতিকরাও। তবে এই ম্যাচ থেকে বাংলাদেশ কোচের সান্ত্বনা হতে পারে মাহবুবুর রহমান সুফিলের গোলে ফেরা। গত মার্চে কাঠমান্ডুতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের পর আবারও গোল পেলেন সুফিল।
ফিলিস্তিন ম্যাচের ৩-৪-৩ ফরমেশন ঠিক রাখলেও বাংলাদেশ কোচ জেমি ডে কিরগিজদের বিপক্ষে পরিবর্তন এনেছিলেন চারটি। ছিল গোলবারের নিচেও পরিবর্তন। শহীদুল আলম সোহেলের পরিবর্তে গোলবারের নিচে দাঁড়ান নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কানাডিয়ান প্রবাসী রাহবার ওয়াহেদ খান প্রথম একাদশে ছিলেন, যদিও তাঁকে বেশিক্ষণ খেলার সুযোগ দেননি জেমি। ২৪ মিনিটেই রাহবারকে উঠিয়ে মিডফিল্ডার সোহেল রানাকে নামান বাংলাদেশ কোচ।
স্বাগতিক কিরগিজস্তানকে সমর্থন জোগাতে গ্যালারি এসেছিলেন হাজার হাজার দর্শক। হাজার দর্শকের সামনে নড়বড়ে বাংলাদেশের বিপক্ষে ১০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ডি-বক্সের বাইরে থেকে আলিমার্দন শুকুরভের নেওয়া ফ্রি-কিকে বল তপু বর্মণের মাথার ওপর দিয়ে গিয়ে পড়ে আদার মোল্ডোঝুনুসভের পায়ে। ওত পেতে থাকা কিরগিজ ফরোয়ার্ড সুযোগটা কাজে লাগাতে একদমই ভুল করেননি। তার বাঁ পায়ের কোনাকুনি শটে বল বাংলাদেশ গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।
গোল হজম করেই সমতা ফেরার লড়াইয়ে নামে বাংলাদেশ। ২৭ মিনিটে এসেছিল সুযোগও। কিরগিজ ডি-বক্সে সুযোগের অপেক্ষায় থাকা রাকিব হোসেনকে ভালো জায়গায় ক্রস দিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু তাঁর বাড়ানো বল রাকিবের পায়ে পড়ার আগেই নিজেদের বিপদমুক্ত করেন স্বাগতিক ডিফেন্ডাররা।
আক্রমণাত্মক হতে গিয়ে ৪০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে পাল্টা আক্রমণে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন কিরগিজ ডিফেন্ডার খায়রাত ইজাকভ। তাঁর কাট ব্যাকে অনেকটা ফাঁকাতেই বল পান আলিমার্দন শুকুরভ। বাঁ পায়ের শটে দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন কিরগিজ ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ গোলরক্ষক জিকোর কারণে গোল পাননি তুরসুনালি রুস্তামভ। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই অবশ্য সেই শোধ তুলেছেন কিরগিজ অধিনায়ক। শুকুরভের পাসে ৪৬ মিনিটে বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে দর্শক বানিয়ে ডান পায়ের শটে গোল করেন রুস্তামভ।
ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি ৫৩ মিনিটে। রহমত মিয়ার দূরপাল্লার থ্রোয়িং ডি-বক্স থেকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো মাহবুবুর রহমান সুফিলের পায়ে তুলে দেন কিরগিজ ডিফেন্ডাররা। সুফিলের মাটি কামড়ানো শট স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল। ৪ মিনিটে আরেকবার গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সুফিলের বদলি হিসেবে মাঠে নামা সুমন রেজা দারুণ এক ক্রস দিয়েছিলেন আরেক বদলি খেলোয়াড় বিপলু আহমেদকে। ভালো জায়গায় বল পেয়েও বিপলু শট নিতে দেরি করায় ব্যবধানটা আর কমেনি বাংলাদেশের।
৮৭ মিনিটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পরিচিত মুখ বখতিয়ার দুশোবেকভের দারুণ এক ফ্রি-কিক ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক জিকো। পরের মিনিটেই অবশ্য সেই আক্ষেপ মিটিয়েছেন শেখ রাসেলের হয়ে খেলা এই মিডফিল্ডার। কর্নার থেকে উড়ে আসা বলে হেডে সাবেক ক্লাব সতীর্থ জিকোকে পরাস্ত করে কিরগিজস্তানের চতুর্থ গোলটি করেন বখতিয়ার।
আগামী বৃহস্পতিবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।
ত্রিদেশীয় টুর্নামেন্টে পরশু ফিলিস্তিন ম্যাচের থেকে আজ কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলায় ছিল খানিকটা পরিবর্তন। ফিলিস্তিনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল পাল্টে জামালদের খেলায় ছিল আক্রমণের ঝলক।
কৌশল পাল্টালেও অবশ্য কিরগিজদের বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি বাংলাদেশ। ৪-১ গোলে হেরে কিরগিজদের বিপক্ষে হারের রেকর্ড চার থেকে পাঁচে নিয়ে গেছে জেমি ডের দল।
টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে নতুন এক কৌশল প্রয়োগের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কাজে লাগাতে পারলে এই কৌশলেই সাফে খেলতে দেখা যাবে, এমনটাই জানিয়েছিলেন জামাল। ফিলিস্তিনের বিপক্ষে বোঝা না গেলেও কৌশলটা যে আক্রমণাত্মক ফুটবল সেটা টের পাওয়া গেল কিরগিজস্তানের বিপক্ষে।
আক্রমণাত্মক খেলতে গিয়ে অবশ্য রক্ষণের ভিত্তিটা নড়বড়ে হয়েছে বাংলাদেশের। সুযোগটা কাজে লাগিয়ে গোল আদায় করেছে স্বাগতিকরাও। তবে এই ম্যাচ থেকে বাংলাদেশ কোচের সান্ত্বনা হতে পারে মাহবুবুর রহমান সুফিলের গোলে ফেরা। গত মার্চে কাঠমান্ডুতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালের পর আবারও গোল পেলেন সুফিল।
ফিলিস্তিন ম্যাচের ৩-৪-৩ ফরমেশন ঠিক রাখলেও বাংলাদেশ কোচ জেমি ডে কিরগিজদের বিপক্ষে পরিবর্তন এনেছিলেন চারটি। ছিল গোলবারের নিচেও পরিবর্তন। শহীদুল আলম সোহেলের পরিবর্তে গোলবারের নিচে দাঁড়ান নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কানাডিয়ান প্রবাসী রাহবার ওয়াহেদ খান প্রথম একাদশে ছিলেন, যদিও তাঁকে বেশিক্ষণ খেলার সুযোগ দেননি জেমি। ২৪ মিনিটেই রাহবারকে উঠিয়ে মিডফিল্ডার সোহেল রানাকে নামান বাংলাদেশ কোচ।
স্বাগতিক কিরগিজস্তানকে সমর্থন জোগাতে গ্যালারি এসেছিলেন হাজার হাজার দর্শক। হাজার দর্শকের সামনে নড়বড়ে বাংলাদেশের বিপক্ষে ১০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। ডি-বক্সের বাইরে থেকে আলিমার্দন শুকুরভের নেওয়া ফ্রি-কিকে বল তপু বর্মণের মাথার ওপর দিয়ে গিয়ে পড়ে আদার মোল্ডোঝুনুসভের পায়ে। ওত পেতে থাকা কিরগিজ ফরোয়ার্ড সুযোগটা কাজে লাগাতে একদমই ভুল করেননি। তার বাঁ পায়ের কোনাকুনি শটে বল বাংলাদেশ গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।
গোল হজম করেই সমতা ফেরার লড়াইয়ে নামে বাংলাদেশ। ২৭ মিনিটে এসেছিল সুযোগও। কিরগিজ ডি-বক্সে সুযোগের অপেক্ষায় থাকা রাকিব হোসেনকে ভালো জায়গায় ক্রস দিয়েছিলেন ইয়াসিন আরাফাত। কিন্তু তাঁর বাড়ানো বল রাকিবের পায়ে পড়ার আগেই নিজেদের বিপদমুক্ত করেন স্বাগতিক ডিফেন্ডাররা।
আক্রমণাত্মক হতে গিয়ে ৪০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে পাল্টা আক্রমণে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন কিরগিজ ডিফেন্ডার খায়রাত ইজাকভ। তাঁর কাট ব্যাকে অনেকটা ফাঁকাতেই বল পান আলিমার্দন শুকুরভ। বাঁ পায়ের শটে দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন কিরগিজ ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ গোলরক্ষক জিকোর কারণে গোল পাননি তুরসুনালি রুস্তামভ। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই অবশ্য সেই শোধ তুলেছেন কিরগিজ অধিনায়ক। শুকুরভের পাসে ৪৬ মিনিটে বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে দর্শক বানিয়ে ডান পায়ের শটে গোল করেন রুস্তামভ।
ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি ৫৩ মিনিটে। রহমত মিয়ার দূরপাল্লার থ্রোয়িং ডি-বক্স থেকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো মাহবুবুর রহমান সুফিলের পায়ে তুলে দেন কিরগিজ ডিফেন্ডাররা। সুফিলের মাটি কামড়ানো শট স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল। ৪ মিনিটে আরেকবার গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সুফিলের বদলি হিসেবে মাঠে নামা সুমন রেজা দারুণ এক ক্রস দিয়েছিলেন আরেক বদলি খেলোয়াড় বিপলু আহমেদকে। ভালো জায়গায় বল পেয়েও বিপলু শট নিতে দেরি করায় ব্যবধানটা আর কমেনি বাংলাদেশের।
৮৭ মিনিটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পরিচিত মুখ বখতিয়ার দুশোবেকভের দারুণ এক ফ্রি-কিক ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক জিকো। পরের মিনিটেই অবশ্য সেই আক্ষেপ মিটিয়েছেন শেখ রাসেলের হয়ে খেলা এই মিডফিল্ডার। কর্নার থেকে উড়ে আসা বলে হেডে সাবেক ক্লাব সতীর্থ জিকোকে পরাস্ত করে কিরগিজস্তানের চতুর্থ গোলটি করেন বখতিয়ার।
আগামী বৃহস্পতিবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে