ইউরোপা লিগ ফাইনাল
ক্রীড়া ডেস্ক
কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!
২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।
কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।
তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!
কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে আসার পর রুবেন আমোরিমের অধীনে ২৬টি লিগ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যার ১৪টিতে হেরেছে তারা। মজার ব্যাপার, পর্তুগিজ লিগে ব্রাগা ও স্পোর্টিং সিপির কোচ থাকার সময় দুই দল মিলিয়ে ঠিক ১৪টি হারই দেখেছিলেন আমোরিম। ওল্ড ট্রাফোর্ডে এসে কী নিদারুণ বাস্তবতার মুখোমুখি তিনি!
২০ দলের প্রিমিয়ার লিগে ১৬তম অবস্থানে এক সময়ের প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড। তারপরও আমোরিমের চোখে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন! আর এই স্বপ্ন আমোরিমকে দেখাচ্ছে উয়েফা ইউরোপা লিগের ‘লাইফ লাইন’। আজ এই টুর্নামেন্টের ফাইনাল। জিতলে ট্রফির পাশাপাশি মিলবে চ্যাম্পিয়নস লিগের টিকিটও। তাই এই ফাইনালের দিকে তাকিয়ে আমোরিম। গত সপ্তাহে ইউনাইটেডের এই পর্তুগিজ কোচ বলেছিলেন, ট্রফির চেয়ে তাঁর কোচ চ্যাম্পিয়নস লিগই বেশি গুরুত্বপূর্ণ।
কেন বেশি গুরুত্বপূর্ণ, তার ব্যাখ্যায় পর্তুগিজ কোচ বলেছিলেন, ‘আগামী কয়েক বছরে শীর্ষে ফেরার ভালো একটা মাধ্যম হতে পারে চ্যাম্পিয়নস লিগ।’ তাই আজকের ফাইনালটিও আমোরিমের কাছে গুরুত্বপূর্ণ। ‘গুরুত্বপূর্ণ’ এই ফাইনালে প্রতিপক্ষ আবার ইংলিশ লিগের আরেক দল—টটেনহাম। চলতি লিগে যাদের অবস্থান ইউনাইটেডের এক ধাপ পরে, ১৭তম অবস্থানে। তবে এই টটেনহামও ইউনাইটেডের জন্য ভয়ংকর। কারণ, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবার জিতেছে টটেনহাম। তিনবার পারলে আরেকবার কেন নয়? পারলে এভারটনের পাশে নাম তুলবে টটেনহাম, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
তা ছাড়া, আমোরিমের মতো টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লুও তাকিয়ে বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে হতে যাওয়া এই ফাইনালের দিকে। দলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ পোস্তেকগ্লুর চাকরি এমনিতেই হুমকির মুখে। আজকের ফাইনাল হারলে টটেনহাম বিদায় বলে দিতে পারে তাঁকে।
তো কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল? এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাচ্ছে অপ্টার সুপার কম্পিউটারও। চলতি মৌসুমে আগের তিন সাক্ষাতে জয়ের কারণেই কি না, অপ্টার সুপার কম্পিউটারে টটেনহামের জয়ের সম্ভাবনা ৫০.৩ শতাংশ!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে