সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে স্তব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ের ৫১ তম দলটির বিপক্ষে ২-১ গোলে হার–মেসি-ডি মারিয়াদের কতটা বিমর্ষ করেছে তা বলার অপেক্ষা রাখে না।
তুলনামূলক কম শক্তির দলটির কাছে হেরে আলবিসেলেস্তেদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন চ্যালেঞ্জের মুখে। সামনের দুটি ম্যাচ জিতলেই কোনো হিসেব–নিকেশ ছাড়া নক-আউট পর্বে উঠে যাবে আর্জেন্টিনা। কিন্তু হোঁচট খেলেই বিপদ।
সামনের চ্যালেঞ্জও কঠিন। গ্রুপ পর্বে আগামী শনিবার পরের ম্যাচেই খেলবে মেক্সিকোর বিপক্ষে। শেষ ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। বলা যায়, লিওনেল মেসি বাহিনীর ‘নক আউট’ পর্ব মেক্সিকো ম্যাচ দিয়েই শুরু হচ্ছে। এক ম্যাচ হারলেই বিদায় নিতে হবে প্রথম রাউন্ড থেকে।
সব মিলিয়ে আর্জেন্টিনার সামনের পথটা কঠিনই। দলটির খেলোয়াড়দের কাছেও তা–ই। এ জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েই পরবর্তী ম্যাচগুলোয় মাঠে নামতে হবে ওতামেন্দি-রোমেরোদের। কঠিন সময়ে সতীর্থদের সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে মিডফিল্ডার পাপু গোমেজ ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন, ‘কঠিন রাস্তাই সুন্দর গন্তব্যে নিয়ে যায়।’
সৌদির বিপক্ষে গোমেজকে শুরুর একাদশে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। কিন্তু এই মিডফিল্ডার নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বিপক্ষে ম্যাক অ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজ শুরুর একাদশে খেলতে পারেন।
লেফট উইঙ্গার নিকো গঞ্জালেস ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন। বাম প্রান্তের ডিফেন্ডার মার্কোস আকুনিয়াও সম্পূর্ণ ফিট ছিলেন না গত ম্যাচ পর্যন্ত। এতে আর্জেন্টিনার পুরো বাম প্রান্তেরই ভঙ্গুর অবস্থা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
কোচ স্কালোনি অবশ্য এসব কিছুর দিকে ভ্রুক্ষেপ করতে নারাজ। সৌদির কাছে হারের পর দিনই কোমরে দড়ি বেঁধে অনুশীলনে নেমে পড়েন শিষ্যদের নিয়ে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে স্তব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ের ৫১ তম দলটির বিপক্ষে ২-১ গোলে হার–মেসি-ডি মারিয়াদের কতটা বিমর্ষ করেছে তা বলার অপেক্ষা রাখে না।
তুলনামূলক কম শক্তির দলটির কাছে হেরে আলবিসেলেস্তেদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন চ্যালেঞ্জের মুখে। সামনের দুটি ম্যাচ জিতলেই কোনো হিসেব–নিকেশ ছাড়া নক-আউট পর্বে উঠে যাবে আর্জেন্টিনা। কিন্তু হোঁচট খেলেই বিপদ।
সামনের চ্যালেঞ্জও কঠিন। গ্রুপ পর্বে আগামী শনিবার পরের ম্যাচেই খেলবে মেক্সিকোর বিপক্ষে। শেষ ম্যাচের প্রতিপক্ষ পোল্যান্ড। বলা যায়, লিওনেল মেসি বাহিনীর ‘নক আউট’ পর্ব মেক্সিকো ম্যাচ দিয়েই শুরু হচ্ছে। এক ম্যাচ হারলেই বিদায় নিতে হবে প্রথম রাউন্ড থেকে।
সব মিলিয়ে আর্জেন্টিনার সামনের পথটা কঠিনই। দলটির খেলোয়াড়দের কাছেও তা–ই। এ জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েই পরবর্তী ম্যাচগুলোয় মাঠে নামতে হবে ওতামেন্দি-রোমেরোদের। কঠিন সময়ে সতীর্থদের সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে মিডফিল্ডার পাপু গোমেজ ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন, ‘কঠিন রাস্তাই সুন্দর গন্তব্যে নিয়ে যায়।’
সৌদির বিপক্ষে গোমেজকে শুরুর একাদশে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। কিন্তু এই মিডফিল্ডার নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বিপক্ষে ম্যাক অ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজ শুরুর একাদশে খেলতে পারেন।
লেফট উইঙ্গার নিকো গঞ্জালেস ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো চোটের কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন। বাম প্রান্তের ডিফেন্ডার মার্কোস আকুনিয়াও সম্পূর্ণ ফিট ছিলেন না গত ম্যাচ পর্যন্ত। এতে আর্জেন্টিনার পুরো বাম প্রান্তেরই ভঙ্গুর অবস্থা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
কোচ স্কালোনি অবশ্য এসব কিছুর দিকে ভ্রুক্ষেপ করতে নারাজ। সৌদির কাছে হারের পর দিনই কোমরে দড়ি বেঁধে অনুশীলনে নেমে পড়েন শিষ্যদের নিয়ে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে